নিউজ এক্সপ্রেস ২৪ ডেস্ক
ঢাকা : সম্প্রতি ‘আলজাজিরা’য় বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থা
নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ২৬ ডিসেম্বর প্রকাশিত এই প্রতিবেদনটি পাঠকদের জন্য অনুবাদ করে দেওয়া হলো-
গত একমাসের ধর্মঘট ও রাজপথের অবরোধের কারণে রাজনৈতিক অচলাবস্থার
মধ্যে পড়েছে বাংলাদেশের সরকার। এ অবস্থা থেকে শিগগিরই উত্তরণের কোনো রাস্তা দেখা যাচ্ছে
না।
বিরোধীদল বিএনপি (বাংলাদেশ জাতীয়তাবাদী দল) বলেছে, ২০১৩ সালের
নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহাল না করলে তারা ‘রাজপথ ছাড়বে না’। ক্ষমতাসীন
আওয়ামী লীগ এ ইস্যুতে ছাড় না দেওয়ার ব্যাপারে দৃঢ় সংকল্পবদ্ধ।
বাংলাদেশের সমাজবিজ্ঞানী গোলাম সারওয়ার খান বলেন, ‘সরকারি ও
বিরোধীদল পরস্পর রুদ্রমূর্তিতে বিপরীত মেরুতে অবস্থান করছে। এর ফলে সৃষ্ট অচলাবস্থা
অর্থনীতি থেকে সামাজিক সব বিষয়েই প্রবাব ফেলছে।’
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রবীণ এক গোয়েন্দা কর্মকর্তা
বলেন, ‘রাজনৈতিক অচলাবস্থা না কাটলে অচিরেই আমরা আইনের শাসন বেঙ্গে যাওয়াসহ নানা সহিংসতা
দেখেতে পাব।’
দেশের এমন সময়ে এই সংকট দেখা দিলো যখন বাংলাদেশের অর্থনীতি
একটি ভিতের মধ্যে দাঁড়াচ্ছিল এবং নারীশক্তি, স্বাস্থ্য, দরিদ্রতা প্রভৃতি বিষয়ে ক্রমাগত
উন্নতি হচ্ছিল।
এ ব্যাপারে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বলেছেন, ‘তত্ত্বাবধায়ক
সরকারের দাবিতে রাস্তায় নামা ছাড়া আমাদের আর কোনো পথ নেই। এছাড়া স্বচ্ছ নির্বাচন সম্ভব
নয়।’
তত্ত্বাবধায়কের
ইতিহাস
১৯৯১ সালে একনায়ক এরশাদের পতনের পর তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচনের
মাধ্যমে আওয়ামী লগি ও বিএনপি পালাক্রমে একেকবার ক্ষমতায় এসেছে।
কিন্তু ২০০৬ সালে বিএনপি সরকার তত্ত্বাবধায়কের কাছে ক্ষমতা
দেয়ার পর তারা দু’বছর ক্ষমতায় থাকে।
২০০৮ সালে আওয়ামী লীগ সরকার গঠন করার পর এই ইস্যুকে কেন্দ্র
করে সংবিধানের ১৫তম সংশোধনী এনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে।
এই সংশোধনীর বিরুদ্ধে প্রতিবাদ করে বিরোধীদলীয় নেতা খালেদা
জিয়া বলেছেন, তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে সরকার একদলীয় শাসন কায়েম করতে চায়।
এ বিষয় নিয়ে বিরোধীদল মাঠে নামায় তাদের শত-শত কর্মী এখন জেল
খাটছে।
আবার
রাস্তায় রাজনীতি
তত্ত্বাবধায়ক ইস্যুতে মাঠে নেমেছে বিএনপি। তত্ত্বাবধায়ক ব্যবস্থা
পুনর্বহাল না করলে তারা নির্বাচনে যাবে না বলে ঘোষণা দিয়েছে।
বিএনপি’র মুখপাত্র তরিকুল ইসলাম বলেছেন, ‘এই সরকার গণতান্ত্রিক
মূল্যবোধকে ভুলুণ্ঠিত করেছে ও জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেলছে। তাই গণতন্ত্রের জন্য
যুদ্ধ করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই।’
এদিকে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরিয়ে না আনার ব্যাপারে অনড় আওয়ামী
লীগ। দলটির মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, ‘বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র ভারতে
যদি সরকারের অধীনে শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব হয়, তাহলে বাংলাদেশে কেন হবে না?’
আওয়ামী লীগ বলছে, বিএনপি তার সহযোগী দল নিয়ে যুদ্ধাপরাধের বিচার
বানচাল করতে মাঠে নেমেছে।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালীন অপরাধের জন্য জামায়াতে ইসলামীর
৯ জন উচ্চপর্যায়ের নেতার বিচার চলছে। তাদের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ ও লুটপাটের
অভিযোগ আনা হয়েছে।
খারাপ
সময়
বাংলাদেশের প্রদানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার সহিংসতাকে
কোনো ছাড় দেবে না।
হাসিনা সরকারের কেবিনেট সদস্য সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন,
‘তারা (বিএনপি) দেশকে একটি গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। জনগণ তাদের ক্ষমা করবে না।’
তিনি আরও বলেন, ‘তাদের উচিৎ সংসদে আসা ও নির্বাচনে অংশ নেয়া।’
এদিকে বিএনপি বলেছে, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া তারা নির্বাচনে
যাবে না।
রাজনৈতিক এই অসহিষ্ণু অবস্থায় বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা
ক্ষতিগ্রস্থ হচ্ছে। টাকার বিপরীতে ডলারের দাম বেড়েই চলছে।
এই অবস্থাকে দেশের অর্থনৈতিক অবস্থার জন্য খুবই খারাপ বলে মন্তব্য
করেছেন এফবিসিসিআই (ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ) চেয়ারম্যান
কাজী আকরামুদ্দিন আহমেদ।
(শাহনেওয়াজ খান/২৮.১২.১২)
Comments
Post a Comment