Skip to main content

Posts

Showing posts from November, 2016

সু চি রোহিঙ্গা গণহত্যার বৈধতা দিচ্ছেন

নিউজ এক্সপ্রেস ডেস্ক : মিয়ানমারের নেত্রী অং সান সু চি তার দেশে রোহিঙ্গা গণহত্যাকে বৈধতা দিচ্ছেন এবং সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীর ওপর নিপীড়ন তীব্রতর করছেন বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যভিত্তিক একদল রাষ্ট্রীয় অপরাধ বিষয়ক বিশেষজ্ঞ। লন্ডনের কুইনমেরি বিশ্ববিদ্যালয়-কিউএমইউএলের আইন স্কুলের 'ইন্টারন্যাশনাল স্টেট ক্রাইম ইনিশিয়েটিভের (আইএসসিআই) গবেষকরা এ অভিযোগ করেন। তারা গত বছর কয়েক মাস ধরে মিয়ানমারের আরাকানে সরেজমিনে চালানো এক গবেষণায় রোহিঙ্গাদের ওপর গণহত্যার প্রমাণ পাওয়ার দাবি করেছেন। গবেষণায় রোহিঙ্গা মুসলমানদের গণহত্যা, দাসত্বমূলক শ্রম, অত্যাচার, যৌন সহিংসতা, বিনা বিচারে বন্দি করে রাখা, প্রাতিষ্ঠানিক বৈষম্য এবং পুরো জাতিটিকে ধ্বংস করে ফেলার প্রমাণ পাওয়ার কথা বলা হয়েছে। এসব অপরাধের ঘটনা থেকে মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালাচ্ছে বলে প্রমাণ পাওয়া গেছে বলে গবেষণায় দাবি করা হয়েছে। কিউএমইউএলের আইন বিভাগের অধ্যাপক এবং আইএসসিআইয়ের পরিচালক পেনি গ্রিন বলেছেন, ২০১৫ সালের নির্বাচনে অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির বিজয়ও রোহিঙ্গা নিপীড়নের অবসান ঘটাতে পারেন

ছেলেদের ধরে হত্যা, মেয়েদের ধর্ষণ

নিউজ এক্সপ্রেস ডেস্ক : তারা আসছে হাজার হাজার। মিয়ানমার উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্য থেকে আসা রোহিঙ্গা শরণার্থীদের ঢল নামছে বাংলাদেশ সীমান্তে। গত কয়েক সপ্তাহ ধরে চলা সহিংসতা থেকে বাঁচতে তারা পালাচ্ছে। কয়েকজন শরণার্থী বলছেন, তারা ধর্ষণ, নির্যাতনের শিকার হয়েছেন। তারা চোখের সামনে নিজেদের পরিবারের সদস্যদের খুন করতে এবং তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দিতে দেখেছেন। লালু বেগম বলেছেন, যদি মিয়ানমার সেনা দশ বছরের বেশি বয়সী কোনও ছেলেকে পায় তাহলে তাকে হত্যা করে ফেলে। পুরুষদেরকেও সেনা সদস্যরা তুলে নিয়ে যায়। তিনি আরও বলেন, যখন সেনাবাহিনী আসতো তখন আমরা আমাদের ঘর থেকে পালিয়ে যেতাম। আমি জানি না আমার স্বামী বেঁচে আছে না মরে গেছে। জাতিগত নিধন লালু বেগম বর্তমান বাংলাদেশের দক্ষিণাঞ্চলীয় কক্সবাজার জেলার কুতুপালং শরণার্থী শিবিরে আশ্রিত আছেন। তিনি জানিয়েছেন, রাখাইনে তার গ্রামের বহু নারীকে মিয়ানমারের সেনাবাহিনী ধর্ষণ করেছে। তিনি বলেন, যখনই সেনা সদস্যরা কোনো সুন্দরী রোহিঙ্গা নারীকে দেখতে পায় তখনই তার কাছে পানি পান করার কথা বলে ঘরে ঢুকে পড়ে তাদের ধর্ষণ করে। রাখাইনে আনুমানিক দশ লাখ

