Skip to main content

ভবিষ্যত নগর পরিকল্পনার দিশা সিঙ্গাপুর

নিউজ এক্সপ্রেস ডেস্ক : ভবিষ্যতে কম জায়গার মধ্যেও আমরা কীভাবে বসবাস করতে চাই? সুইজারল্যান্ডের জুরিখ বিশ্ববিদ্যালয় সিঙ্গাপুরে স্থানীয় বিশ্ববিদ্যালয়গুলির সঙ্গে সহযোগিতার মাধ্যমে এক গবেষণাগার গড়ে তুলেছে৷ তার পোশাকি নাম ‘ফিউচার সিটিস ল্যাব'৷

এত নির্মাণকাজ সত্ত্বেও সিঙ্গাপুর যে বিস্ময়কর রকম সবুজে ভরা, বিজ্ঞানীদের কাছেও তা অজানা নয়৷ দূরদর্শী নগর পরিকল্পনার কল্যাণেই এমনটা সম্ভব হচ্ছে৷ নিয়ম অনুযায়ী জমিতে নির্মাণ করলে তার কিছুটা অংশে গাছপালা লাগাতেই হবে৷

সবুজ বহুতল ভবনে মানুষ কীভাবে থাকেন, গবেষকরা তা পরীক্ষা করছেন৷ বাসিন্দারা কি তাদের প্রতিবেশীদের চেনেন? শহরের পরিবেশের উপর সবুজের কতটা প্রভাব রয়েছে? জীবনযাত্রার মানই বা কী রকম?

‘ফিউচার সিটিস ল্যাব'-এর গবেষক দলের প্রধান টোমাস শ্র্যোপফার নিজেও সপরিবারে এমন এক সবুজ বহুতল ভবনে বসবাস করেন৷ বহুতল ভবনের স্থাপত্যের ক্ষেত্রে ‘ইন্টারলেস' প্রকল্পকে প্রায় আদর্শ হিসেবে বিবেচনা করা হয়৷ এই প্রকল্পের ভবনগুলি মাথাচাড়া দিয়ে আকাশ ছোঁয়ার চেষ্টা করেনি, বরং ধাপে ধাপে পরস্পরের উপর ছড়ানো রয়েছে৷ কমিউনিটি হল, সুইমিং পুল, উঠান– সব কিছু বিভিন্ন স্তরে বণ্টন করা হয়েছে৷ টোমাস বলেন, ‘‘ঘনবসতিপূর্ণ প্রাঙ্গণের মধ্যে কীভাবে মানুষের জন্য মনোরম বসবাসের পরিবেশ সৃষ্টি করা যায়, এ ক্ষেত্রে স্থপতিদের কাছে সেটাই ছিল চ্যালেঞ্জ৷ ঘনত্বের নেতিবাচক প্রভাব উপেক্ষা করেও কীভাবে উচ্চ মানের জীবনযাত্রা নিশ্চিত করা সম্ভব, আমার মতে ইন্টারলেস তার উজ্জ্বল দৃষ্টান্ত৷"

 
সবুজ অংশগুলির ব্যবহার ও একাত্মবোধের ক্ষেত্রে গাছপালার অবদান নিয়ে ফিউচার সিটিস ল্যাব-এর হয়ে গবেষণা করছেন সমাজবিজ্ঞানী মিশেল জিয়াং৷ বাসিন্দারাই মূলত আবাসনের বাগানটি ব্যবহার করেন৷ যেমন অবসরপ্রাপ্ত এই ব্যক্তি প্রতিদিন সেখানে ব্যায়াম করেন৷ তিনি বেশ গর্ব নিয়ে নিজের কেনা ফ্ল্যাটটি দেখালেন৷ বিশেষ করে বারান্দা থেকে সুন্দর দৃশ্য এবং বাতাস চলাচলের প্রণালীর কারণে শীতাতপ নিয়ন্ত্রণের প্রয়োজন হয় না বলে তিনি বেশ মুগ্ধ৷ তার মতো সিঙ্গাপুরের অনেক মানুষই সরকারি আবাসনে বসবাস করেন৷

