Skip to main content

প্রাচীন স্থাপত্যের টানে

শাহনেওয়াজ খান



গ্রীষ্মকাল ভ্রমণের জন্য খুব একটা সুবিধাজনক সময় নয়। তারপরও ওই সময়েই জয়পুরহাট-নওগাঁয় গিয়েছিলাম প্রাচীন স্থাপত্যের টানে। প্রধান উদ্দেশ্য ছিল নওগাঁয় অবস্থিত ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত পাহাড়পুর বৌদ্ধ বিহার (সোমপুর বিহার) দেখা। পাশাপাশি জেলার অন্যান্য প্রাচীন স্থাপনাগুলো দেখার ইচ্ছা তো ছিলই।

ইচ্ছেটা ঘুরপাক খাচ্ছিল বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থেকেই। বেশ কয়েকবার পরিকল্পনা করেও ভ্রমণসঙ্গীর অভাবে যাওয়া হয়নি। চাকরি জীবনে প্রবেশ করার পর সহকর্মী সুজন ভাই রাজী হওয়ায় সুযোগটা আর হারাতে চাইলাম না। নওগাঁর পাভেল ভাই আর জয়পুরহাটের আব্দুল আলীম ভাইয়ের সঙ্গে আলাপ করে জানা গেল নওগাঁ নয়, জয়পুরহাট থেকে স্থাপনাগুলো বেশ ভালোভাবে ও দ্রুত সময়ে ঘুরা যায়। ব্যস, আব্দুল আলীম ভাইয়ের সর্বাত্মক সহায়তায় গরমকে উপেক্ষা করেই শুরু হল ভ্রমণ।

জয়পুরহাট শহর থেকে পাহাড়পুর বৌদ্ধ বিহারের দূরত্ব মাত্র ১০-১২ কিলোমিটার। আর নওগাঁ জেলা সদর থেকে এর দূরত্ব ৩২ কিলোমিটার। আমরা জয়পুরহাটে অবস্থান করায় খুব সহজেই সেখানে পৌঁছলাম। বাংলাদেশের অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর মতো এটাতেও সরকারি ব্যবস্থাপনা থাকলেও পর্যটক আকর্ষণে তেমন কোনো কার্যক্রম নেই। চারদিকে প্রাচীর, প্রত্নতত্ত্ব বিভাগের নিয়ন্ত্রণ ও জাদুঘর থাকলেও রাস্তাঘাটের অবস্থা যাচ্ছেতাই। নওগাঁ ও জয়পুরহাট উভয় ‍দিক থেকে আসার রাস্তা থাকলেও তা বেশ সরু ও ভাঙ্গা। পর্যটকরা তাই আশাহত হতেই পারেন। তবে সৌন্দর্যপিপাসুরা এত দমবেন না। যাতায়াত বিড়ম্বনা উপেক্ষা করে তারা ছুটবেন এশিয়ার বৃহত্তম বিহারটির টিকে থাকা ভগ্নাবশেষের দর্শনে।
এক সময় হাজারো শিক্ষক-শিক্ষার্থীর উপস্থিতিতে সরগরম থাকা বিহারটির বেশিরভাগ অংশই ধ্বংস হয়ে গেছে। যৎসামান্য যা আছে তাও আপনাকে মুগ্ধ করবে। বিশেষত এর বিশালত্ব ও প্রতিটি ইটের মধ্যে খোদাই করা কারুকার্য দেখে মুগ্ধ না হয়ে উপায় নেই।

