ঢাকা : আন্তর্জাতিক দাতারা উত্তর মালিতে ইসলামপন্থী জঙ্গিদের বিরূদ্ধে লড়তে কোটি কোটি ডলারের মদদ জোগানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। মঙ্গলবার আদ্দিস আবাবায় এক সম্মেলনে এ প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।
এ প্রতিশ্রুতির আওতায় যুক্তরাষ্ট্র ৯
কোটি ৬০ লাখ ডলার, আফ্রিকান ইউনিয়ন ৫ কোটি ডলার, জার্মানি ২ কোটি ডলার দেবে বলে প্রতিশ্রূতি ব্যক্ত
করেছে।
অর্থায়নের প্রতিশ্রুতি দেয়া দাতাদের মধ্যে রয়েছে
পশ্চিম আফ্রিকান জোট ইকোয়াস, দক্ষিণ আফ্রিকা, ঘানা, নাইজিরিয়া ও
ইথিওপিয়া।
প্রস্তাবিত এ বাহিনীর নাম ঠিক করা হয়েছে আফ্রিকা নেতৃত্বাধীন আন্তর্জাতিক
মালি মিশন বা AFISMA। টোকিওতে- জাপান এ বাহিনীর জন্যে ১২ কোটি ডলার
দেয়ার প্রস্তাব করেছে ।
ইতোমধ্যে ফ্রান্স ও মালির সেনারা মালির ঐতিহাসিক শহর টিমবাকটু, গাও ও কিদাল দখল করেছে।
এদিকে AFISMA বাহিনীর কিছু সংখ্যক সৈন্য মালি গিয়ে পৌঁছালেও এখনো লড়াইয়ে তেমন উল্লেখযোগ্য কোনো ভূমিকা রাখেনি।
সূত্র: ভয়েস অব আমেরিকা
Comments
Post a Comment