শাহনেওয়াজ খান ছোট সোনামসজিদ টিকে থাকা পুরাকীর্তি, কতকগুলোর ধ্বংসাবশেষ, সুন্দর ও নিরিবিলি পরিবেশ, সরাসরি যোগাযোগ ব্যবস্থা- সবই আছে। প্রত্নতত্ত্ব ও পর্যটন বিভাগের কার্যক্রমও নজরে পড়বে যে কারো। এর পরও কার্যক্রমে সমন্বয়হীনতা ও স্থবিরতায় হুমকিতে পড়েছে চাঁপাইনবাবগঞ্জের পুরাকীর্তিগুলো; সম্ভাবনাময় পর্যটন খাতও গতি পাচ্ছে না। কিন্তু কর্তৃপক্ষের একটু সদিচ্ছাই পাল্টে দিতে পারে পুরো পরিস্থিতি। প্রাচীন গৌড় অঞ্চলের অধিকাংশই পড়েছে ভারতের পশ্চিমবঙ্গের মালদহ জেলায়। কিছু অংশ বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে। কিছু সময় গৌড়ের রাজধানী থাকা এই অঞ্চলে এখনো পুরনো নিদর্শন আছে বেশ। সুলতানি, সেন ও মুঘল আমলের স্থাপত্যগুলো এখনো পুরনো জৌলুসকে মনে করিয়ে দেয়। বেশ কয়েকটি স্থাপনা ভাঙা অবস্থায় থাকলেও অনেকটা পূর্ণাঙ্গরূপে টিকে থাকা স্থাপনার সংখ্যাও কম নয়। দেশের অন্যান্য অঞ্চলের চেয়ে এখানকার পুরাকীর্তিগুলো সংরক্ষণ তাই অপেক্ষাকৃত সহজ। কিন্তু এই সহজ কাজটিই যেন কঠিন করে তুলছে প্রশাসন। পাশাপাশি পর্যটনের অপার সম্ভাবনাকেও বিনষ্ট করতে বসেছে। ছোট সোনামসজিদ, বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের সমাধি, দারস
Get the right idea & view