Skip to main content

Posts

Showing posts from May, 2016

ফিলিস্তিনের ‘স্পাইডারম্যান’

নিউজ এক্সপ্রেস ডেস্ক : ১২ বছরের এক শিশুর কাজকারবারও এইটুকুন হওয়ার কথা। কিন্তু ফিলিস্তিনের পুঁচকে বালক মোহাম্মদ আল শেখের কাজকারবার দেখে ভিরমি লেগে যাবে অনেকের। এই বয়সেই ও নিজের শরীরকে দুমড়ে-মুচড়ে নানা কসরত দেখাতে পারে। তাক লাগানোর মতো সেসব কসরত। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজা শহরের তেল আল-হাওয়া এলাকার চার ফুট ছয় ইঞ্চি লম্বা ও ২৯ কিলোগ্রাম ওজনের মোহাম্মদ আল শেখ অসম্ভব সব শারীরিক কসরত দেখাতে পারে। নিজের পায়ের পাতা উল্টো দিক দ িয়ে নিয়ে এসে কাঁধের ওপর নিতে পারে সে। নিজের শরীরকে কয়েক ভাঁজ করে রেখে দিতে পারে। এ ছাড়া উঠের পিঠে উঠে ‘স্পাইডারম্যানের’ মতো লাফাতেও পারে সে। আর এ কারণে ফিলিস্তিনের গাজাবাসী তাকে ‘স্পাইডারম্যান’ আখ্যাও দিয়েছে। ওই এলাকায় এখন সে তারকা। তবে এই তারকাখ্যাতি পেয়ে ক্ষান্ত নয় মোহাম্মদ, এখন সবাইকে তাক লাগানো শারীরিক কসরত দেখিয়ে নিজের নামটি সে লিখে নিতে চায় গিনেস বুকের পাতায়। ২০১৪ সালে হাজায় ইসরায়েলি হামলায় দুই সহস্রাধিক ফিলিস্তিনির প্রাণহানি হয়। এ সময় প্রায় ৫০ দিন প্রশিক্ষণ বন্ধ থাকে মোহাম্মদের। এই যুদ্ধাবস্থার মাঝেও লেব

ইংল্যান্ডে খ্রিস্টানরাই সংখ্যালঘু!

নিউজ এক্সপ্রেস ডেস্ক : ইংল্যান্ডে খ্রিস্টানরা সংখ্যালঘুতে পরিণত হয়েছেন। সেখানকার সংখ্যাগরিষ্ঠ মানুষ এখন অবিশ্বাসী কিংবা নাস্তিক। ২০১৪ সালের ‘ব্রিটিশ সোশ্যাল অ্যাটিচুড’ জরিপে উঠে এসেছে এই তথ্য। প্রভাবশালী ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের প্রতিবেদনে খবরটি নিশ্চিত করা হয়েছে। ২০১৪ সালের ‘ব্রিটিশ সোশ্যাল অ্যাটিচুড’ জরিপের তথ্য অনুযায়ী ইংল্যান্ড ও ওয়েলসে এখন নাস্তিক বা কোন ধর্মের অনুসারী নন এমন মানুষ ৪৮ দশমিক পাঁচ শতাংশ। ২০১১ সালের জরিপে এই সংখ্যা ছি ল ২৫ শতাংশ। তখনও পর্যন্ত ইংল্যাণ্ড ও ওয়েলসে খ্রীষ্টানরাই ছিলেন সংখ্যাগরিষ্ঠ। এর আগের এক জরিপে দেখা গিয়েছিল স্কটল্যান্ডেরও ৫২ শতাংশ মানুষ বলেছেন তারা মোটেই ধার্মিক নন। জরিপের তথ্য অনুযায়ী, একমাত্র উত্তর আয়ারল্যান্ডেই এখনও পর্যন্ত ধর্মের প্রভাব দেখা যাচ্ছে। সেন্ট মেরি’স ক্যাথলিক ইউনিভার্সিটির স্টিফেন বুলিভান্ট বলেন, ব্রিটেনে জনসংখ্যার অনুপাতে নাস্তিকদের সংখ্যা স্পষ্টতই বাড়ছে। স্টিফেন বুলিভান্ট বলেন, যারা জরিপে নিজেদের নাস্তিক বলে চিহ্ণিত করছেন, তাদের অনেকেই কিন্ত ধর্মবিশ্বাসী হিসেবেই বেড়ে উঠেছেন। স্টিফেন বুলিভান্ট

