Skip to main content

Posts

Showing posts from February, 2013

কার্টুন ‘ডরেমন’ বন্ধ

নিউজ এক্সপেস ২৪ ঢাকা : শিশুদের পড়ালেখার জন্য ক্ষতিকর বিবেচনা করে কার্টুন ‘ ডোরেমন’ সম্প্রচার বন্ধ করে দিয়েছে সরকার । সম্প্রতি জাতীয় সংসদের এক অধিবেশনে এক সংসদ সদস্য ডিজনি চ্যানেলে সম্প্রচারিত এই কার্টুনটি সম্প্রচার বন্ধের আহ্বান জানানোর ১১ দিনের মধ্যে তথ্যমন্ত্রী বৃহস্পতিবার সংসদে এ কথা জানান । তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন , ‘ কার্টুন ছবি ডোরেমন প্রচারে শিশুদের পড়ালেখার পরিবেশ বিনষ্ট হোক এটা সরকার চায় না ।’ তিনি জানান, ইতোমধ্যে সরকার অনুমোদনহীন বিদেশি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ডিজনি , ডিজনি এক্সডি ও পোগো সম্প্রচার বন্ধের নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। এর ফলে ডোরেমন কার্টুন সম্প্রচার বন্ধ হয়েছে। ডিজনি চ্যানেলে প্রচারিত জাপানি কার্টুন ডোরেমন দেশে শিশুদের মধ্যে বেশ জনপ্রিয়। এ কার্টুনটি হিন্দিতে ভাষান্তরিত হয়ে প্রচারিত হয়। জাতীয় সংসদে হাফিজ উদ্দিন আহম্মেদের এক প্রশ্নের জবাবে ডোরেমন সম্প্রচার বন্ধের বিষয়টি জানান মন্ত্রী। প্রসঙ্গত, গত ৩ ফেব্রুয়ার

Coca-Cola drinking 'linked to Woman’s death'

News Express Desk   Drinking large quantities of Coca-Cola was a "substantial factor" in the death of a 30-year-old woman in New Zealand, a coroner has said. Natasha Harris, who died three years ago after a cardiac arrest, drank up to 10 litres of the fizzy drink each day. This is twice the recommended safe limit of caffeine and more than 11 times the recommended sugar intake. Coca-Cola had argued that it could not be proved its product had contributed to Ms Harris' death. The mother of eight, from the southern city of Invercargill, had suffered for years from ill health. Her family said she had developed an addiction to Coca-Cola and would get withdrawal symptoms, including "the shakes", if she went without her favourite drink. She drank Coke throughout her waking hours and her teeth had been removed because of decay. Source: BBC