শাহনেওয়াজ খান সড়কে দুর্ঘটনার ক্ষেত্রে ঝামেলা এড়াতে প্রায় ক্ষেত্রেই অনেক যাত্রীকে দূরে সরে যেতে দেখা যায়। কিন্তু এক্ষেত্রে উজ্জ্বল ব্যতিক্রম রাজধানীর ইডেন মহিলা কলেজের ছাত্রী রাহিমা মনি (২৫)। গত মঙ্গলবার বাসে চড়ে ঢাকায় আসছিলেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার কাজীবাড়ি গ্রামের মোশারফ হোসেনের এই মেয়ে। ওই বাসেই দুর্ঘটনার শিকার হয়ে হাত বিচ্ছিন্ন হয় বাসশ্রমিক খালিদ হাসান হৃদয়ের (৩০)। এরপর তাকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতাল থেকে শুরু করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা পর্যন্ত সঙ্গে ছিলেন মনি। দুর্ঘটনার পর থেকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে আনা পর্যন্তই নয়; নিয়মিত রোগীকে দেখতে যাচ্ছেন, খোঁজ-খবর নিচ্ছেন। রাষ্ট্রবিজ্ঞান বিভাগে স্নাতক চতুর্থ বর্ষে পড়া এই শিক্ষার্থী থাকেন অগ্রণী কলোনিতে সিট ভাড়া করে। সেখান থেকেই নিয়মিত ঢামেকে যাচ্ছেন। এ ব্যাপারে সহযোগিতা ও উৎসাহ জুগিয়ে যাচ্ছেন তার স্বামী। মহানুভব এই ছাত্রীকে হৃদয়ের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানিয়েছেন হৃদয়ের বাবা রবিউল হোসেন। তবে তাও যেন তার কাছে কম হয়ে যাচ্ছে। হাত হারানো গোপালগঞ্জের বাসিন্দা হৃদয়ও বারবার বলছেন মনির কথা। য
Get the right idea & view