নিউজ এক্সপ্রেস ডেস্ক : যারা হরর মুভি দেখে থাকেন তারা নিশ্চয়ই দেখেছেন মানুষকে হত্যা করে মৃতদেহ নৃশংসভাবে খাওয়ার দৃশ্য। মুভিগুলোতে দেখা যায় ভূতেরা মানুষকে হত্যা করে মৃতদেহ টেনে - ছিঁড়ে খাচ্ছে। এবার ভূত নয় জনগণের বন্ধু হিসেবে খ্যাত পুলিশই হত্যা করে খেলেন মৃতদেহ । বিশ্বাস হচ্ছে না ! এমনই এক অবিশ্বাস্য লোমহর্ষক ঘটনা ঘটালেন এক জার্মান পুলিশ। খবর বিবিসির । ৫৫ বছর বয়সি ওই পুলিশ সদস্যকে গ্রেফতার করেছে ড্রেডসনের পুলিশ। পূর্ব জার্মানির ইআরজি পর্বত থেকে উদ্ধার করা হয়েছে মৃতের বিচ্ছিন্ন দেহ । মৃত ব্যক্তি হ্যানোভারের বাসিন্দা বলে জানা গেছে । পুলিশ জানায় , পুলিশ সদস্য ডেটলফ জি ও এক ব্যবসায়ী ( ৫৯ ) ইন্টারনেটের মাধ্যমে পরিচিত হন। এরপর তারা পরস্পরকে আঘাতের সঙ্গে সেক্স করার প্রস্তাব দেন । সেক্স করতে আসার পর ডেটলফ ছুরিকাঘাতে ওই ব্যক্তিকে হত্যা করেন। এরপর ইআরজি পর্বতে নিয়ে বেশ কয়েকদিন ধরে তার দেহের বিভিন্ন অংশ খান । পুলিশ জানায় , ৪ নভেম্বর ওই দুই ব্য
Get the right idea & view