Skip to main content

দশম নির্বাচন : কার লাভ, কার ক্ষতি?



শাহনেওয়াজ খান



সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে জানুয়ারি অনুষ্ঠিত হলো দশম জাতীয় সংসদ নির্বাচন। একতরফা নির্বাচন শেষ হলেও সমস্যার কিন্তু শেষ হয়নি। টানা কয়েক মাস ধরে বিপর্যস্ত দেশে আগামী মাসগুলোতেও তেমন ভালো অবস্থার লক্ষণ দেখা যাচ্ছে না। তবে নির্বাচনের পর ইতোমধ্যে লাভ-ক্ষতির হিসাব কষতে শুরু করেছে রাজনৈতিক দলগুলো।

ক্ষমতাসীন আওয়ামী লীগ খালি মাঠে গোল দিয়ে (দলটির সভাপতির ভাষায়) এটাকে জনগণের ম্যান্ডেট হিসেবে প্রচার করে নিজেদের লাভের অংশীদার করছে। অপরদিকে নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছে বলে নিজেদের জয়ী ভাবছে বিএনপি। উভয় দলকে বুঝাতে এবং সুষ্ঠু সব দলের অংশগ্রহণে নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা রাষ্ট্র। ওদিকে যথারীতি ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষে আছে ভারত।

অবস্থায় লাভ-ক্ষতির হিসাব করতে একটু অন্যদিকে চোখ ফেরানো যাক। কয়েক মাস ধরে একটানা সহিংসতা, হরতাল, অবরোধে দেশের অর্থনীতি বিপর্যস্ত। নিরাপত্তাহীনতায় ভুগছে জনগণ। এমন অবস্থায় বাংলাদেশের অন্যতম প্রধান অর্থনৈতিক খাত গার্মেন্ট শিল্প স্বাভাবিকভাবেই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বাংলাদেশ থেকে অনেক অর্ডার বাতিল করেছে বিশ্বের নামিদামি পোশাক শিল্প প্রতিষ্ঠানগুলো। সুযোগটি লুফে নিয়েছে ভারত। বাংলাদেশের বেশিরভাগ অর্ডারগুলো চলে গেছে তাদের প্রতিষ্ঠানের হাতে। সুতরাং, ভারত কেন চাইবে সহিংসতা কমুক!

বাংলাদেশের চলমান সঙ্কটে সরকারকে বহুদলীয় গণতন্ত্রের পথে ফিরিয়ে আনতে ইউরোপ, যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর অবরোধ আসতে পারে বলে বিভিন্ন মিডিয়ায় খবর প্রকাশ হয়েছে। এক্ষেত্রেও আওয়ামী লীগ সরকারকে সাহস জোগাচ্ছে ভারত। নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে তারা।

শেষ পর্যন্ত যদি স্বল্পমাত্রায় অবরোধ আরোপ করা হয় সেক্ষেত্রে আওয়ামী সরকারের প্রধান সহায় হবে ভারত। সুযোগে ভারতীয় পণ্য অবাধে প্রবেশ করবে বাংলাদেশে। দেশ পরিণত হবে ভারতীয় পণ্যের বাজারে। অর্থাৎ পুরোপুরি ভারত নির্ভর হয়ে যেতে হবে সরকারসহ পুরো দেশকে। সুতরাং, বোঝাই যাচ্ছে ভারত কেন একতরফা আওয়ামী লীগের পক্ষে। যে কোনো মূল্যে আওয়ামী লীগ টিকে গেলেই তাদের স্বার্থ হাসিল।

আরেক প্রতিবেশী দেশ পাকিস্তান চাচ্ছে সহিংসতা বা যে কোনো মাধ্যমেই হোক জামায়াত নেতাদের ফাঁসি ঠেকানো দলটিকে নিশ্চিহ্ন হওয়ার হাত থেকে বাঁচাতে। জন্য তাদের চেষ্টারও কমতি নেই।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ অন্যান্য রাষ্ট্রগুলো একই সঙ্গে গণতান্ত্রিক পদ্ধতি টিকিয়ে রাখা তাদের স্বার্থ হাসিলের পথে আছে। বর্তমান পরিস্তিতিতে তাদের বিএনপির দিকে ঝুঁকে থাকাটাই স্বাভাবিক। অতিমাত্রায় ভারতকেন্দ্রিকতা একতরফা নির্বাচন করে সাময়িকভাবে টিকে যাওয়া আওয়ামী লীগ তাদের খুব বেশি শর্ত মেনে নেবে না। সেক্ষেত্রে বিএনপি বরং সুবিধাজনক অবস্থানে। গণআন্দোলনে ব্যর্থ দলটি এখন তাকিয়ে আছে বিদেশি শক্তির দিকে। ক্ষমতায় আসতে তারা এখন যে কোনো শর্ত মেনে নেওয়ার মতো অবস্থায় আছে। সুযোগটি নিঃসন্দেহে কাজে লাগাবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ মুরব্বি দেশগুলো।