জেলাটিতে অবস্থিত আরেকটি প্রাচীন বিহার জগদ্দল। ধামইরহাটে অবস্থিত জগদ্দল বিহারটি জেলা সদর থেকে ৫৪ কিলোমিটার দূরে অবস্থিত। এখানেও জয়পুরহাট থেকে যাতায়াতে সুবিধা। বিহারটি সোমপুরের মতো অতটা বড় নয়। এমনকি এর ধ্বংসাবশেষও তেমন নেই। শুধু দু-একটা দেয়াল টিকে আছে। আশা নিয়ে যাওয়া পর্যটকদের তাই মনোকষ্ট পাওয়ার সম্ভাবনা প্রবল। তবে একই এলাকায় অবস্থিত আলতাদীঘি ও শালবন সেই কষ্ট কিছুটা ভুলিয়ে দেবে। ছোট আকারের শালবনের মাঝে অবস্থিত দীঘিটি বেশ বড়ই। দীঘিকে ছাপিয়ে বেশি ভালো লাগতে পারে শালবনে অবস্থিত বিশাল বিশাল উঁইঢিবি। ৪-৭ ফুট লম্বা ঢিবিগুলো বেশ দর্শনীয়।

পতিসরে অবস্থিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারিবাড়ি যেতে অবশ্য বেশ বেগ পেতে হল। জায়গাটা নওগাঁ শহরের অপর প্রান্তে অবস্থিত। তাই জয়পুরহাট থেকে যাওয়া বেশ সময়সাপেক্ষ। আত্রাইয়ে অবস্থিত কাছারিবাড়িটি নওগাঁ শহর থেকেও ৪৮ কিলোমিটার দূরে। জয়পুরহাট থেকে উল্টোপথে হওয়ায় সময় বাঁচাতে ট্রেনে চড়ে যেতে হল। ট্রেনের অভিজ্ঞতাটি বেশ মজার। আহসানগঞ্জ স্টেশনে নেমে জানলাম এটাই আত্রাই! মানে যাহা আহসানগঞ্জ, তাহাই আত্রাই। সুতরাং বুঝতেই পারছেন, কেউ সেখানে যেতে চাইলে আহসানগঞ্জ আসলে আত্রাইয়ের অপেক্ষায় বসে থাকবেন না যেন। সোজা নেমে পড়ুন।

স্টেশনে নেমেও পথ যেন শেষ হয় না। সিএনজিচালিত অটোরিক্সায় অনেক দূর গিয়ে আবার ভ্যানে চড়ে যেতে হল। তাও বেশ দূরের পথ। এর চেয়েও বড় ঝামেলা হল গাড়ি পাওয়ার সময়ের প্রতি লক্ষ্য রাখা। নির্দিষ্ট সময়ের পরে প্রত্যন্ত অঞ্চলটি ছেড়ে বের হওয়ার কোনো যানবাহন পাওয়া যাবে না।

কষ্ট করে পৌঁছানোর পর কাছারিবাড়িটি খুব একটা খারাপ লাগল না। বাড়িটিকে ঠিকমতো দেখাশোনা করা ছাড়াও রাখা হয়েছে রবীন্দ্রনাথের ব্যবহৃত বেশ কিছু মূল্যবান জিনিসপত্র। বেশ পরিচ্ছন্ন বাড়িটি ইতিহাস আর ঐতিহ্যের মিশেল।
পতিসর থেকে নওগাঁ শহরে পৌঁছে ঘুরলাম বাংলাদেশের একমাত্র গাঁজা কারখানা (নব্বইয়ের দশক থেকে অবশ্য তা বন্ধ)। শহরটির বেশিরভাগ অঞ্চলই গাঁজা কারখানাকে কেন্দ্র করে গড়ে ওঠা এক সময়কার গাঁজা সোসাইটির জায়গা। বর্তমানে তা দখল-বেদখলে রয়েছে। শহরে অবস্থিত ঐতিহ্যবাহী প্যারিমোহন পাঠাগারটিও উল্লেখযোগ্য।

