নিউজ এক্সপ্রেস ডেস্ক : অতিরিক্ত মোবাইল আসক্তির কারণে নতুন বউকে বাসর রাতেই তালাক দিয়েছে তার স্বামী। ঘটনাটি ঘটে সৌদি আরবে।
ব্রিটেনের ডেইলি মিররের খবরে বলা হয়, বিয়ের রাতে স্বামীকে সময় দেওয়ার বদলে ওই নতুন বউ তার বন্ধুদের মোবাইলে মেসেজ করা নিয়ে ব্যস্ত থাকায় স্বামী বিরক্ত হয়ে তাকে তালাক দেন। তবে খবরে তাদের নাম প্রকাশ করা হয়নি।
তাদের বিয়ে উৎযাপনের জন্য তারা বাহরাইনের মানামা হোটেল উঠেছিল। কিন্তু
বাসর রাতে স্বামীর কথায় মনযোগ না দিয়ে নতুন স্ত্রী তার সেইসব বন্ধুদের
সঙ্গে ব্যস্ত ছিল, যারা বিয়ে উপলক্ষে তাকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিল।
খবরে বলা হয়, নতুন বর তার স্ত্রীকে মেসেজ পাঠানো বন্ধ করতে বলার পরও সে চালিয়ে যায়। ফলে বরের তীব্র রাগ জন্মায় স্ত্রীর ওপর। যার কারণেই বিলম্ব না করেই তালাক দিয়ে দেয় সে।
বরের এক আত্মীয় সৌদি দৈনিক আল-ওয়াতানকে জানান, ‘স্বামী তার স্ত্রীকে জিজ্ঞেস করেছিল, কে বেশি গুরুত্বপূর্ণ। সে নাকি তার বন্ধুরা? জবাবে স্ত্রী জানায়, তার বন্ধুরা।’
তর্কের এক পর্যায়ে বর রেগে গিয়ে হোটেল কক্ষ ত্যাগ করেন এবং স্ত্রীকে তালাক দিয়ে দেন। আত্মীয়-স্বজনরা তাদের বুঝাতে চেষ্টা করলে স্বামী তার জায়গায় অটল থাকেন।
(এসকে/মে ২০, ২০১৬)
খবরে বলা হয়, নতুন বর তার স্ত্রীকে মেসেজ পাঠানো বন্ধ করতে বলার পরও সে চালিয়ে যায়। ফলে বরের তীব্র রাগ জন্মায় স্ত্রীর ওপর। যার কারণেই বিলম্ব না করেই তালাক দিয়ে দেয় সে।
বরের এক আত্মীয় সৌদি দৈনিক আল-ওয়াতানকে জানান, ‘স্বামী তার স্ত্রীকে জিজ্ঞেস করেছিল, কে বেশি গুরুত্বপূর্ণ। সে নাকি তার বন্ধুরা? জবাবে স্ত্রী জানায়, তার বন্ধুরা।’
তর্কের এক পর্যায়ে বর রেগে গিয়ে হোটেল কক্ষ ত্যাগ করেন এবং স্ত্রীকে তালাক দিয়ে দেন। আত্মীয়-স্বজনরা তাদের বুঝাতে চেষ্টা করলে স্বামী তার জায়গায় অটল থাকেন।
(এসকে/মে ২০, ২০১৬)
Comments
Post a Comment