স্কাইভিল এমনই একটি প্রকল্প৷ প্রায় ৩,০০০ মানুষ সেখানে বসবাস করেন৷ যেন ছোটোখাটো গ্রামের মতো৷ গ্রামের ধারণাই এই প্রকল্পের মূলমন্ত্র৷ ৮০টি ইউনিটের সমন্বয়ে এই ‘ভিলেজ' গড়ে তোলা হয়েছে৷

সবুজ অংশগুলি সব বাসিন্দাদের ব্যবহারের জন্য রাখা হয়েছে৷ কিন্তু সেখানে ছাদগুলি প্রায় খালি৷ মানুষের মধ্যে একাত্মবোধ গড়ে তোলা সম্ভবত মোটেই সহজ কাজ নয়৷ মিশেল জিয়াং মনে করেন, ‘‘বসবাসের জায়গা ও কিছু গাছপালার ব্যবস্থা করাই যথেষ্ট নয়৷ সবার আগে জানতে হবে, কাদের জন্য নির্মাণ করা হচ্ছে, তাদের প্রয়োজন কী এবং সেখানে কী ধরনের কার্যকলাপ চলবে৷''

ছাদের এমন আকর্ষণীয় বিন্যাস সত্ত্বেও নির্দিষ্ট কিছু শর্ত পূরণ না করলে মানুষে-মানুষে মেলবন্ধন ঘটে না৷ মিশেল বলেন, ‘‘আমাদের পরীক্ষার সময়ে বুঝতে পারলাম, মানুষের স্বাচ্ছন্দের চাহিদা কতটা জরুরি৷ তাপমাত্রা, আর্দ্রতা, ছায়া ও শব্দের মাত্রা উপযুক্ত না হলে মানুষ কমিউনিটি এরিয়া ব্যবহার করবে না৷'' ডয়চে ভেলে বলছে, এই গবেষণা ভবিষ্যতে শহরের জীবনযাত্রা সম্পর্কে একটা ধারণা দিচ্ছে৷
(এসকে/১০ জুন, ২০১৯)

Comments

Popular posts from this blog

হিন্দুবিদ্বেষী ছিলেন না সম্রাট আওরঙ্গজেব

নিউজ এক্সপ্রেস ডেস্ক: মুঘল সম্রাটদের মধ্যে কেবল একজনই ভারতীয়দের মধ্যে স্থান করে নিতে ব্যর্থ হয়েছেন - তিনি আলমগীর আওরঙ্গজেব। সাধারণ মানুষের মধ্যে আওরঙ্গজেবের ইমেজ হলো একজন ধর্মীয় গোঁড়া ব্যক্তি হিসেবে , যিনি হিন্দুদের ঘৃণা করতেন আর যিনি নিজের রাজনৈতিক লক্ষ্য অর্জনে এমনকি নিজের বড় ভাই দারা শিকোকে পর্যন্ত রেহাই দেননি। তিনিই সেই ব্যক্তি যিনি বৃদ্ধ পিতাকে আগ্রার একটি দুর্গে তার জীবনের শেষ সাড়ে সাত বছর বন্দি করে রেখেছিলেন। সম্প্রতি পাকিস্তানী নাট্যকার শাহীদ নাদিম লিখেছেন যে ভারত ভাগের বীজ সত্যিকার অর্থে সেদিনই বপন করা হয়েছিল , যেদিন আওরঙ্গজেব তার ভাই দারাকে পরাজিত করেছিলেন। জওহরলাল নেহরুও ১৯৪৬ সালের প্রকাশিত তার বই ‘ ডিসকভারি অব ইন্ডিয়া ’ তে আওরঙ্গজেবকে একজন গোঁড়া ব্যক্তি হিসেবেই চিহ্নিত করেছেন। তবে মার্কিন ইতিহাসবিদ অড্রে ট্রাশকা তার বই ‘ আওরঙ্গজেব - দ্যা ম্যান অ্যান্ড দ্যা মিথ ’ বইয়ে লিখেছেন যে আওরঙ্গজেব হিন্দুদের ঘৃণা করতেন আর তাই মন্দির ধ্বংস কর

দাঁড়িয়ে পানি পান কি ঠিক?

