নিউজ এক্সপ্রেস ডেস্ক
হলিউড অভিনেত্রী লিন্ডসে লোহান সম্প্রতি ব্যক্তিগত টুইটার এবং ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকে নিজের সব ছবি সরিয়ে নিয়েছেন। শুধু তাই নয়, ইন্সটাগ্রাম পেজে তিনি ইংরেজিতে ‘আলাইকুম সালাম’- লিখে রেখেছেন। এ ঘটনায় ধারণা করা হচ্ছে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ‘দ্য মিন গার্লস’-খ্যাত এ অভিনেত্রী। ডেইলি মিরর, ডেইলি মেইলসহ একাধিক ব্রিটিশ সংবাদমাধ্যমে এ নিয়ে প্রতিবেদন প্রকাশ হয়েছে। তবে এ ব্যাপারে এখনও লিন্ডসের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
২০১৫ সালে একবার কোরআন শরীফ হাতে লিন্ডসে লোহানের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। তখন এর ব্যাখ্যা হিসেবে তিনি বলেছিলেন, সৌদি বন্ধু এটি উপহার হিসেবে তাকে দিয়েছে। গত বছর অক্টোবরে লিন্ডসে যখন তুরস্কে সিরিয়ার শরণার্থীদের একটি শিবির পরিদর্শনে যান তখন তিনি হিজাব পরিহিত ছিলেন। সিরিয়ান উদ্বাস্তুদের নিয়ে সচেতনতা তৈরিতে লোহান তুরস্ক ভ্রমণ করেন। ওই সময় তিনি একটি কবিতায় লেখেন, ‘কিছু সময় আমি তার কণ্ঠ শুনি যিনি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। কিন্তু এ পৃথিবীতে আমরা ভয়ের মধ্যে বসবাস করি।’
গত বছর তুর্কি টেলিভিশনের একটি টকশোতে লোহান কোরআন শরীফ সম্পর্কে বলেছিলেন, ‘এটি আমার জন্য আধ্যাত্মিকতা জগতের নতুন দ্বার উন্মোচন করেছে, যাতে আমি আরেকটি সত্যকে খুঁজে পেয়েছি। এটাই সেই আমি।’ ২০১৫ সালের পবিত্র কোরআন হাতে ছবিটির জন্য ব্যাপক সমালোচিত হয়েছিলেন লোহান। এ সম্পর্কে তিনি বলেছিলেন, ‘আমেরিকায় তারা আমাকে এর জন্য কঠোর সমালোচনা করেছে। তাদের কাছে শয়তানের মতো করে উপস্থাপন করেছে। কোরআন হাতে ধরায় তাদের কাছে আমি খারাপ মানুষে পরিণত হয়েছি।’ সে সময় লোহান ডেইলিমেইলকে বলেছিলেন, 'আমার লন্ডনস্থ সৌদি আরবের খুব ঘনিষ্ঠ বন্ধু যে কিনা আমার জন্য অনেক কিছু করে সে আমাকে এই কোর আন শরীফ উপহার দিয়েছে। আমি এটা পড়ার জন্য, শেখার জন্য নিয়েছি। এটা আমাকে স্বর্গীয় অভিজ্ঞতার দরজা খুলে দিয়েছে। আমি কে, এর সত্যিকার অর্থ এই গ্রন্থে খুঁজে পেয়েছি।’
সোশ্যাল মিডিয়ায় ৩০ বছর বয়সী এ অভিনেত্রীর ৫৭ লাখের বেশি ফলোয়ার রয়েছে। তাদের অনেকেই লোহানের এমন পরিবর্তন খুশি হয়েছেন। তারা নানা ধরনের মন্তব্যও করছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, ‘আমি শুনেছি লিন্ডসে লোহান ইসলাম গ্রহণ করেছেন। যদি সত্য হয়, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাকে সঠিক পথ দেখিয়েছেন।’
(এসকে/জানুয়ারি ১৮, ২০১৭)
Comments
Post a Comment