নিউজ এক্সপ্রেস ২৪ ডেস্ক ঢাকা : সম্প্রতি ‘আলজাজিরা’য় বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ২৬ ডিসেম্বর প্রকাশিত এই প্রতিবেদনটি পাঠকদের জন্য অনুবাদ করে দেওয়া হলো- গত একমাসের ধর্মঘট ও রাজপথের অবরোধের কারণে রাজনৈতিক অচলাবস্থার মধ্যে পড়েছে বাংলাদেশের সরকার। এ অবস্থা থেকে শিগগিরই উত্তরণের কোনো রাস্তা দেখা যাচ্ছে না। বিরোধীদল বিএনপি (বাংলাদেশ জাতীয়তাবাদী দল) বলেছে, ২০১৩ সালের নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহাল না করলে তারা ‘রাজপথ ছাড়বে না’। ক্ষমতাসীন আওয়ামী লীগ এ ইস্যুতে ছাড় না দেওয়ার ব্যাপারে দৃঢ় সংকল্পবদ্ধ। বাংলাদেশের সমাজবিজ্ঞানী গোলাম সারওয়ার খান বলেন, ‘সরকারি ও বিরোধীদল পরস্পর রুদ্রমূর্তিতে বিপরীত মেরুতে অবস্থান করছে। এর ফলে সৃষ্ট অচলাবস্থা অর্থনীতি থেকে সামাজিক সব বিষয়েই প্রবাব ফেলছে।’ বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রবীণ এক গোয়েন্দা কর্মকর্তা বলেন, ‘রাজনৈতিক অচলাবস্থা না কাটলে অচিরেই আমরা আইনের শাসন বেঙ্গে যাওয়াসহ নানা সহিংসতা দেখেতে পাব।’ দেশের এমন সময়ে এই সংকট দেখা দিলো যখন বাংলাদেশের অর্থনীতি একটি ভি
Get the right idea & view