নিউজ এক্সপ্রেস ডেস্ক : সময় কিংবা অভ্যাসের কারণে আমরা অনেকেই দাঁড়িয়ে পানি পান করি। কিন্তু এই অভ্যাসের মাধ্যমে আমরা ডেকে আনছি বিপদ। একটা নয়, একগুচ্ছ রোগ বাসা বাঁধছে শরীরে। ভুগতে হচ্ছে কিডনি সমস্যায়। শরীরে পানির গুরুত্ব অনেক। কিন্তু ভুল নিয়মে পানি, বিশেষ করে রাস্তাঘাটে চলতে ফিরতে ঢকঢক করে পানি পানের অভ্যাসে শরীরে বাসা বাঁধছে নানা রোগ- এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। দাঁড়িয়ে পানি পানের কুফল শরীরে টক্সিনের পরিমাণ বাড়ে: পানি পানের পরেই শরীরের ছাঁকনিগুলো শরীরকে পরিশ্রুত করার কাজ শুরু করে। দাঁড়িয়ে পানি পান করলে শরীরের ভিতরে থাকা ছাঁকনিগুলো সংকুচিত হয়ে যায়। পরিশ্রুত করার কাজ বাধা পায়। ফলে, শরীরে টক্সিনের মাত্রা বাড়তে থাকে। পাকস্থলীতে ক্ষত: দাঁড়িয়ে পানি পান করলে তা সরাসরি পাকস্থলীতে গিয়ে আঘাত করে। পাকস্থলী থেকে নিঃসৃত অ্যাসিডের কর্মক্ষমতা কমিয়ে দেয়। বদহজমের আশঙ্কা বাড়ে। তলপেটে যন্ত্রণাসহ একাধিক সমস্যা তৈরি হতে পারে। আর্থারাইটিসের আশঙ্কা: দাঁড়িয়ে পানি পান করলে শরীরের মধ্যে থাকা কিছু উপকারী রাসায়নিকের মাত্রা কমতে থাকে। ফলে হাড়ের জোড়ায় কর্মক্ষমতা কমে যায়। সেখান থেকে আর্থারাইটিসের আশ

হরিণের রাজ্যে

শাহনেওয়াজ খান আমরা দশ-বারোজন মিলে চারদিক থেকে ঘিরে ধরলাম হরিণের পালটাকে। ৬০-৭০টা হরিণ হবে। প্রায় এক ঘণ্টা ধরে ঘুরে ঘুরে পালটাকে ঘিরে ধরেছি। সন্ধ্যা ঘনিয়ে আসায় আলো দ্রুত কমে যাচ্ছে। শেষ সময়, সুতরাং সবাই চারদিক দিয়ে এক নিঃশ্বাসে দৌড় দিলাম হরিণের পালকে আটকাতে। কি অপূর্ব সেই দৃশ্য! আমার দু’পাশ দিয়ে দৌড়ে যাচ্ছে হরিণ। এত জোরে দৌড়াচ্ছে যে পায়ের নিচের খুড়ের অংশগুলো ঠিক স্পষ্ট দেখা যাচ্ছে না। হরিণের ওপর ঝাঁপ দিয়ে পড়ার ইচ্ছেটা শুরুতেই তো বড় বড় শিং দেখে মারা গিয়েছিল। এখন দৌড় দেখে উল্টো চুপসে গেলাম। মনে মনে প্রার্থনা শুরু করলাম, হে আল্লাহ, শিং বা খুরের আঁচড় যেন গায়ে না লাগে। বর্ণনা শুনে মনে হচ্ছে, এটা সুন্দরবন বা বিদেশি কোনো সাফারি পার্কের দৃশ্য? না, এটা আমাদের গর্ব নিঝুম দ্বীপের গল্প। খেটে খাওয়া দরিদ্র মানুষগুলোর দ্বীপে যেখানে হরিণই চাঞ্চল্যের উৎস। তবে এই হরিণগুলো কিন্তু শুধু দ্বীপের পরিবেশকেই নয়, মানুষগুলোকেও ব্যস্ত রাখে। দল বেধে এসে নষ্ট করে দেয় ক্ষেতের ফসল। ২০০৯ সালের শুরুর দিকে শীত মৌসুমে গিয়েছিলাম নোয়াখালীর হাতিয়ার নিঝুম দ্বীপে। তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অনার্স