শাহনেওয়াজ খান
ছোট সোনামসজিদ
টিকে থাকা পুরাকীর্তি, কতকগুলোর ধ্বংসাবশেষ, সুন্দর ও নিরিবিলি পরিবেশ, সরাসরি যোগাযোগ ব্যবস্থা- সবই আছে। প্রত্নতত্ত্ব ও পর্যটন বিভাগের কার্যক্রমও নজরে পড়বে যে কারো। এর পরও কার্যক্রমে সমন্বয়হীনতা ও স্থবিরতায় হুমকিতে পড়েছে চাঁপাইনবাবগঞ্জের পুরাকীর্তিগুলো; সম্ভাবনাময় পর্যটন খাতও গতি পাচ্ছে না। কিন্তু কর্তৃপক্ষের একটু সদিচ্ছাই পাল্টে দিতে পারে পুরো পরিস্থিতি।
প্রাচীন গৌড় অঞ্চলের অধিকাংশই পড়েছে ভারতের পশ্চিমবঙ্গের মালদহ জেলায়। কিছু অংশ বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে। কিছু সময় গৌড়ের রাজধানী থাকা এই অঞ্চলে এখনো পুরনো নিদর্শন আছে বেশ। সুলতানি, সেন ও মুঘল আমলের স্থাপত্যগুলো এখনো পুরনো জৌলুসকে মনে করিয়ে দেয়। বেশ কয়েকটি স্থাপনা ভাঙা অবস্থায় থাকলেও অনেকটা পূর্ণাঙ্গরূপে টিকে থাকা স্থাপনার সংখ্যাও কম নয়। দেশের অন্যান্য অঞ্চলের চেয়ে এখানকার পুরাকীর্তিগুলো সংরক্ষণ তাই অপেক্ষাকৃত সহজ। কিন্তু এই সহজ কাজটিই যেন কঠিন করে তুলছে প্রশাসন। পাশাপাশি পর্যটনের অপার সম্ভাবনাকেও বিনষ্ট করতে বসেছে।
ছোট সোনামসজিদ, বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের সমাধি, দারসবাড়ী মসজিদ, দারসবাড়ী মাদরাসা, খঞ্জনদীঘির মসজিদ, চামচিকা মসজিদ, তাহখানা, তিন গম্বুজ মসজিদ, শাহ্ নেয়ামতউল্লাহর (রহ.) মাজার, কোতোয়ালি দরোজা, ষাঁড়বুরুজ, আলী শাহপুর মসজিদ- পুরাকীর্তির আধার যেন চাঁপাইনবাবগঞ্জ। এগুলোর প্রায় সবক’টিরই অবস্থান শিবগঞ্জ উপজেলায়। দূরত্বও বেশি নয়। দু-একদিনেই সব স্থাপনা ঘুরে দেখা যায়।
একই এলাকায় খনিয়াদীঘি, খঞ্জনদীঘি, বালিয়াদীঘিসহ রয়েছে বেশ কয়েকটি বড় বড় দীঘি। প্রধান সড়কের পাশেই ছোট-বড় আরো দীঘির অবস্থান প্রকৃতিকে আরো উপভোগ্য করে তুলেছে। বড় বড় আমবাগানের অবস্থানও শিবগঞ্জেই। এখানেই গড়ে উঠেছে দেশের সবচেয়ে বড় আমের মোকাম। আমের মৌসুমে হাজারো ব্যবসায়ীই শুধু নয়, এই মহাযজ্ঞ দেখতে আসেন দেশি-বিদেশি পর্যটকরাও। এ ছাড়া ছোট সোনামসজিদ স্থলবন্দর ঘিরে ব্যবসায়ী ও বিদেশিদের সার্বক্ষণিক আনাগোনা তো আছেই।
রাজধানী ঢাকা ও আশপাশের অঞ্চলগুলো থেকে শুধু চাঁপাইনবাবগঞ্জ সদরই নয়, সরাসরি শিবগঞ্জে যাওয়া যায়। তবে সড়কের বেশিরভাগ অংশই ভাঙা থাকায় যাত্রীদের বেশ ভোগান্তি পোহাতে হয়। এতে ভ্রমণে আগ্রহ হারিয়ে ফেলেন অনেকে। এ কারণে পুরাকীর্তিগুলোয় স্থানীয় দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতি থাকলেও বাইরের দর্শনার্থী তেমন নেই বললেই চলে। এ ছাড়া থাকার জন্য ভালো মানের হোটেলেরও অভাব রয়েছে। সরকারি একটি মোটেল থাকলেও উদ্বোধনের আগেই তা বন্ধ হয়ে গেছে। ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধে জামায়াতের তৎকালীন নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদীকে যাবজ্জীবন কারাদণ্ডের পরিপ্রেক্ষিতে শিবগঞ্জের কানসাটে পল্লী বিদ্যুৎ অফিস ও পর্যটন মোটেলে ভাঙচুর, অগ্নিসংযোগ চালায় স্থানীয় জনতা। এতে সেখানে অবস্থানরত এক প্রকৌশলীর মৃত্যু হয়। উদ্বোধনী ঘোষণার কয়েক দিন আগের এই ঘটনায় বন্ধ হয়ে যায় মোটেলটি।
তবে মোটেলটি শিগগিরই চালু হবে বলে জানিয়েছেন পর্যটন করপোরেশনের মহাব্যবস্থাপক (অর্থ ও প্রশাসন) এসএম হুমায়ুন কবির সরকার। তিনি জানান, প্রকল্পের কাজ শুরু হয়েছে। ছোট সোনামসজিদ মোটেলটি যত দ্রুত সম্ভব চালু করা হবে। মোটেলটির দায়িত্বে থাকা কর্মকর্তা মোতাহার হোসেন জানান, আগামী আট-নয় মাসের মধ্যে মোটেলটি চালু হতে পারে। তবে অনুন্নত রাস্তা-ঘাটের কারণে বাইরে থেকে এখানে তেমন পর্যটক আসেন না বলে জানান তিনি।
আশার খবর শোনান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন ও পর্যটন) মো. ইমরানও। তিনি বলেন, শিগগিরই সব ঠিক হয়ে যাবে।
এদিকে স্থলবন্দর সংলগ্ন প্রধান সড়কের পাশে অবস্থিত সুলতানি আমলের অন্যতম শ্রেষ্ঠ স্থাপত্যকর্ম ছোট সোনামসজিদ। কিন্তু মালবাহী ট্রাক ও অন্যান্য ভারী যান ওই সড়ক দিয়ে নিয়মিত দ্রুত বেগে চলাচল করায় ক্ষতিগ্রস্ত হচ্ছে এটি। এ বিষয়ে প্রত্নতত্ত্ব অধিদফতরের পক্ষ থেকে সতর্কতামূলক নির্দেশনাও রয়েছে। কিন্তু তা না মানায় বড় ধরনের ক্ষতির ঝুঁকিতে রয়েছে ১৫ গম্বুজবিশিষ্ট মসজিদটি। এ বিষয়ে প্রত্নতত্ত্ব অধিদফতরের আঞ্চলিক পরিচালক (রাজশাহী-রংপুর বিভাগ) নাহিদ সুলতানা বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা সড়ক ও সংশ্লিষ্ট অন্যান্য বিভাগকে জানিয়ে আসছি। ২০০৮-০৯ সালে ছোট সোনামসজিদকে রক্ষায় পশ্চিম পাশ দিয়ে অপর একটি সড়ক নির্মাণের বিষয়টি প্রায় চূড়ান্তও হয়েছিল। কিন্তু পরবর্তীতে নানা কারণে বিষয়টি নিয়ে আর এগোয়নি সংশ্লিষ্ট মন্ত্রণালয়। তবে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আশা করছি, দু-এক বছরের মধ্যে এর সমাধান হবে।’
শুধু ছোট সোনামসজিদই নয়, সুলতানি আমলের অন্য স্থাপনা ৫০০ বছরের পুরনো দারসবাড়ী মসজিদ ও মাদরাসার রক্ষণাবেক্ষণেও রয়েছে গাফিলতি। ওই অঞ্চলের পুরাকীর্তিগুলোর রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন করা হলে নাহিদ সুলতানা বলেন, ‘এ নিয়ে একটি বড় ধরনের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। শিগগিরই এর কাজ শুরু হবে। তখন পুরাকীর্তিগুলো আরো ভালোভাবে সংরক্ষণের পাশাপাশি পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থানে পরিণত হবে।’
Comments
Post a Comment