তালেবানের নতুন নেতা মোল্লা হাইবাতুল্লাহ

নিউজ এক্সপ্রেস ডেস্ক : মোল্লা হাইবাতুল্লাহ আখহুনজাদাকে আফগান তালেবান গোষ্ঠীর নয়া প্রধান নির্বাচন করা হয়েছে। পাকিস্তানের সংবাদপত্র দ্য ডন বলছে, এই গোষ্ঠীটির একজন মুখপাত্র বুধবার এক বিবৃতি পাঠিয়ে তাদের নতুন নেতার নাম জানিয়েছেন। পাশাপাশি, গোষ্ঠীটির প্রধান মোল্লা আখতার মনসুর মার্কিন ড্রোন হামলায় নিহত হয়েছেন বলেও ওই বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে। নয়া প্রধান মোল্লা হাইবাতুল্লাহ আখহুনজাদা তালেবান গোষ্ঠীর সাবেক বিচার বিষয়ক প্রধান এবং তালেবান গোষ্ঠীর দুই উপ-প্রধানের একজন ছিলেন। বিবৃতিতে বলা হয়, তালেবান নেতাদের বৈঠকে তাকে শীর্ষনেতা নির্বাচন করা হয়। সাম্প্রতিক বছরগুলোতে কাবুলে শক্তিশালী বেশ কয়েকটি বোমা হামলার জন্য দায়ী হাক্কানি নেটওয়ার্কের প্রধান সিরাজুদ্দিন হাক্কানি এবং তালেবান গোষ্ঠীর প্রতিষ্ঠাতা প্রয়াত মোল্লা মোহাম্মদ ওমরের ছেলে মোল্লা মোহাম্মদ ইয়াকুবকে তালেবানের উপ-প্রধান নির্বাচন করা হয়েছে বলে তালেবানের প্রধান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ ওই বিবৃতিতে জানিয়েছেন। শনিবার আফগান সীমান্তের কাছে পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমের প্রদেশ বেলুচিস্তানে যুক্তরাষ্ট্রের ড্রোন (চাল

চাইলেই গ্রেফতার করতে পারবে না পুলিশ

নিউজ এক্সপ্রেস : ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারা অনুসারে সন্দেহজনকভাবে কাউকে গ্রেফতার এবং আটক ব্যক্তিকে ১৬৭ ধারা অনুসারে পুলিশের নিরাপত্তা হেফাজতে নিয়ে (রিমান্ড) জিজ্ঞাসাবাদের বিষয়ে হাইকোর্টের দেওয়া রায়ের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপক্ষের করা আপিল খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। হাইকোর্ট এ দুটি ধারা সংশোধন করার পাশাপাশি সেগুলো সংশোধনের আগে সরকারকে ১৫ দফা নির্দেশনা অনুসরণ করার রায় দিলে রাষ্ট্রপক্ষ এ আপিল করেছিল। আপিল বিভাগের রায়ের ফলে আটকাদেশ (ডিটেনশন) দেওয়ার জন্য পুলিশ আর কাউকে ৫৪ ধারায় গ্রেফতার করতে পারবে না। গ্রেফতারের সময় পুলিশকে পরিচয়পত্রও দেখাতে হবে। তা ছাড়া গ্রেফতার করার তিন ঘণ্টার মধ্যে গ্রেফতার ব্যক্তিকে কারণ জানাতে হবে। বাসা বা ব্যবসা প্রতিষ্ঠানের বাইরে অন্য কোনো স্থান থেকে কাউকে গ্রেফতারের এক ঘণ্টার মধ্যে তার নিকটাত্মীয়কে টেলিফোনে বা বিশেষ বার্তাবাহকের মাধ্যমে তা জানাতে হবে। আপিল বিভাগের রায়ে হাইকোর্টের দেওয়া ১৫ দফা নির্দেশনা ও সুপারিশগুলো কিছু সংশোধন-সংযোজন সাপেক্ষে বহাল রাখা হয়েছে, যা আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হলে বিস্তারিত জানা যাবে। প্রধা

