নিউজ এক্সপেস ২৪
ঢাকা : শিশুদের পড়ালেখার জন্য ক্ষতিকর বিবেচনা করে কার্টুন ‘ডোরেমন’ সম্প্রচার বন্ধ করে দিয়েছে সরকার।
সম্প্রতি জাতীয় সংসদের এক অধিবেশনে এক সংসদ
সদস্য
ডিজনি
চ্যানেলে সম্প্রচারিত এই
কার্টুনটি সম্প্রচার বন্ধের
আহ্বান
জানানোর ১১
দিনের
মধ্যে
তথ্যমন্ত্রী বৃহস্পতিবার সংসদে
এ কথা
জানান।
তথ্যমন্ত্রী হাসানুল হক
ইনু
বলেন,
‘কার্টুন ছবি
ডোরেমন
প্রচারে শিশুদের পড়ালেখার পরিবেশ
বিনষ্ট
হোক
এটা
সরকার চায় না।’
তিনি জানান, ইতোমধ্যে সরকার
অনুমোদনহীন বিদেশি
স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ডিজনি,
ডিজনি
এক্সডি
ও
পোগো
সম্প্রচার বন্ধের
নির্দেশনা দিয়ে
বিজ্ঞপ্তি জারি
করেছে।
এর
ফলে
ডোরেমন
কার্টুন সম্প্রচার বন্ধ
হয়েছে।
ডিজনি
চ্যানেলে প্রচারিত জাপানি
কার্টুন ডোরেমন
দেশে
শিশুদের মধ্যে
বেশ
জনপ্রিয়। এ কার্টুনটি হিন্দিতে ভাষান্তরিত হয়ে
প্রচারিত হয়।
জাতীয় সংসদে হাফিজ উদ্দিন
আহম্মেদের এক
প্রশ্নের জবাবে
ডোরেমন
সম্প্রচার বন্ধের
বিষয়টি
জানান মন্ত্রী।
প্রসঙ্গত, গত ৩
ফেব্রুয়ারি সংসদ
সদস্য
শাহরিয়ার আলম
ডোরেমন
বন্ধের
দাবি
তুলে
সংসদে
বলেছিলেন, ‘এর
মতো
কার্টুনের প্রভাবে শিশুরা
বাংলা
বলতে
ভুলে
যাচ্ছে
ও
তাদের
মনোবিকাশ ব্যাহত
হচ্ছে।’
তথ্যমন্ত্রী জানান,
বিদেশি
যেসব
চ্যানেল বাংলাদেশের ইতিহাস,
সংস্কৃতিতে বিরূপ
প্রভাব
ফেলতে
পারে,
সেই
সব
চ্যানেল বন্ধের
ব্যবস্থা নেওয়া
হচ্ছে।
বাংলাদেশের চ্যানেল ভারতে
প্রচারের ব্যবস্থা নেওয়া
হয়েছে
বলেও
জানান
তিনি।
দেশের প্রেক্ষাগৃহগুলোতে ভারতীয়
সিনেমা প্রদর্শনের ব্যাপারে তথ্যমন্ত্রী
বলেন,
‘বিদ্যমান আমদানি
নীতিতে
বাংলাদেশে ভারতীয়
চলচ্চিত্র প্রদর্শনের কোনো
সুযোগ
নেই।’
এ সময় দেশে
বর্তমানে ৫৮১টি পত্রিকা, ২২টি টেলিভিশন ও দেড়শ’ অনলাইন নিউজ পোর্টাল আছে বলে জানান তথ্যমন্ত্রী।
(ওএসআর/এসকে/১৪.০২.১৩)
Comments
Post a Comment