Skip to main content

Posts

Showing posts from November, 2017

‘রোহিঙ্গা’ শব্দ এড়ালেন পোপ

নিউজ এক্সপ্রেস ডেস্ক : মিয়ানমার সফরের দ্বিতীয় দিনে আজ মঙ্গলবার দেশটির স্টেট কাউন্সিলর অং সান সু চির সঙ্গে সাক্ষাৎ করেছেন ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস। বৈঠকের পর দেওয়া বক্তব্যে আগের দিনের মত এবারো ‘রোহিঙ্গা’ শব্দটি উচ্চারণ করেননি তিনি। এমনকি সরাসরি রোহিঙ্গা ইস্যু নিয়ে কোনো কথাও বলেননি পোপ। রয়টার্স ও সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার নেইপিদোতে সু চির সঙ্গে একান্ত সাক্ষাতের পর বক্তব্য দেন পোপ ফ্রান্সিস। এ সময় তিনি মানবাধিকার রক্ষা ও সব ধর্ম-গোত্রের লোকদের প্রতি সমান আচরণের আহ্বান জানান। পোপ বলেন, “শান্তি স্থাপন ও জাতীয় ঐক্য গঠন তখনই সম্ভব যখন বিচার সমুন্নত এবং মানবাধিকার রক্ষার ক্ষেত্রে যথাযথ সম্মান দেখানো হয়।” তিনি আরো বলেন, “ধর্মীয় ভিত্তিতে কখনোই রাষ্ট্রে বিভাজন সৃষ্টি করা উচিত নয়। জাতিকে সুগঠিত করতে হলে অবশ্যই ঐক্য, ক্ষমা, সহনশীলতা ও বিজ্ঞতার প্রয়োজন।” এরপর সু চি তার বক্তব্যে রাখাইনে বিভাজন রেখা না টেনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। প্রথম দিনের মত এদিনও পোপ রাখাইন রাজ্যে সেনাবাহিনীর চালানো সহিংসতার বিষয়ে কোনো কথা বলেননি। এমনকি সফ

সৌদিতে তোলপাড়ের নেপথ্যে

নিউজ এক্সপ্রেস ডেস্ক সৌদি আরবে সম্প্রতি অনেক বড় বড় ঘটনা ঘটছে। দেশটিতে রাজপরিবারের সদস্য , মন্ত্রী , শীর্ষ ব্যবসায়ীরা গ্রেপ্তার হচ্ছেন। তাদেরকে বিলাসবহুল হোটেলে আটকে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হচ্ছে , ব্যক্তিগত বিমানগুলো আটকে রাখা হয়েছে আর সম্পত্তি জব্দ করা হচ্ছে। এসব কিছুর পেছনে রয়েছে ৩২ বছর বয়সী সৌদি যুবরাজ মোহাম্মেদ বিন সালমান , যিনি সদ্য গঠিত দুর্নীতি দমন কমিটিরও প্রধান। কিন্তু এত কিছু কেন ঘটছে ? এর কারণ কী শুধুই দুর্নীতি ? নাকি যুবরাজের ক্ষমতা করায়ত্তের কৌশল ? উত্তরটা হল - দুটোই। দুর্নীতি সৌদি আরবে প্রচলিত একটি ব্যাপার। তেল সম্পৃদ্ধ এই দেশটিতে ব্যবসা করতে গেলে ঘুষ বা উপঢৌকন দেওয়া যেন ব্যবসারই একটি অংশ। সেখানে যারা গুরুত্বপূর্ণ পদগুলোতে বসে আছেন , তাদের অনেকেই অকল্পনীয় সম্পদের মালিক। কিন্তু সরকারি বেতনে এত অর্থ উপার্জন সম্ভব নয়। তাদের বেশিরভাগ সম্পদই এসেছে বিভিন্ন অফ শোর একাউন্ট থেকে। সৌদি আরবের এই ধনাঢ্য