নিউজ এক্সপ্রেস ২৪ ডেস্ক
উত্তর মালিতে আল-কায়েদার সঙ্গে সম্পর্কযুক্ত যোদ্ধা ও বিশাল সাহারার যোদ্ধাদের
বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি উন্নত করতে নিজ দেশে মার্কিন ড্রোন বিমানের জন্য ঘাঁটি দিতে
সম্মত হয়েছে নাইজার। নাইজার সরকারের সূত্র দিয়ে এ তথ্য জানায় আলজাজিরা।
নাইজারে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বিসা উইলিয়ামস দেশটির প্রেসিডেন্ট
মাহামাদু ইসোওফু’র সঙ্গে গত সোমবার এক বৈঠকে এ ব্যাপারে অনুরোধ করেছিলেন। প্রেসিডেন্ট
বুধবার এ বিষয়ে তার সিদ্ধান্ত স্থির করেছেন বলে সূত্র নিশ্চিত করেছে।
নাম প্রকাশ না করে নাইজার সরকারের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন,
‘ইসলামি আন্দোলনের বিরুদ্ধে গোয়েন্দা ব্যবস্থা উন্নত করতে নাইজার তাদের ভূমি ব্যবহারের ব্যাপারে
মার্কিনিদের সবুজ সংকেত দিয়েছে।’
মার্কিন ড্রোন বিমানের ঘাঁটিটি মালির সীমান্তের কাছে নাইজারের
উত্তর মরুভূমি অঞ্চল ‘আগাদেজ’-এ স্থাপন করা হবে।
(এসকে/৩০.০১.১৩)
|
Comments
Post a Comment