Skip to main content

Posts

Showing posts from August, 2018

অ্যালকোহল মানেই ক্ষতিকর

নিউজ এক্সপ্রেস ডেস্ক : অনেক দেশেই লোকজন দিনে অল্প পরিমাণ অ্যালকোহল সেবনকে স্বাস্থ্যকর ভেবে থাকেন। কিন্তু নতুন এক গবেষণায় দেখা গেছে তা ভুল। যত কমই হোক, যেকোনো মাত্রার অ্যালকোহল স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।  গবেষকরা বলছেন, পরিমিত মদ্যপানে  হৃদরোগের  ঝুঁকি কমার সম্ভবনা থাকলেও এর ফলে ক্যান্সার এবং অন্যান্য রোগের ঝুঁকি এতটাই বেড়ে যায় যে আখেরে ক্ষতিটাই বড় হয়ে দাঁড়ায়। ২৬ বছর ধরে ১৯৫টি দেশের মানুষের অ্যালকোহল পান ও তাদের স্বাস্থ্য পরিস্থিতি সংক্রান্ত তথ্য নিয়ে বিস্তৃত এই গবেষণার ওপর একটি নিবন্ধ প্রকাশ করেছে চিকিৎসা বিষয়ক জার্নাল ল্যানসেট। বিবিসি জানায়, বিভিন্ন দেশের ১৫ থেকে ৯৫ বছর বয়সী মানুষের ওপর পরিচালিত এ গবেষণায় যারা একেবারেই অ্যালকোহল নেন না, তাদের সঙ্গে যারা দিনে অন্তত এক ইউনিট হলেও অ্যালকোহলযুক্ত পানীয় পান করেন তাদের তুলনা করা হয়। গবেষকরা দেখেছেন, মদ্যপান একেবারেই করেন না এমন ব্যক্তিদের মধ্যে প্রতি লাখে ৯১৪ জন ক্যান্সারের মত স্বাস্থ্য সমস্যায় ভোগেন। আর দিনে এক ইউনিট অ্যালকোহল নেন যারা, তাদের মধ্যে আক্রান্তের সংখ্যা চারজন বেড়ে যায়। এই হার স্বাভাবিকের তুলনায় শূন্য দশমিক ৫ শ

চলছে অঘোষিত পরিবহন ধর্মঘট

নিউজ এক্সপ্রেস : নিরাপদ সড়কের দাবিতে রাজধানী ও দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের মাঝে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রেখেছেন মালিকরা। গতকাল শুক্রবার রাজধানীর রাজপথে শিক্ষার্থীদের তেমন উপস্থিতি না থাকলেও দু-একটা ছাড়া কোনো বাস চলতে দেখা যায়নি। দেশজুড়ে বন্ধ ছিল আন্তঃজেলা বাস সার্ভিসও। এমনকি অনেক জেলায় অভ্যন্তরীণ বাস চলাচলও বন্ধ ছিল। নিরাপত্তার অভাবেই এই ‘অঘোষিত ধর্মঘট’ শুরু করেছেন বলে জানিয়েছেন পরিবহন সংশ্লিষ্টরা। এতে সীমাহীন দুর্ভোগে পড়তে হয়েছে রাজধানীবাসী ও বিভিন্ন জেলার যাত্রীদের। কোথাও কোথাও যাত্রীদের পরিবহন থেকে নামিয়ে দিয়েছে শ্রমিকরা। তবে বাসের মালিক ও শ্রমিকরা পরস্পরবিরোধী কথা বলছেন। মালিকরা বলছেন, ভাঙচুরের কারণে শ্রমিকরা বাস চালাতে চাইছেন না। শ্রমিকদের দাবি, মালিকরা বাস নামাতে নিষেধ করেছেন। পরিবহন মালিক ও শ্রমিকরা সরাসরি ধর্মঘটের কথা স্বীকার না করলেও তারা বলছেন, আন্দোলনরত ছাত্ররা ভাংচুর ও অগ্নিসংযোগ করায় নিরাপত্তাহীনতার কারণে তারা বাস চালাচ্ছেন না। শুক্রবার সকাল থেকে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, বগুড়া, ময়মনসিংহ, কুমিল্লা, রংপুর, কুষ্টিয়া,