নিউজ এক্সপ্রেস ডেস্ক মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনী এতটাই বর্বর নির্যাতন চালাচ্ছে যে, তাদের ধর্ষণ থেকে রেহাই মিলছে না শিশুদেরও। হিউম্যান রাইটস ওয়াচ আগেই বলেছে, রোহিঙ্গাদের জাতিগতভাবে নিধনে ধর্ষণকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে মিয়ানমারের সেনারা। সেই অস্ত্র যে কতটা ভয়াবহ আকারে ব্যবহার করা হচ্ছে তারই উদাহরণ ১০ বছরেরও কম বয়সী বালিকাদের ধর্ষণ। আজ বুধবার দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এই ভয়াবহ তথ্য তুলে ধরা হয়েছে। রাখাইন রাজ্য থেকে বিতারিত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া নির্যাতিতা বালিকাদের কক্সবাজারের বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে। মেডিসিনস সানস ফ্রন্টিয়ার্স (এমএসএফ) নামে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী চিকিৎসক দলের চিকিৎসকরা জানিয়েছেন, মিয়ানমার থেকে পালিয়ে আসা তরুণীদের অধিকাংশই যৌন নির্যাতনের শিকার। অবস্থা এতটাই ভয়াবহ যে, কক্সবাজারের কুতুপালং সীমান্তে একটি আলাদা চিকিৎসাকেন্দ্রে খোলা হয়েছে শুধু যৌন নির্যাতনের শিকারদের জন্য। এমএসএফ ’ র এক মুখপাত্র দ্য গার্ডিয়ানকে বলেন, ‘রাখাইন রাজ্য থেকে আসা মেয়েদের মধ্যে যারা চিকিৎসা নিচ্ছেন তাদের ৫০ শতাংশই ধর্ষণের শিকার। এর মধ্যে
Get the right idea & view