ডোনাল্ড ট্রাম্প ও রাজনীতি

শাহনেওয়াজ খান যুক্তরাষ্ট্রের নির্বাচনের আগেই অনেকে হিলারি ক্লিনটনকে প্রেসিডেন্ট পদে প্রায় বসিয়েই দিয়েছিলেন। কিন্তু ফলাফল সামনে আসতেই তাদের ভুল ভাঙ্গে। তাদের চমকে দিয়ে প্রেসিডেন্ট পদে প্রয়োজনীয় ইলেক্টরাল ভোট লাভ করেছেন ডোনাল্ড ট্রাম্প। উদ্ধত আচরণ ও উল্টা-পাল্টা কথাবার্তার কারণে অনেকেই ধারণা করেছিলেন উর্বর মস্তিষ্কের এই ধনকুবেরকে ভোট দিয়ে অন্তত প্রেসিডেন্ট বানাবে না মার্কিনীরা। কিন্তু বেশিরভাগ লোকের ধারণা পাল্টে দিয়ে তাকেই নেতা হিসেবে নির্বাচিত করল দেশটির জনগণ। প্রথমবারের মতো নারী প্রেসিডেন্ট হতে পারলেন না হিলারি। বোধ হয় মার্কিনীদের ধারণা, নারীরা এখনও দেশ শাসনের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের যোগ্যতা প্রদর্শন করতে পারেননি। শুধু পররাষ্ট্র মন্ত্রণালয় নয়, আরো কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব সফলভাবে পালন করতে পারলে হয়ত বিষয়টা বিবেচনা করে দেখতে পারে তারা। এক্ষেত্রে মার্কিন জনগণ বেশ দূরদর্শিতার পরিচয় দিয়েছে বলা যায়। অন্তত আমাদের বাংলাদেশিদের মতো নয়, বেশ হিসেবি। এবারের নির্বাচন নিয়ে বাংলাদেশে বেশ উচ্ছ্বাস, আলোচনা লক্ষ্য করা গেছে। একেক সময় তো মনে হত আমাদের দেশেই বুঝি প্

যেভাবে নির্বাচিত হয় মার্কিন প্রেসিডেন্ট

নিউজ এক্সপ্রেস ডেস্ক : বিশ্বের অন্যতম শক্তিধর দেশ যুক্তরাষ্ট্র। তাই এ দেশের অনেক কিছু নিয়ে বিশ্ববাসীর আগ্রহ রয়েছে। বিশেষ করে প্রেসিডেন্ট নির্বাচন। কেননা অনেকের মতে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যে হবেন তার ওপরই নির্ভর করে পরবর্তী বিশ্ব রাজনীতি কোন দিকে বাঁক নেবে। আর একদিন বাদেই সেই নির্বাচন। তাই জেনে নেওয়া যাক কীভাবে নির্বাচিত হন ক্ষমতাধর রাষ্ট্রটির প্রেসিডেন্ট। বিশ্বের অন্যান্য দেশের প্রেসিডেন্ট নির্বাচনের চেয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন পদ্ধতি কিছুটা জটিল। কৌশলগতভাবে পরোক্ষ ভোটে নির্বাচিত হন প্রেসিডেন্ট। প্রতি চার বছর অন্তর অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। সাধারণত চার দিয়ে বিভাজ্য বছরগুলোর নভেম্বর মাসের প্রথম মঙ্গলবার নির্বাচনী দিনটি নির্দিষ্ট। এ প্রথা অনুযায়ী যুক্তরাষ্ট্রের ৫৮তম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে ২০১৬ সালের ৮ নভেম্বর। প্রাথমিক ধাপ যুক্তরাষ্ট্রে নির্বাচনে অংশ নিতে প্রার্থীকে অবশ্যই তিনটি শর্ত পূরণ করতে হয়। প্রথমত, জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিক হতে হবে। দ্বিতীয়ত, ৩৫ বছর বয়সী এবং তৃতীয়ত অন্তত ১৪ বছর যুক্তরাষ্ট্রে বাস করতে