ধর্মীয় পর্যটন বাড়াতে চায় সৌদি

নিউজ এক্সপ্রেস ডেস্ক : তেলের ওপর নির্ভরশীলতা কমিয়ে বিকল্প আয়ের উৎস খুঁজতে ধর্মীয় পর্যটনের ওপর জোর দিচ্ছে সৌদি আরব। দেশটি এই খাতে বেশ কিছু সংস্কারের ঘোষণাও দিয়েছে। ধর্মীয় কারণে যারা সৌদি আরবে যেতে চান, তাদের ভিসা প্রক্রিয়া সহজ করা হচ্ছে। বিশেষ করে মক্কা ও মদিনায় যারা যাবেন, তারা সেখানে থাকার মেয়াদও বাড়াতে পারবেন। খবর বিবিসির বর্তমানে সৌদি আরবের মোট দেশজ উৎপাদনের মাত্র ২ দশমিক ৭ শতাংশ আসে পর্যটন খাত থেকে। ধর্মীয় কারণেই বেশিরভাগই মানুষ দেশটিতে আসেন। হজ ও ওমরাহ থেকে সৌদি আরবের বাৎসরিক আয় ১২ হাজার কোটি ডলার। আগামী চার বছরে এই আয় ২০ হাজার কোটি ডলারে নিয়ে যেতে চায় দেশটি। এ বছর ওমরাহ হজ করতে ৮০ লাখ মানুষ আসবে বলে ধারণা করা হচ্ছে। কিন্তু ২০৩০ সালের মধ্যে এই সংখ্যা তারা তিন কোটিতে নিয়ে যেতে চায়। সৌদি পর্যটন ও ঐতিহ্য কমিশনের প্রধান প্রিন্স সুলতান বিন সালমান বলছেন, 'সৌদি আরবের অন্যান্য যেসব প্রাচীন স্থান রয়েছে, সেগুলোতেও যাতে ভ্রমণকারীরা যেতে উৎসাহিত হন, সেই ব্যাপারেও আমরা গুরুত্ব দিচ্ছি।' এখন যারা দেশটিতে ধর্মীয় কারণে আসেন, তাদের ভিসা, কোথায় ক

বিকিনি পরে বিজ্ঞাপন নয়

নিউজ এক্সপ্রেস ডেস্ক : ভারতের মধ্যপ্রদেশে বন্ধ হচ্ছে স্বল্পবসনা নারীর বিজ্ঞাপন। বিজ্ঞাপনে নারীদের পণ্য হিসেবে উপস্থাপন করা বন্ধের নির্দেশ দিয়েছেন ওই প্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। গতকাল মঙ্গলবার বার্তা সংস্থা পিটিআইয়ের খবরে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে জানানো হয়, নারীকে পণ্য হিসেবে আপত্তিকরভাবে বিজ্ঞাপনে তুলে ধরা নারীর জন্যই অসম্মানজনক। এ কারণে গত সোমবার মুখ্যমন্ত্রী এসব বিজ্ঞাপনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন। বিষয়টি তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়েও জানিয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে একজন কর্মকর্তা বলেন, শুধু তা-ই নয়, প্রদেশে নারীর আপত্তিকর যেসব বিজ্ঞাপন প্রদর্শিত হচ্ছে, আগামী ১০ দিনের মধ্যে তা সরিয়ে ফেলারও নির্দেশ দেওয়া হয়েছে। মধ্যপ্রদেশে বিকিনি পরা নারীদের দিয়ে তৈরি বিজ্ঞাপনের হোর্ডিং সরিয়ে নিতে একটি আইন প্রণয়ন করতে যাচ্ছে রাজ্য সরকার। গত সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠককালে মুখ্যমন্ত্রী শিবরাজ বিষয়টি তুলে ধরেন। এ সময় তাঁর এ-সংক্রান্ত নির্দেশনা যথাযথভাবে পালনে প্রদেশের মুখ্য সচিব অ্যান্টনি দে-কে তিনি নির্দেশ দেন। (এসকে/মে ২০, ২০১৬)