জয়পুরহাটে থাকলাম অথচ সেই জেলারই কোনো প্রাচীন স্থাপনা ঘুরলাম না তাও কি হয়! খোঁজ নিয়ে জানতে পারলাম জেলার পাঁচবিবি উপজেলার কড়িয়া গ্রামে লকমা রাজবাড়ি নামে পরিচিত একটি জমিদারবাড়ি রয়েছে। ভারতীয় সীমান্ত লাগোয়া স্থানে অবস্থিত রাজবাড়িটি ধ্বংসপ্রায়। কর্তৃপক্ষের অবহেলা এটির ক্ষতিগ্রস্তের শঙ্কা আরও বাড়িয়ে দিচ্ছে। দোতলা বাড়িটির সবচেয়ে আকর্ষণীয় দিক হল সিঁড়ি বেয়ে উপরে উঠতে পারা। ধ্বংসের মাঝেও সিঁড়ি অক্ষুন্ন থাকায় খুব সহজেই এর ছাদে উঠা যায়। বেশ খানিকটা স্থান ঘুরাও যায় অনায়াসে। দেখা যায় সীমান্তের ওপারে থাকা ভারত।

জয়পুরহাটে অবস্থানের আরেকটি সুবিধা হল দিনাজপুরে অবস্থিত হিলি স্থলবন্দরের নৈকট্য। শহরটি থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরে অবস্থিত হিলি। এ কারণে অনেকে মজা করে স্থলবন্দরটিকে জয়পুরহাটের অংশ বলে থাকেন। খুব অল্প সময়েই এখান থেকে হিলিতে যাওয়া যায়। আমারও গিয়েছিলাম। পণ্য খালাসের স্থানটিতে দর্শনীয় কিছু না থাকলেও একই দিনে নওগাঁ, জয়পুরহাট ও দিনাজপুর- তিন জেলা ঘুরার অভিজ্ঞতা লাভ করেছিলাম।

Comments

Popular posts from this blog

হিন্দুবিদ্বেষী ছিলেন না সম্রাট আওরঙ্গজেব

নিউজ এক্সপ্রেস ডেস্ক: মুঘল সম্রাটদের মধ্যে কেবল একজনই ভারতীয়দের মধ্যে স্থান করে নিতে ব্যর্থ হয়েছেন - তিনি আলমগীর আওরঙ্গজেব। সাধারণ মানুষের মধ্যে আওরঙ্গজেবের ইমেজ হলো একজন ধর্মীয় গোঁড়া ব্যক্তি হিসেবে , যিনি হিন্দুদের ঘৃণা করতেন আর যিনি নিজের রাজনৈতিক লক্ষ্য অর্জনে এমনকি নিজের বড় ভাই দারা শিকোকে পর্যন্ত রেহাই দেননি। তিনিই সেই ব্যক্তি যিনি বৃদ্ধ পিতাকে আগ্রার একটি দুর্গে তার জীবনের শেষ সাড়ে সাত বছর বন্দি করে রেখেছিলেন। সম্প্রতি পাকিস্তানী নাট্যকার শাহীদ নাদিম লিখেছেন যে ভারত ভাগের বীজ সত্যিকার অর্থে সেদিনই বপন করা হয়েছিল , যেদিন আওরঙ্গজেব তার ভাই দারাকে পরাজিত করেছিলেন। জওহরলাল নেহরুও ১৯৪৬ সালের প্রকাশিত তার বই ‘ ডিসকভারি অব ইন্ডিয়া ’ তে আওরঙ্গজেবকে একজন গোঁড়া ব্যক্তি হিসেবেই চিহ্নিত করেছেন। তবে মার্কিন ইতিহাসবিদ অড্রে ট্রাশকা তার বই ‘ আওরঙ্গজেব - দ্যা ম্যান অ্যান্ড দ্যা মিথ ’ বইয়ে লিখেছেন যে আওরঙ্গজেব হিন্দুদের ঘৃণা করতেন আর তাই মন্দির ধ্বংস কর

দাঁড়িয়ে পানি পান কি ঠিক?

