নিউজ এক্সপ্রেস প্রতিবেদক : ব্যাটিংয়ে বাংলাদেশের বড় বড় প্রায় সব রেকর্ড তামিম ইকবালের অধিকারে। একের পর এক রেকর্ড গড়া এই উদ্বোধনী ব্যাটসম্যান নিজেকে আরও অনেক উচ্চতায় নিয়ে যেতে চান। টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি তিন সংস্করণেই দেশের হয়ে সর্বোচ্চ রান তামিমের। তিন ধরনের ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ডও তারই। গত রোববার ওমানের বিপক্ষে শতক করে টি-টোয়েন্টিতে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের তিন অঙ্কের ইনিংস না থাকার আক্ষেপ দূর করেন তামিম।
ওমানকে ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে ৫৪ রানে হারিয়ে বিশ্বকাপের সুপার টেনে পৌঁছায় বাংলাদেশ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তামিম জানান, দেশের হয়ে রেকর্ড গড়ে যেতে চান তিনি। তিনি বলেন, “আমি দেশের হয়ে যত দিনই খেলি, ৫-৬ বা ৮ বছর, নিজের রেকর্ড এমন উচ্চতায় নিয়ে যেতে হয় যেন কেউ সহজে ভাঙতে না পারে। স্বাভাবিকভাবেই রেকর্ড ভাঙবেই। সব রেকর্ডই একদিন না একদিন ভাঙে। আমি এমন রেকর্ড গড়ে যেতে চাই যেন একজনের এই রেকর্ড ভাঙতে অনেক কষ্ট করা লাগে।”
ওমানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ১০৩ রানে অপরাজিত থাকেন তামিম। ক্রিকেটের সবচেয়ে সীমিত পরিসরের এ আসরে সেঞ্চুরির স্বদ পেয়ে তামিম জানান, সামনে আরও অনেক সেঞ্চুরি করবে বাংলাদেশের ক্রিকেটাররা। ম্যাচ শেষে তামিম বলেন, “প্রথম বাংলাদেশি হিসেবে সেঞ্চুরি করতে পেরে আমি গর্ববোধ করছি। আশা করি সামনে আরও অনেক সেঞ্চুরি হবে। যেভাবে সাব্বির ও সৌম্যরা খেলছে তাতে দ্রুত সেঞ্চুরি চলে আসবে। সাকিব ও মুশফিক তো আছেই।”
৮৮ থেকে ৬ মেরে ৯৪ এ পৌঁছান তামিম। এরপরই সেঞ্চুরির চিন্তা আসে তার মাথায়। তামিম বলেন, “যখন ৬ মেরে ৯৪ রানে গেলাম, তখন আমার কাছে মনে হয়েছে সেঞ্চুরি করার একটা সুযোগ আছে। তার আগ পর্যন্ত ওই রকম কিছু আমার মাথায় ছিল না।”
কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে সবার আগে টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করার ওয়াদা করেছিলেন তামিম। সে ওয়াদা রাখতে পেরে তামিম খুশি। উচ্ছ্বাস নিয়ে তামিম বলেন, “কোচ জিজ্ঞেস করেছিল কে সবার আগে টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করতে পারবে? তখন আমি বলেছিলাম, আমি আগে সেঞ্চুরি করবো। সৌভাগ্যবশত আজকে হয়ে গেছে। বেশ ভালোই লাগছে।”
(এসকে/মার্চ ১৪, ২০১৬)
Comments
Post a Comment