নিউজ এক্সপ্রেস ডেস্ক : মিয়ানমার সফরের দ্বিতীয় দিনে আজ মঙ্গলবার দেশটির স্টেট কাউন্সিলর অং সান সু চির সঙ্গে সাক্ষাৎ করেছেন ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস। বৈঠকের পর দেওয়া বক্তব্যে আগের দিনের মত এবারো ‘রোহিঙ্গা’ শব্দটি উচ্চারণ করেননি তিনি। এমনকি সরাসরি রোহিঙ্গা ইস্যু নিয়ে কোনো কথাও বলেননি পোপ। রয়টার্স ও সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার নেইপিদোতে সু চির সঙ্গে একান্ত সাক্ষাতের পর বক্তব্য দেন পোপ ফ্রান্সিস। এ সময় তিনি মানবাধিকার রক্ষা ও সব ধর্ম-গোত্রের লোকদের প্রতি সমান আচরণের আহ্বান জানান। পোপ বলেন, “শান্তি স্থাপন ও জাতীয় ঐক্য গঠন তখনই সম্ভব যখন বিচার সমুন্নত এবং মানবাধিকার রক্ষার ক্ষেত্রে যথাযথ সম্মান দেখানো হয়।” তিনি আরো বলেন, “ধর্মীয় ভিত্তিতে কখনোই রাষ্ট্রে বিভাজন সৃষ্টি করা উচিত নয়। জাতিকে সুগঠিত করতে হলে অবশ্যই ঐক্য, ক্ষমা, সহনশীলতা ও বিজ্ঞতার প্রয়োজন।” এরপর সু চি তার বক্তব্যে রাখাইনে বিভাজন রেখা না টেনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। প্রথম দিনের মত এদিনও পোপ রাখাইন রাজ্যে সেনাবাহিনীর চালানো সহিংসতার বিষয়ে কোনো কথা বলেননি। এমনকি সফ
Get the right idea & view