Skip to main content

Posts

Showing posts from January, 2014

দশম নির্বাচন : কার লাভ, কার ক্ষতি?

শাহনেওয়াজ খান সব জল্পনা - কল্পনার অবসান ঘটিয়ে ৫ জানুয়ারি অনুষ্ঠিত হলো দশম জাতীয় সংসদ নির্বাচন। একতরফা এ নির্বাচন শেষ হলেও সমস্যার কিন্তু শেষ হয়নি। টানা কয়েক মাস ধরে বিপর্যস্ত দেশে আগামী মাসগুলোতেও তেমন ভালো অবস্থার লক্ষণ দেখা যাচ্ছে না। তবে নির্বাচনের পর ইতোমধ্যে লাভ - ক্ষতির হিসাব কষতে শুরু করেছে রাজনৈতিক দলগুলো। ক্ষমতাসীন আওয়ামী লীগ খালি মাঠে গোল দিয়ে ( দলটির সভাপতির ভাষায় ) এটাকে জনগণের ম্যান্ডেট হিসেবে প্রচার করে নিজেদের লাভের অংশীদার করছে। অপরদিকে এ নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছে বলে নিজেদের জয়ী ভাবছে বিএনপি। উভয় দলকে বুঝাতে এবং সুষ্ঠু ও সব দলের অংশগ্রহণে নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও রাষ্ট্র। ওদিকে যথারীতি ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষে আছে ভারত। এ অবস্থায় লাভ - ক্ষতির হিসাব করতে একটু অন্যদিকে চোখ ফেরানো যাক। কয়েক মাস ধরে একটানা সহিংসতা , হরতাল , অবরোধে দেশের অর্থনীতি বিপর্যস্ত। নিরাপত্তাহীনতায় ভুগছে জনগণ। এ

সমঝোতার ভিত্তিতে শারীরিক সম্পর্ক ধর্ষণ নয় : আদালত

নিউজ এক্সপ্রেস ডেস্ক : বিয়ের প্রতিশ্রুতির ভিত্তিতে দুইজন প্রাপ্ত বয়স্কের মধ্যে শারীরিক সম্পর্ক ধর্ষণ হিসেবে গণ্য হবে না বলে রায় দিয়েছেন ভারতের রাজধানী নয়া দিল্লির এক বিচারক। একই সঙ্গে বিয়ের আগে শারীরিক সম্পর্ককে ‘অনৈতিক’ ও তা ‘প্রত্যেক ধর্মের প্রথা বিরোধী’ বলেও উল্লেখ করা হয়েছে। খবর বিবিসির।   বিয়ে করার প্রতিজ্ঞা করে শারীরিক সম্পর্ক করার পর বিয়ে না করার অভিযোগে এক মামলার রায়ে বিচারক ভিরেন্দার বাট রবিবার এ আদেশ দেন। এর আগে এক ভারতীয় নারী তার এক সহকর্মীর বিরুদ্ধে ২০১১ সালে ধর্ষণের অভিযোগ করেন। অভিযোগে বলা হয়, ওই ব্যক্তি তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করেছেন। আদালত শুনানি শেষে অভিযুক্ত ব্যক্তিকে অব্যাহতি দেয়। একই সঙ্গে এটা ধর্ষণ হিসেবে গণ্য হবে না বলেও উল্লেখ করা হয়। ভারতে বিয়ের আগে শারীরিক সম্পর্ক সংস্কৃতিগতভাবেই নিষিদ্ধ। গত বছরও দিল্লির একটি আদালত এ ধরনের সম্পর্ককে ‘অনৈতিক’ ও পশ্চিমা সংস্কৃতির ‘জঘন্য সৃষ্টি’ হিসেবে উল্লেখ করেছিলেন। (এআইএম/এসকে/জানুয়ারি ০৬, ২০১৪)