নিউজ এক্সপ্রেস ২৪ ডটকম
ঢাকা : কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্মার্ট এক্সপোর্ট লিমিটেডের চেয়ারম্যান শরিফ আহমেদ (৫০) ও ব্যবস্থাপনা পরিচালক জাকির আহমেদের (৫৬) দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক হুমায়ূন কবীর তাদের সাতদিন করে রিমান্ডে নেওয়ার আবেদন জানান। এর পরিপ্রেক্ষিতে মহানগর হাকিম হাসিবুল হক তাদের দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
গতকাল মঙ্গলবার মধ্যরাতে ধানমণ্ডি এলাকা থেকে ওই দুজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর আজ বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে এক সংবাদ ব্রিফিংয়ে গোয়েন্দা পুলিশের উপকমিশনার মোল্লা নজরুল ইসলাম এ ব্যাপারে বিস্তারিত জানান।
জিজ্ঞাসাবাদে গ্রেফতার হওয়া দুজনের কাছ থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে মোল্লা নজরুল জানান, এই পোশাক কারখানায় অগ্নিনিরাপত্তার কোনো লাইসেন্স ছিল না। কারখানার কোনো ইনস্যুরেন্সও নেই। এমনকি ভবনে বিকল্প সিঁড়ি ও অগ্নিনির্বাপণের পর্যাপ্ত যন্ত্র ছিল না।
গত শনিবার রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধের পাশে স্মার্ট এক্সপোর্ট লিমিটেড নামের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় সাতজন নারীকর্মীর মৃত্যু হয়। এ ঘটনায় ওই দিন রাতে মালিকপক্ষের তিনজনকে আসামি করে নিহত নারী পোশাককর্মী রাজিয়ার বাবা আলতাফ হোসেন একটি মামলা করেন।
(ওএসআর/৩০.০১.১৩)
Comments
Post a Comment