তাইওয়ানের রাজধানীর তাইপের উত্তর-পূর্বাংশের আকাশে গত সপ্তাহে দেখা যায় এ যাবৎকালের সবচেয়ে দীর্ঘ সময়ের রংধনু। চাইনিজ কালচার ইউনিভার্সিটি জানিয়েছে, রংধনুটি ৯ ঘণ্টা স্থায়ী ছিল। বিভিন্ন ভিডিও ও ছবি পর্যবেক্ষণ করে তারা জানিয়েছেন, স্থানীয় সময় সকাল ৬টা ৫৭ মিনিট থেকে বিকাল ৩টা ৫৫ মিনিট পর্যন্ত প্রায় ৮ ঘণ্টা ৫৮ মিনিট সময় ধরে আকাশে দেখা যায় রংধনুটিকে। গিনেস ওয়ার্ল্ড বুক কর্তৃপক্ষের কাছে পাঠানো হচ্ছে এই তথ্য। গিনেস বুক অনুযায়ী পূর্বে সবেচেয়ে বেশি সময় ধরে রংধনু দেখা গিয়েছিল ইংল্যান্ডের ইয়র্কশায়ারের আকাশে। ১৯৯৪ সালে দেখা দেওয়া ওই রংধনু স্থায়ী হয়েছিল ৬ ঘণ্টা।
নিউজ এক্সপ্রেস ডেস্ক: মুঘল সম্রাটদের মধ্যে কেবল একজনই ভারতীয়দের মধ্যে স্থান করে নিতে ব্যর্থ হয়েছেন - তিনি আলমগীর আওরঙ্গজেব। সাধারণ মানুষের মধ্যে আওরঙ্গজেবের ইমেজ হলো একজন ধর্মীয় গোঁড়া ব্যক্তি হিসেবে , যিনি হিন্দুদের ঘৃণা করতেন আর যিনি নিজের রাজনৈতিক লক্ষ্য অর্জনে এমনকি নিজের বড় ভাই দারা শিকোকে পর্যন্ত রেহাই দেননি। তিনিই সেই ব্যক্তি যিনি বৃদ্ধ পিতাকে আগ্রার একটি দুর্গে তার জীবনের শেষ সাড়ে সাত বছর বন্দি করে রেখেছিলেন। সম্প্রতি পাকিস্তানী নাট্যকার শাহীদ নাদিম লিখেছেন যে ভারত ভাগের বীজ সত্যিকার অর্থে সেদিনই বপন করা হয়েছিল , যেদিন আওরঙ্গজেব তার ভাই দারাকে পরাজিত করেছিলেন। জওহরলাল নেহরুও ১৯৪৬ সালের প্রকাশিত তার বই ‘ ডিসকভারি অব ইন্ডিয়া ’ তে আওরঙ্গজেবকে একজন গোঁড়া ব্যক্তি হিসেবেই চিহ্নিত করেছেন। তবে মার্কিন ইতিহাসবিদ অড্রে ট্রাশকা তার বই ‘ আওরঙ্গজেব - দ্যা ম্যান অ্যান্ড দ্যা মিথ ’ বইয়ে লিখেছেন যে আওরঙ্গজেব হিন্দুদের ঘৃণা করতেন আর তাই মন্দির ধ্বংস কর
Comments
Post a Comment