দেশের বর্তমান অবস্থার পরিবর্তনে সব দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই। তাই বিদেশিদের নাক গলানোর সুযোগটা বর্তমানে একটু বেশিই। কারণ রাজনৈতিক দলগুলো জনগণকে তাদের পাশে না নিয়ে ছুটছে বিদেশের পানে। নিজ নাগরিকদের তুষ্ট না রেখে তারা বিদেশিদের তুষ্ট রাখতে ব্যস্ত। অবস্থা কখনোই একটি দেশের জন্য মঙ্গলজনক নয়।

লেখা আর বাড়াতে চাচ্ছি না। তবে শেষে একটি কথা বলতে চাই, সম্প্রতি দিল্লির বিধানসভা নির্বাচনে জয়লাভ করে রাজ্য ক্ষমতায় বসেছে মাত্র এক বছর বয়সী আম আদমি পার্টি। জানি না, আম আদমি সরকার চালনায় শেষ পর্যন্ত সফল হবে কিনা? দিল্লির জনগণও সেটা জানে না। তবে একটি বিষয় স্পষ্ট, এটা কংগ্রেস, বিজেপি সবাইকে একটা সঙ্কেত দিয়েছে। যতই ঐতিহ্য আর রাজনৈতিক মুন্সিয়ানা থাকুক না কেন, জনগণের জন্য কাজ না করলে রাজনীতিকদের ছুঁড়ে ফেলতে তারা বিন্দুমাত্র পিছপা হবে না। বাংলাদেশের রাজনীতিকরা বিষয়টা ভেবেছেন কি?

Comments

Popular posts from this blog

হিন্দুবিদ্বেষী ছিলেন না সম্রাট আওরঙ্গজেব

নিউজ এক্সপ্রেস ডেস্ক: মুঘল সম্রাটদের মধ্যে কেবল একজনই ভারতীয়দের মধ্যে স্থান করে নিতে ব্যর্থ হয়েছেন - তিনি আলমগীর আওরঙ্গজেব। সাধারণ মানুষের মধ্যে আওরঙ্গজেবের ইমেজ হলো একজন ধর্মীয় গোঁড়া ব্যক্তি হিসেবে , যিনি হিন্দুদের ঘৃণা করতেন আর যিনি নিজের রাজনৈতিক লক্ষ্য অর্জনে এমনকি নিজের বড় ভাই দারা শিকোকে পর্যন্ত রেহাই দেননি। তিনিই সেই ব্যক্তি যিনি বৃদ্ধ পিতাকে আগ্রার একটি দুর্গে তার জীবনের শেষ সাড়ে সাত বছর বন্দি করে রেখেছিলেন। সম্প্রতি পাকিস্তানী নাট্যকার শাহীদ নাদিম লিখেছেন যে ভারত ভাগের বীজ সত্যিকার অর্থে সেদিনই বপন করা হয়েছিল , যেদিন আওরঙ্গজেব তার ভাই দারাকে পরাজিত করেছিলেন। জওহরলাল নেহরুও ১৯৪৬ সালের প্রকাশিত তার বই ‘ ডিসকভারি অব ইন্ডিয়া ’ তে আওরঙ্গজেবকে একজন গোঁড়া ব্যক্তি হিসেবেই চিহ্নিত করেছেন। তবে মার্কিন ইতিহাসবিদ অড্রে ট্রাশকা তার বই ‘ আওরঙ্গজেব - দ্যা ম্যান অ্যান্ড দ্যা মিথ ’ বইয়ে লিখেছেন যে আওরঙ্গজেব হিন্দুদের ঘৃণা করতেন আর তাই মন্দির ধ্বংস কর

দাঁড়িয়ে পানি পান কি ঠিক?

