নিউজ এক্সপ্রেস ডেস্ক : মিসরের আলেকজান্দ্রিয়া থেকে কায়রোগামী অভ্যন্তরীণ রুটের বিমান অপহরণ 'নাটকের' সমাপ্তি হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৮টায় আলেকজান্দ্রিয়া থেকে ৬৩ জন আরোহী নিয়ে কায়রোর উদ্দেশে উড্ডয়ন করে ইজিপ্টএয়ারের এ৩২০ সিরিজের ওই বিমান। এমএস১৮১ ফ্লাইটের ওই বিমানের ৫৬ জন যাত্রীর মধ্যে ২৬ জনই ছিলেন মিশরের বাইরের।
উড্ডয়নের কিছুক্ষণ পরই বিস্ফোরকভর্তি 'সুইসাইড ভেস্ট' রয়েছে এমন দাবি করে এক যাত্রী বিমানটি অপহরণ করে সাইপ্রাসের লারনাকা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণে বাধ্য করেন। এরপর বিমান থেকে বেরিয়ে হাত মাথার ওপর তুলে নিরাপত্তা কর্মকর্তাদের কাছে আত্মসমর্পন করেন ওই অপহরণকারী। পরে বিমানটির সব যাত্রীকে মুক্ত করা হয়। এরপর লারনাকা বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়।
বিমান ছিনতাইয়ের পেছনে ওই যাত্রীর উদ্দেশ্য কী ছিল তা এখনো স্পষ্ট নয়। তবে
তিনি সাইপ্রাসে থাকা তার সাবেক স্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছেন বলে আগে
খবর পাওয়া গিয়েছিল। কথিত ওই অপহরণকারী সাইপ্রাসে আশ্রয় চেয়েছেন বলেও খবর
পাওয়া যায়।
অন্য এক খবরে অবশ্য ওই ছিনতাইকারীকে মিশরের কারাগারে থাকা সব নারী বন্দীদের মুক্তি দাবির বিষয়টি উল্লেখ করা হয়।
স্থানীয় গণমাধ্যমের বরাতে বিবিসি জানিয়েছে, লারকানা বিমানবন্দরে অতরণের পর অপহরণকারী ওই যাত্রী আরবিতে লেখা চার পাতার একটি চিঠি সাইপ্রাসের কর্মকর্তাদের কাছে দিয়েছেন। পরে ওই বক্তির স্ত্রী পরিচয়ে এক নারী লারকানা বিমানবন্দরে আসেন।
সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস আনাস্তাসিয়াদেস এ ছিনতাইয়ের ঘটনার সঙ্গে সন্ত্রাসবাদের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন। বিমান্টিক কারণে ওই ব্যক্তি বিমান অপহরণ করেছিলেন কি-না এমন প্রশ্নে তিনি হেসে বলেন, 'এ ঘটনায় একজন নারী জড়িত রয়েছেন।' সূত্র: বিবিসি
(এসকে/মার্চ ২৯, ২০১৬)
অন্য এক খবরে অবশ্য ওই ছিনতাইকারীকে মিশরের কারাগারে থাকা সব নারী বন্দীদের মুক্তি দাবির বিষয়টি উল্লেখ করা হয়।
স্থানীয় গণমাধ্যমের বরাতে বিবিসি জানিয়েছে, লারকানা বিমানবন্দরে অতরণের পর অপহরণকারী ওই যাত্রী আরবিতে লেখা চার পাতার একটি চিঠি সাইপ্রাসের কর্মকর্তাদের কাছে দিয়েছেন। পরে ওই বক্তির স্ত্রী পরিচয়ে এক নারী লারকানা বিমানবন্দরে আসেন।
সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস আনাস্তাসিয়াদেস এ ছিনতাইয়ের ঘটনার সঙ্গে সন্ত্রাসবাদের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন। বিমান্টিক কারণে ওই ব্যক্তি বিমান অপহরণ করেছিলেন কি-না এমন প্রশ্নে তিনি হেসে বলেন, 'এ ঘটনায় একজন নারী জড়িত রয়েছেন।' সূত্র: বিবিসি
(এসকে/মার্চ ২৯, ২০১৬)
Comments
Post a Comment