মোবাইলে আসক্তি, বাসর ঘরেই তালাক

নিউজ এক্সপ্রেস ডেস্ক : অতিরিক্ত মোবাইল আসক্তির কারণে নতুন বউকে বাসর রাতেই তালাক দিয়েছে তার স্বামী। ঘটনাটি ঘটে সৌদি আরবে। ব্রিটেনের ডেইলি মিররের খবরে বলা হয়, বিয়ের রাতে স্বামীকে সময় দেওয়ার বদলে ওই নতুন বউ তার বন্ধুদের মোবাইলে মেসেজ করা নিয়ে ব্যস্ত থাকায় স্বামী বিরক্ত হয়ে তাকে তালাক দেন। তবে খবরে তাদের নাম প্রকাশ করা হয়নি। তাদের বিয়ে উৎযাপনের জন্য তারা বাহরাইনের মানামা হোটেল উঠেছিল। কিন্তু বাসর রাতে স্বামীর কথায় মনযোগ না দিয়ে নতুন স্ত্রী তার সেইসব বন্ধুদের সঙ্গে ব্যস্ত ছিল, যারা বিয়ে উপলক্ষে তাকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিল। খবরে বলা হয়, নতুন বর তার স্ত্রীকে মেসেজ পাঠানো বন্ধ করতে বলার পরও সে চালিয়ে যায়। ফলে বরের তীব্র রাগ জন্মায় স্ত্রীর ওপর। যার কারণেই বিলম্ব না করেই তালাক দিয়ে দেয় সে। বরের এক আত্মীয় সৌদি দৈনিক আল-ওয়াতানকে জানান, ‘স্বামী তার স্ত্রীকে জিজ্ঞেস করেছিল, কে বেশি গুরুত্বপূর্ণ। সে নাকি তার বন্ধুরা? জবাবে স্ত্রী জানায়, তার বন্ধুরা।’ তর্কের এক পর্যায়ে বর রেগে গিয়ে হোটেল কক্ষ ত্যাগ করেন এবং স্ত্রীকে তালাক দিয়ে দেন। আত্মীয়-স্বজনরা তাদের বুঝাতে চেষ্ট

খালি পায়ে কেন হাঁটবেন?

নিউজ এক্সপ্রেস ডেস্ক : জুতো-স্যান্ডেল খুলে সময় সুযোগ হলেই খালি পায়ে হাঁটুন। গবেষকেরা বলছেন, খালি পায়ে হাঁটা স্বাস্থ্যের জন্য বেশ ভালো। বালি, সবুজ ঘাস বা মাটির ওপর খালি পায়ে হাঁটলে শরীরের প্রদাহ বা জ্বলুনির ভাব অনেক কমে যায়। চিকিৎসকেরা তাই অনেক সময় খালি পায়ে হাঁটার পরামর্শ দিয়ে বলেন, এতে ঘুম ভালো হবে এবং শরীরে অ্যান্টি-অক্সিডেন্টের মাত্রা বাড়বে। স্বাস্থ্য সুবিধা ছাড়াও খালি পায়ে হাঁটলে স্মৃতিশক্তি বাড়ে। বিষয়টি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। সাম্প্রতিক এক গবেষণায় যুক্তরাষ্ট্রের নর্থ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা বলেন, খালি পায়ে যদি দৌড়ানো যায়, তবে জ্ঞানগত কর্মক্ষমতা বাড়ে। আমাদের কোনো বিষয় মনে করতে ও স্মৃতি তৈরির প্রক্রিয়ায় সহায়তা করে। ‘পারসেপচুয়াল অ্যান্ড মোটর স্কিলস’ সাময়িকীতে গবেষণা সংক্রান্ত নিবন্ধ প্রকাশিত হয়েছে। গবেষকেরা ১৮ থেকে ৪৪ বছর বয়সী ১৮ জন স্বেচ্ছাসেবককে নিয়ে এ গবেষণা করেন। তাঁদের খালি পায়ে এবং জুতা পায়ে ১৬ মিনিট পর্যন্ত তাঁদের পছন্দমতো গতিতে দৌড়াতে বলা হয়। দৌড়ানোর আগে ও পরে তাঁদের কাজের ধারণাশক্তি পর্যবেক্ষণ করা হয়। গবেষকেরা দেখেন, খালি পায়ে দৌড়ালে ১৬ শতাংশ