Skip to main content

Posts

Showing posts from November, 2014

নীল নেত্রকোণা

শাহনেওয়াজ খান আকাশের নীল দেখেছি। দেখেছি সমুদ্রের নীল জলরাশি। প্রকৃতিতে নীলের ছড়াছড়ি দেখছি অহরহ। তারপরও নদীর নীলরূপ দেখার অদম্য আকর্ষণে ছুটে গেছি। শুধু নীল নয়, স্বচ্ছ নীল পানি। যার মধ্য দিয়ে দেখা যায় নদীর নিচ পর্যন্ত! এমন নীলরূপ কে না দেখতে চায়। ভ্রমণ সঙ্গী বড় ভাই ওয়াহিদ সুজন আমাকে নদীর নীলরূপের গল্প শুনিয়েছেন। অফিস থেকে ছুটি নিয়ে চলে গেলাম নেত্রকোণা জেলার বিরিশিরিতে। দুপুরের কড়া রোদের মাঝে বিরিশিরি পৌঁছে তর সইছিল না, কখন যাব সোমেশ্বরী নদীর পাড়ে। স্থানীয় একটি গেস্ট হাউজে উঠে দ্রুত গোসল সেরে বিকেলেই ছুটে গেলাম সোমেশ্বরীর তীরে। স্বচ্ছ নীল পানির অপূর্ব রূপ দেখব। কিন্তু কোথায় যেন একটা গোলমাল হয়ে গেল। ছোট নদীটি পানিতে ভরপুর। কিন্তু নীল পানি কই? শান্ত নদীর যেদিকে তাকাই ঘোলাটে পানিই চোখে পড়ল। ভগ্ন হৃদয় নিয়ে তাকালাম উনার দিকে। তিনি স্মিত হেসে বললেন, আমরাও প্রথম যেদিন এসেছিলাম তখন বিকাল ছিল। তখনও এমন ঘোলাটে পানি দেখেছি। পরদিন সেই নীলরূপ দেখতে পেয়েছিলাম। ‘আশায় বসতি, আশায় ঘর আশায় আপন, আশায় পর।’ এক বুক আশা নিয়ে সে দিনের মতো ঘুমাতে গেলাম। সকালে উঠেই আবার ছুট। সোমেশ্বর