নিউজ এক্সপ্রেস ডেস্ক : সময় কিংবা অভ্যাসের কারণে আমরা অনেকেই দাঁড়িয়ে পানি পান করি। কিন্তু এই অভ্যাসের মাধ্যমে আমরা ডেকে আনছি বিপদ। একটা নয়, একগুচ্ছ রোগ বাসা বাঁধছে শরীরে। ভুগতে হচ্ছে কিডনি সমস্যায়। শরীরে পানির গুরুত্ব অনেক। কিন্তু ভুল নিয়মে পানি, বিশেষ করে রাস্তাঘাটে চলতে ফিরতে ঢকঢক করে পানি পানের অভ্যাসে শরীরে বাসা বাঁধছে নানা রোগ- এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। দাঁড়িয়ে পানি পানের কুফল শরীরে টক্সিনের পরিমাণ বাড়ে: পানি পানের পরেই শরীরের ছাঁকনিগুলো শরীরকে পরিশ্রুত করার কাজ শুরু করে। দাঁড়িয়ে পানি পান করলে শরীরের ভিতরে থাকা ছাঁকনিগুলো সংকুচিত হয়ে যায়। পরিশ্রুত করার কাজ বাধা পায়। ফলে, শরীরে টক্সিনের মাত্রা বাড়তে থাকে। পাকস্থলীতে ক্ষত: দাঁড়িয়ে পানি পান করলে তা সরাসরি পাকস্থলীতে গিয়ে আঘাত করে। পাকস্থলী থেকে নিঃসৃত অ্যাসিডের কর্মক্ষমতা কমিয়ে দেয়। বদহজমের আশঙ্কা বাড়ে। তলপেটে যন্ত্রণাসহ একাধিক সমস্যা তৈরি হতে পারে। আর্থারাইটিসের আশঙ্কা: দাঁড়িয়ে পানি পান করলে শরীরের মধ্যে থাকা কিছু উপকারী রাসায়নিকের মাত্রা কমতে থাকে। ফলে হাড়ের জোড়ায় কর্মক্ষমতা কমে যায়। সেখান থেকে আর্থারাইটিসের আশ

হরিণের রাজ্যে

শাহনেওয়াজ খান আমরা দশ-বারোজন মিলে চারদিক থেকে ঘিরে ধরলাম হরিণের পালটাকে। ৬০-৭০টা হরিণ হবে। প্রায় এক ঘণ্টা ধরে ঘুরে ঘুরে পালটাকে ঘিরে ধরেছি। সন্ধ্যা ঘনিয়ে আসায় আলো দ্রুত কমে যাচ্ছে। শেষ সময়, সুতরাং সবাই চারদিক দিয়ে এক নিঃশ্বাসে দৌড় দিলাম হরিণের পালকে আটকাতে। কি অপূর্ব সেই দৃশ্য! আমার দু’পাশ দিয়ে দৌড়ে যাচ্ছে হরিণ। এত জোরে দৌড়াচ্ছে যে পায়ের নিচের খুড়ের অংশগুলো ঠিক স্পষ্ট দেখা যাচ্ছে না। হরিণের ওপর ঝাঁপ দিয়ে পড়ার ইচ্ছেটা শুরুতেই তো বড় বড় শিং দেখে মারা গিয়েছিল। এখন দৌড় দেখে উল্টো চুপসে গেলাম। মনে মনে প্রার্থনা শুরু করলাম, হে আল্লাহ, শিং বা খুরের আঁচড় যেন গায়ে না লাগে। বর্ণনা শুনে মনে হচ্ছে, এটা সুন্দরবন বা বিদেশি কোনো সাফারি পার্কের দৃশ্য? না, এটা আমাদের গর্ব নিঝুম দ্বীপের গল্প। খেটে খাওয়া দরিদ্র মানুষগুলোর দ্বীপে যেখানে হরিণই চাঞ্চল্যের উৎস। তবে এই হরিণগুলো কিন্তু শুধু দ্বীপের পরিবেশকেই নয়, মানুষগুলোকেও ব্যস্ত রাখে। দল বেধে এসে নষ্ট করে দেয় ক্ষেতের ফসল। ২০০৯ সালের শুরুর দিকে শীত মৌসুমে গিয়েছিলাম নোয়াখালীর হাতিয়ার নিঝুম দ্বীপে। তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অনার্স