Skip to main content

Posts

Showing posts from May, 2017

সৌদি নাগরিকত্ব পেলেন জাকির নায়েক

নিউজ এক্সপ্রেস ডেস্ক : পিস টিভি ও ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন (আইআরএফ)-এর প্রতিষ্ঠাতা ভারতের নাগরিক ডা. জাকির নায়েক সৌদি আরবের নাগরিকত্ব পেয়েছেন। ভারতে সন্ত্রাসবিরোধী আইনে অভিযুক্ত জাকির নায়েকের নাগরিকত্ব পাওয়ার আবেদন মঞ্জুর করেছে সৌদি প্রশাসন।  সংবাদমাধ্যম পর্যবেক্ষণকারী লন্ডনভিত্তিক সংস্থা দ্য মিডল ইস্ট মনিটরের বরাত দিয়ে আজ শনিবার ইন্ডিয়া টুডের খবরে জাকির নায়েকের সৌদি নাগরিকত্ব পাওয়ার কথা জানানো হয়। ওই খবরে বলা হয়, জাকির নায়েককে পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোলের গ্রেপ্তার থেকে রক্ষা করতে সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল-সৌদ তার নাগরিকত্ব পাওয়ার আবেদন মঞ্জুর করেন। ৫১ বছর বয়সী জাকির নায়েকের প্রতিষ্ঠিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন (আইআরএফ) নিষিদ্ধ করেছে ভারত। ঢাকার গুলশানে হলি আর্টিজানে নিহত জঙ্গিদের কয়েকজন জাকির নায়েকের বক্তব্যে অনুপ্রাণিত হয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। গুলশান হামলার পর জাকির নায়েকের কার্যকলাপ নজরদারিতে আনা হয়। ধারণা করা হচ্ছিল, জাকির নায়েক গ্রেপ্তার এড়াতে সৌদি আরবে অবস্থান করছেন। গত বছরের নভেম্বরে ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) জাকির নায়েক ও ত

জিতলে ৬ লাখ, হারলে ১০ লাখ!

নিউজ এক্সপ্রেসে ডেস্ক : এবারো লা লিগার শিরোপা নিষ্পত্তি হচ্ছে শেষ দিনে। রোববার রাত ১২টায় বার্সেলোনা যখন ন্যু ক্যাম্পে মুখোমুখি হবে এইবারের। ঠিক একই সময়ে মালাগার আতিথ্য নেবে রিয়াল মাদ্রিদ। যে ম্যাচে রিয়ালকে হারালে যতটা লাভ হবে মালাগার এর চেয়ে লাভ হবে যদি রিয়াল ড্র করে কিংবা ম্যাচটা জেতে! লাভটা ৪ লাখ ইউরোর! লা লিগায় গত মৌসুমেও শেষ ম্যাচটা জমে উঠেছিল। সেবার রিয়ালকে শুধু নিজেদের ম্যাচ জিতলেই চলত না, বার্সাকেও হোঁচট খেতে হতো তাদের ম্যাচে। কিন্তু দুই দলই নিজ নিজ ম্যাচ জেতায় শেষ পর্যন্ত এক পয়েন্টের ব্যবধানে লিগ জেতে বার্সেলোনা। এবার দান উল্টেছে, শেষ ম্যাচ ৩ পয়েন্ট এগিয়ে শুরু করবে রিয়াল। তাই এবার বার্সাকে শুধু নিজেদের ম্যাচ জিতলে চলবে না, রিয়ালকে হারতে হবে মালাগার কাছে। উল্টোদিকে মাত্র ১ পয়েন্ট পেলেই চলবে রিয়ালের। তাহলেই শিরোপা উৎসবে মাতবে জিনেদিন জিদানের দল। কদিন আগেই অবনমন অঞ্চলে ঘুরপাক খাওয়া মালাগার বিপক্ষে কাজটা কঠিন হওয়ার কথা নয়। তবে এ ম্যাচেও জান-প্রাণ দিয়ে নামার কথা মালাগার। নতুন কোচের অধীনে ধারাবাহিক সাফল্যে লিগে ১১তম স্থানে উঠে এসেছে। কিন্তু সে অবস্থান ধরে রাখতে চাইল

পৃথিবী চালাচ্ছে যে পাঁচ পরিবার!

নিউজ এক্সপ্রেস ডেস্ক : সাম্প্রতিক পরিসংখ্যানে দেখা গেছে, পৃথিবীতে কোটি কোটি মানুষ বাস করলেও ক্ষমতা আর অর্থ রয়েছে গুটিকয় মানুষের কাছে। আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফাম একটি গবেষণায় জানিয়েছে, বিশ্বের ৩৬০ কোটি মানুষের যে সম্পদ রয়েছে সেই একই পরিমাণ সম্পদ রয়েছে মাত্র ৮ জনের কাছে। সম্পদের এমন বৈষম্য ভবিষ্যতের জন্য শুভ নয় বলেও সংস্থাটি জানিয়েছে। এই বিষয়টিকে ঘিরে মার্কিন গণমাধ্যমও বেশ কিছু প্রতিবেদন প্রকাশ করেছে। যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, বিশ্বকে গ োপনে ৫টি পরিবার নিয়ন্ত্রণ করছে! যদিও এই বিষয়টি নিয়ে বিতর্কও রয়েছে। সেই পরিবারগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক- ১. রথসচাইল্ড পরিবার পৃথিবীর সবচেয়ে ধনী হিসেবে প্রথমেই এই পরিবারের নাম চলে আসে। যদিও এই পরিবারের কোনো সদস্য স্বীকার করতে চান না তাদের অগাধ ধন-সম্পদের কথা। কিন্তু সেই ১৭৭০ সাল থেকেই পৃথিবীর অর্থনীতির উপর এই পরিবারটি ছড়ি ঘুরিয়ে আসছে। পরিবারটির প্রথম ক্ষমতাবান পুরুষ এমশেল মেয়ার রথসচাইল্ডের হাত ধরে যে গ্লোবাল সেন্ট্রাল ব্যাংকিং সিস্টেম চালু হয় তা আজও বর্তমান। এই পরিবারকে ঘিরে নানা রহস্যও রয়েছে। কারো কারো দাবি, বর্তমানে সক্র