নিউজ এক্সপ্রেস ডেস্ক : সময় কিংবা অভ্যাসের কারণে আমরা অনেকেই দাঁড়িয়ে পানি পান করি। কিন্তু এই অভ্যাসের মাধ্যমে আমরা ডেকে আনছি বিপদ। একটা নয়, একগুচ্ছ রোগ বাসা বাঁধছে শরীরে। ভুগতে হচ্ছে কিডনি সমস্যায়। শরীরে পানির গুরুত্ব অনেক। কিন্তু ভুল নিয়মে পানি, বিশেষ করে রাস্তাঘাটে চলতে ফিরতে ঢকঢক করে পানি পানের অভ্যাসে শরীরে বাসা বাঁধছে নানা রোগ- এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। দাঁড়িয়ে পানি পানের কুফল শরীরে টক্সিনের পরিমাণ বাড়ে: পানি পানের পরেই শরীরের ছাঁকনিগুলো শরীরকে পরিশ্রুত করার কাজ শুরু করে। দাঁড়িয়ে পানি পান করলে শরীরের ভিতরে থাকা ছাঁকনিগুলো সংকুচিত হয়ে যায়। পরিশ্রুত করার কাজ বাধা পায়। ফলে, শরীরে টক্সিনের মাত্রা বাড়তে থাকে। পাকস্থলীতে ক্ষত: দাঁড়িয়ে পানি পান করলে তা সরাসরি পাকস্থলীতে গিয়ে আঘাত করে। পাকস্থলী থেকে নিঃসৃত অ্যাসিডের কর্মক্ষমতা কমিয়ে দেয়। বদহজমের আশঙ্কা বাড়ে। তলপেটে যন্ত্রণাসহ একাধিক সমস্যা তৈরি হতে পারে। আর্থারাইটিসের আশঙ্কা: দাঁড়িয়ে পানি পান করলে শরীরের মধ্যে থাকা কিছু উপকারী রাসায়নিকের মাত্রা কমতে থাকে। ফলে হাড়ের জোড়ায় কর্মক্ষমতা কমে যায়। সেখান থেকে আর্থারাইটিসের আশ

হরিণের রাজ্যে

শাহনেওয়াজ খান আমরা দশ-বারোজন মিলে চারদিক থেকে ঘিরে ধরলাম হরিণের পালটাকে। ৬০-৭০টা হরিণ হবে। প্রায় এক ঘণ্টা ধরে ঘুরে ঘুরে পালটাকে ঘিরে ধরেছি। সন্ধ্যা ঘনিয়ে আসায় আলো দ্রুত কমে যাচ্ছে। শেষ সময়, সুতরাং সবাই চারদিক দিয়ে এক নিঃশ্বাসে দৌড় দিলাম হরিণের পালকে আটকাতে। কি অপূর্ব সেই দৃশ্য! আমার দু’পাশ দিয়ে দৌড়ে যাচ্ছে হরিণ। এত জোরে দৌড়াচ্ছে যে পায়ের নিচের খুড়ের অংশগুলো ঠিক স্পষ্ট দেখা যাচ্ছে না। হরিণের ওপর ঝাঁপ দিয়ে পড়ার ইচ্ছেটা শুরুতেই তো বড় বড় শিং দেখে মারা গিয়েছিল। এখন দৌড় দেখে উল্টো চুপসে গেলাম। মনে মনে প্রার্থনা শুরু করলাম, হে আল্লাহ, শিং বা খুরের আঁচড় যেন গায়ে না লাগে। বর্ণনা শুনে মনে হচ্ছে, এটা সুন্দরবন বা বিদেশি কোনো সাফারি পার্কের দৃশ্য? না, এটা আমাদের গর্ব নিঝুম দ্বীপের গল্প। খেটে খাওয়া দরিদ্র মানুষগুলোর দ্বীপে যেখানে হরিণই চাঞ্চল্যের উৎস। তবে এই হরিণগুলো কিন্তু শুধু দ্বীপের পরিবেশকেই নয়, মানুষগুলোকেও ব্যস্ত রাখে। দল বেধে এসে নষ্ট করে দেয় ক্ষেতের ফসল। ২০০৯ সালের শুরুর দিকে শীত মৌসুমে গিয়েছিলাম নোয়াখালীর হাতিয়ার নিঝুম দ্বীপে। তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অনার্স