Skip to main content

Posts

Showing posts from November, 2013

হত্যার পর মৃতদেহ খেলেন পুলিশ!

নিউজ এক্সপ্রেস ডেস্ক : যারা হরর মুভি দেখে থাকেন তারা নিশ্চয়ই দেখেছেন মানুষকে হত্যা করে মৃতদেহ নৃশংসভাবে খাওয়ার দৃশ্য। মুভিগুলোতে দেখা যায় ভূতেরা মানুষকে হত্যা করে মৃতদেহ টেনে - ছিঁড়ে খাচ্ছে। এবার ভূত নয় জনগণের বন্ধু হিসেবে খ্যাত পুলিশই হত্যা করে খেলেন মৃতদেহ । বিশ্বাস হচ্ছে না ! এমনই এক অবিশ্বাস্য লোমহর্ষক ঘটনা ঘটালেন এক জার্মান পুলিশ। খবর বিবিসির । ৫৫ বছর বয়সি ওই পুলিশ সদস্যকে গ্রেফতার করেছে ড্রেডসনের পুলিশ। পূর্ব জার্মানির ইআরজি পর্বত থেকে উদ্ধার করা হয়েছে মৃতের বিচ্ছিন্ন দেহ । মৃত ব্যক্তি হ্যানোভারের বাসিন্দা বলে জানা গেছে । পুলিশ জানায় , পুলিশ সদস্য ডেটলফ জি ও এক ব্যবসায়ী ( ৫৯ ) ইন্টারনেটের মাধ্যমে পরিচিত হন। এরপর তারা পরস্পরকে আঘাতের সঙ্গে সেক্স করার প্রস্তাব দেন । সেক্স করতে আসার পর ডেটলফ ছুরিকাঘাতে ওই ব্যক্তিকে হত্যা করেন। এরপর ইআরজি পর্বতে নিয়ে বেশ কয়েকদিন ধরে তার দেহের বিভিন্ন অংশ খান । পুলিশ জানায় , ৪ নভেম্বর ওই দুই ব্য

এ দিনটা শুধুই পুরুষের!

নিউজ এক্সপ্রেস ডেস্ক : আন্তর্জাতিক নারী দিবসকে ব্যঙ্গ করে অনেক পুরুষই বলে থাকেন - পুরুষ দিবস নেই কেন ? আবার অনেকে বলেন ৮ মার্চ ছাড়া বাকি দিনগুলো হলো পুরুষদের জন্য। একটা দিন নিয়েই সন্তুষ্ট থাকুক নারী । আসলেই কি তাই ! ইন্টারন্যাশনাল মেন ’ সে ডে লিখে সার্চ দিন গুগলে। উইকিপিডিয়া ছাড়াও পাবেন একটি সাইট - মেনসডে . ডব্লিউএস। বলেই দিই ১৯ নভেম্বরকে কেন্দ্র করেই এই সাইট। আর এই দিবসটি হলো আন্তর্জাতিক পুরুষ দিবস। মেন ’ স ডে সাইটে এই দিবসের সমর্থকদের তালিকা আছে। সে তালিকায় বাংলাদেশের কোনো সমর্থকের ‍ উল্লেখ নেই। একইসঙ্গে যেসব দেশে এই দিবসটি পালন করা হয় - তাতেও নেই বাংলাদেশের নাম। এমনকি বাংলাদেশের পত্রিকা ও নিউজ সাইটের আর্কাইভ খুঁজেও এ সংক্রান্ত কিছুর হদিস মিলল না । আন্তর্জাতিক পুরুষ দিবস ১৯৯৯ সালের ১৯ নভেম্বর ত্রিনিদাদ এন্ড টোবাগোতে প্রথমবারের মতো পালিত হয়। এরপর দিবসটি জাতিসংঘের সঙ্গে সঙ্গে পঞ্চাশটি দেশে ব্যক্তিগত ও সাংগঠনিকভাবে পালিত হয়ে আসছে। ইউনেস্কোর উ