Skip to main content

Posts

Showing posts from January, 2013

মার্কিন ড্রোন বিমানের ঘাঁটি দিতে সম্মত নাইজার

নিউজ এক্সপ্রেস ২৪ ডেস্ক উত্তর মালিতে আল-কায়েদার সঙ্গে সম্পর্কযুক্ত যোদ্ধা ও বিশাল সাহারার যোদ্ধাদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি উন্নত করতে নিজ দেশে মার্কিন ড্রোন বিমানের জন্য ঘাঁটি দিতে সম্মত হয়েছে নাইজার। নাইজার সরকারের সূত্র দিয়ে এ তথ্য জানায় আলজাজিরা। নাইজারে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বিসা উইলিয়ামস দেশটির প্রেসিডেন্ট মাহামাদু ইসোওফু’র সঙ্গে গত সোমবার এক বৈঠকে এ ব্যাপারে অনুরোধ করেছিলেন। প্রেসিডেন্ট বুধবার এ বিষয়ে তার সিদ্ধান্ত স্থির করেছেন বলে সূত্র নিশ্চিত করেছে। নাম প্রকাশ না করে নাইজার সরকারের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, ‘ইসলামি আন্দোলনের বিরুদ্ধে গোয়েন্দা ব্যবস্থা উন্নত করতে নাইজার তাদের ভূমি ব্যবহারের ব্যাপারে মার্কিনিদের সবুজ সংকেত দিয়েছে।’ মার্কিন ড্রোন বিমানের ঘাঁটিটি মালির সীমান্তের কাছে নাইজারের উত্তর মরুভূমি অঞ্চল ‘আগাদেজ’-এ স্থাপন করা হবে। (এসকে/৩০.০১.১৩)

স্মার্ট গার্মেন্টের চেয়ারম্যান ও এমডি রিমান্ডে

নিউজ এক্সপ্রেস ২৪ ডটকম ঢাকা : কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্মার্ট এক্সপোর্ট লিমিটেডের চেয়ারম্যান শরিফ আহমেদ ( ৫০ ) ও ব্যবস্থাপনা পরিচালক জাকির আহমেদের ( ৫৬ ) দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত । বুধবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ( ডিবি ) পরিদর্শক হুমায়ূন কবীর তাদের সাত দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন জানান । এর পরিপ্রেক্ষিতে মহানগর হাকিম হাসিবুল হক তাদের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন ।   গতকাল মঙ্গলবার মধ্যরাতে ধানমণ্ডি এলাকা থেকে ওই দুজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ( ডিবি ) । এরপর আজ বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে এক সংবাদ ব্রিফিংয়ে গোয়েন্দা পুলিশের উপকমিশনার মোল্লা নজরুল ইসলাম এ ব্যাপারে বিস্তারিত জানান । জিজ্ঞাসাবাদে গ্রেফতার হওয়া দুজনের কাছ থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে মোল্লা নজরুল জানান , এই পোশাক কারখানায় অগ্নিনিরাপত্তার কোনো লাইসেন্স ছিল না । কারখানার কোনো ইনস্যুরেন্সও নেই । এ

মালির ইসলামপন্থীদের বিরূদ্ধে লড়তে কোটি কোটি ডলার সহায়তা

নিউজ এক্সপ্রেস ২৪ ডেস্ক ঢাকা : আন্তর্জাতিক দাতারা উত্তর মালিতে ইসলামপন্থী জঙ্গিদের বিরূদ্ধে লড়তে কোটি কোটি ডলারের মদদ জোগানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।  মঙ্গলবার আদ্দিস আবাবায় এক সম্মেলনে এ প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়। এ প্রতিশ্রুতির আওতায় যুক্তরাষ্ট্র ৯ কোটি ৬০ লাখ ডলার, আফ্রিকান ইউনিয়ন ৫ কোটি ডলার, জার্মানি ২ কোটি ডলার দেবে বলে প্রতিশ্রূতি ব্যক্ত করেছে। অর্থায়নের প্রতিশ্রুতি দেয়া দাতাদের মধ্যে রয়েছে পশ্চিম আফ্রিকান জোট ইকোয়াস, দক্ষিণ আফ্রিকা,  ঘানা, নাইজিরিয়া ও ইথিওপিয়া। প্রস্তাবিত এ বাহিনীর নাম ঠিক করা হয়েছে আফ্রিকা নেতৃত্বাধীন আন্তর্জাতিক মালি মিশন বা AFISMA।   টোকিওতে- জাপান এ বাহিনীর জন্যে ১২ কোটি ডলার দেয়ার প্রস্তাব করেছে । ইতোমধ্যে ফ্রান্স ও মালির সেনারা মালির ঐতিহাসিক শহর টিমবাকটু, গাও ও কিদাল দখল করেছে। এদিকে AFISMA বাহিনীর কিছু সংখ্যক সৈন্য মালি গিয়ে পৌঁছালেও এখনো লড়াইয়ে তেমন উল্লেখযোগ্য কোনো ভূমিকা রাখেনি। সূত্র: ভয়েস অব আমেরিকা

জার্মানিতে স্বীকৃতির পথে ইসলামের অগ্রযাত্রা অব্যাহত

নিউজ এক্সপ্রেস ২৪ ডেস্ক ঢাকা : ব্রেমেন হচ্ছে তৃতীয় জার্মান রাজ্য যারা ইসলামি সংগঠনকে ধর্মীয় কর্তৃপক্ষ হিসেবে স্বীকৃতি দিয়েছে৷ ছুটি , অন্ত্যেষ্টিক্রিয়া কিংবা ধর্মীয় উপদেশ প্রদানের মতো বিষয়গুলো এখন রাজ্য চুক্তির আওতায় করা যাবে৷   ব্রেমেন রাজ্যের সঙ্গে এই চুক্তিকে কার্যত ঐতিহাসিক মনে করছেন ইরোল প্যুর্লু৷ জার্মান মুসলিম কোর্ডিনেশন কাউন্সিলের এই মুখপাত্র চুক্তির দিনটিকে আখ্যা দিলেন ‘ আনন্দের দিন ' হিসেবে৷ বর্তমানে জার্মানিতে তিনটি ইসলামী সংগঠনকে ধর্মীয় কর্তৃপক্ষ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে৷ প্যুর্লু বলেন , ‘‘ এর ফলে একটি পরিষ্কার বার্তা সকলের কাছে পৌঁছে যাচ্ছে৷ আর তা হচ্ছে , ইসলাম জার্মানির অংশ৷ ''  ইসলামি সংগঠনকে এ ধরনের স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে ব্রেমেনের অবস্থান তৃতীয়৷ এর আগে গত নভেম্বরে হামবুর্গ একটি সংগঠনের সঙ্গে এরকম একটি চুক্তি করে৷ এরপর ডিসেম্বর মাসে হেসে রাজ্য দুটি ইসলামি সংগঠনকে এরকম স্বীকৃতি দিয়ে সেখানকার বিদ্যালয়ে ধর্মীয় ক্লাস