Skip to main content

Posts

Showing posts from June, 2017

বাজেটের আয়নায় দেখি মুখ

শাহনেওয়াজ খান চার লাখ কোটি টাকারও বেশি অর্থের হিসাব। আমার মত ছোট মাথার লোকজনের জন্য মহা গোলমেলে বিষয়। বিশাল অঙ্কের এই বিষয় থেকে নিজেকে দূরেই রাখার চেষ্টা করি বেশিরভাগ সময় (আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর নিয়ে লাভ নেই!)। কিন্তু বাস্তব জীবনে চলতে গিয়ে কেন যেন ওই লাখ লাখ হাজার হাজার কোটি টাকার বিষয়গুলো আমাদের এক-দশ-শত টাকার হিসাবেও ঢুকে যায়। তাই অনেকটা বাধ্য হয়েই দূরে থাকতে চাইলেও বাজেটের বিষয়ে কিছুটা হলেও খবর নেওয়ার চেষ্টা করি। অবশ্য তা অনেকটা ভীত নজরে, কারণ বেশি বুঝলেই সর্বনাশ! মালের প্রত্যাশিত মালে তো ঘাটতি রাখা যাবে না! আগে থেকেই অতিরিক্ত করারোপ ও কর্পোরেট সংস্কৃতি নিয়ে আমি শঙ্কিত। পুঁজিবাদের এই বিষয়টি ব্যক্তি, রাষ্ট্র, সমাজ- সব কিছুকে ধ্বংসের চরম সীমায় নিয়ে ‍যাওয়ার জন্য যথেষ্ট। বেশ কয়েক বছর ধরে বাংলাদেশে এই সংস্কৃতিটা যথেষ্ট ভীতিকর রূপ ধারণ করেছে। এবারের প্রস্তাবিত বাজেটেও এর নগ্ন নমুনা দেখা গেল। ভীতিটা তাই আগের চেয়ে বেড়েছে বৈকি। অতিরিক্ত করের বোঝায় জীবনযাত্রা আরো কঠিন হয়ে উঠবে তা বলা বাহুল্য। করবাবদ জনগণের পরিশ্রমের টাকা নিতে নিতে হয়তবা এ রকম সময়ও আসতে পারে যখন রাষ্ট্