নিউজ এক্সপ্রেস ২৪ ডেস্ক : বন্যা
পরবর্তী পরিস্থিতি মোকাবিলার জন্য জনপ্রতি সরকারি ত্রাণ মাত্র ১ মার্কিন ডলার!
হাস্যকর হলেও সত্যি, ভারতের মহারাষ্ট্রের ভিদারভায় বন্যায় ক্ষতিগ্রস্থ হওয়া
কৃষকদের মাথাপিছু ৮০ রুপি (১.৩১ ডলার) করে দিয়েছে দেশটির সরকার। খবর এনডিটিভির।
৫৫ বছর বয়সি কৃষক সোনবা গানপত
বাউনি জানান, আমি গত মাসে সরকারের কাছ থেকে ৮০ রুপির একটি চেক পেয়েছি, যা আমাদের
নিয়ে এক নির্মম প্রহসন ছাড়া কিছুই নয়।
কিন্তু জেলা রাজস্ব কর্মকর্তা
রমেশ ওয়ানদাইল জানান, মাঠ পর্যায়ে সমীক্ষা করে দেখা গেছে মোট সম্পদের মাত্র ১
শতাংশ ক্ষতি হয়েছে যা মাথাপিছু ৮৩ রুপির বেশি নয়।
এনডিটিভির এক রিপোর্টে বলা
হয়, গত জুলাইয়ে হওয়া এ বন্যায় ২০ বিলিয়ন রুপির (৩৩০ মিলিয়ন ডলার) প্যাকেজ বরাদ্দ
দেওয়া হয়েছে।
ভিদারভা অঞ্চলে বন্যায় এ
পর্যন্ত একশ’ জন মারা গেছে। ভারতের অন্যান্য অঞ্চলের মধ্যে এ অঞ্চলটিতে কৃষকদের
আত্মহত্যার হার সবচেয়ে বেশি।
(এসকে/অক্টোবর
২৩, ২০১৩)
Comments
Post a Comment