শাহনেওয়াজ খান এ যেন গ্রিক ট্র্যাজেডির প্রতিফলন। সব রকম প্রচেষ্টা সত্ত্বেও ভাগ্যকে টপকাতে পারছেন না নায়ক। নিয়তির অমোঘ নিয়মে বারবার পরাজিত হতে হচ্ছে তাকে। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসির অবস্থাও সেই ট্র্যাজিক হিরোর মতো। প্রস্তুত মঞ্চ, সর্বোচ্চ চেষ্টা, সাফল্যের একেবারে দ্বারপ্রান্তে- কিন্তু হচ্ছে না। কিছুতেই ছিঁড়ছে না ভাগ্যের শিকে। ‘কিং লিও’ হিসেবে পরিচিত মেসি তাই পরিণত হয়েছেন ‘ট্র্যাজেডি কিং’-এ। সুযোগ ছিল স্পেনের জাতীয় দলের হয়ে খেলার। কিন্তু দারুণ গোছানো, ছন্দে থাকা দলটির ডাক উপেক্ষা করে জন্মস্থান আর্জেন্টিনার হয়েই খেলার সিদ্ধান্ত নেন বার্সালোনায় খেলা মেসি। এরপরই টানা দুইবার ইউরো ও একবার বিশ্বচ্যাম্পিয়ন হয় স্পেন! ভাগ্যকে মেনে নিয়েই ভাঙ্গাচোরা-তরুণ আর্জেন্টিনা দলের সঙ্গে মিশে যান মেসি। শুরুতে যুব বিশ্বকাপ ও অলিম্পিকে স্বর্ণ জয় করে জাতীয় দলের হয়েও রঙিন ক্যারিয়ারের ইঙ্গিত দেন। এর মাঝে ২০০৭ সালে কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলের কাছে হার। তারপরও দমেননি ‘ভিন্ন গ্রহের ফুটবলার’-এর খেতাব পাওয়া মেসি। ২০১০ সালের বিশ্বকাপে আর্জেন্টাইন গ্রেট দিয়েগো ম্
Get the right idea & view