শাহনেওয়াজ খান সব জল্পনা - কল্পনার অবসান ঘটিয়ে ৫ জানুয়ারি অনুষ্ঠিত হলো দশম জাতীয় সংসদ নির্বাচন। একতরফা এ নির্বাচন শেষ হলেও সমস্যার কিন্তু শেষ হয়নি। টানা কয়েক মাস ধরে বিপর্যস্ত দেশে আগামী মাসগুলোতেও তেমন ভালো অবস্থার লক্ষণ দেখা যাচ্ছে না। তবে নির্বাচনের পর ইতোমধ্যে লাভ - ক্ষতির হিসাব কষতে শুরু করেছে রাজনৈতিক দলগুলো। ক্ষমতাসীন আওয়ামী লীগ খালি মাঠে গোল দিয়ে ( দলটির সভাপতির ভাষায় ) এটাকে জনগণের ম্যান্ডেট হিসেবে প্রচার করে নিজেদের লাভের অংশীদার করছে। অপরদিকে এ নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছে বলে নিজেদের জয়ী ভাবছে বিএনপি। উভয় দলকে বুঝাতে এবং সুষ্ঠু ও সব দলের অংশগ্রহণে নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও রাষ্ট্র। ওদিকে যথারীতি ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষে আছে ভারত। এ অবস্থায় লাভ - ক্ষতির হিসাব করতে একটু অন্যদিকে চোখ ফেরানো যাক। কয়েক মাস ধরে একটানা সহিংসতা , হরতাল , অবরোধে দেশের অর্থনীতি বিপর্যস্ত। নিরাপত্তাহীনতায় ভুগছে জনগণ। এ
Get the right idea & view