নিউজ এক্সপ্রেস ডেস্ক হলিউড অভিনেত্রী লিন্ডসে লোহান সম্প্রতি ব্যক্তিগত টুইটার এবং ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকে নিজের সব ছবি সরিয়ে নিয়েছেন। শুধু তাই নয় , ইন্সটাগ্রাম পেজে তিনি ইংরেজিতে ‘ আলাইকুম সালাম ’- লিখে রেখেছেন। এ ঘটনায় ধারণা করা হচ্ছে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ‘ দ্য মিন গার্লস ’- খ্যাত এ অভিনেত্রী। ডেইলি মিরর , ডেইলি মেইলসহ একাধিক ব্রিটিশ সংবাদমাধ্যমে এ নিয়ে প্রতিবেদন প্রকাশ হয়েছে। তবে এ ব্যাপারে এখনও লিন্ডসের কোনো মন্তব্য পাওয়া যায়নি । ২০১৫ সালে একবার কোরআন শরীফ হাতে লিন্ডসে লোহানের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। তখন এর ব্যাখ্যা হিসেবে তিনি বলেছিলেন , সৌদি বন্ধু এটি উপহার হিসেবে তাকে দিয়েছে। গত বছর অক্টোবরে লিন্ডসে যখন তুরস্কে সিরিয়ার শরণার্থীদের একটি শিবির পরিদর্শনে যান তখন তিনি হিজাব পরিহিত ছিলেন। সিরিয়ান উদ্বাস্তুদের নিয়ে সচেতনতা তৈরিতে লোহান তুরস্ক ভ্রমণ করেন। ওই সময় তিনি একটি কবিতায় লেখেন , ‘ কিছু সময় আমি তার কণ্ঠ শুনি যিনি
Get the right idea & view