নিউজ এক্সপেস ২৪ ঢাকা : শিশুদের পড়ালেখার জন্য ক্ষতিকর বিবেচনা করে কার্টুন ‘ ডোরেমন’ সম্প্রচার বন্ধ করে দিয়েছে সরকার । সম্প্রতি জাতীয় সংসদের এক অধিবেশনে এক সংসদ সদস্য ডিজনি চ্যানেলে সম্প্রচারিত এই কার্টুনটি সম্প্রচার বন্ধের আহ্বান জানানোর ১১ দিনের মধ্যে তথ্যমন্ত্রী বৃহস্পতিবার সংসদে এ কথা জানান । তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন , ‘ কার্টুন ছবি ডোরেমন প্রচারে শিশুদের পড়ালেখার পরিবেশ বিনষ্ট হোক এটা সরকার চায় না ।’ তিনি জানান, ইতোমধ্যে সরকার অনুমোদনহীন বিদেশি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ডিজনি , ডিজনি এক্সডি ও পোগো সম্প্রচার বন্ধের নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। এর ফলে ডোরেমন কার্টুন সম্প্রচার বন্ধ হয়েছে। ডিজনি চ্যানেলে প্রচারিত জাপানি কার্টুন ডোরেমন দেশে শিশুদের মধ্যে বেশ জনপ্রিয়। এ কার্টুনটি হিন্দিতে ভাষান্তরিত হয়ে প্রচারিত হয়। জাতীয় সংসদে হাফিজ উদ্দিন আহম্মেদের এক প্রশ্নের জবাবে ডোরেমন সম্প্রচার বন্ধের বিষয়টি জানান মন্ত্রী। প্রসঙ্গত, গত ৩ ফেব্রুয়ার
Get the right idea & view