শাহনেওয়াজ খান রাতারগুল থেকে সিলেট শহরে ফিরে খুব একটা সময় নিলাম না। ঝটপট প্রস্তুত হয়ে উঠলাম বাসে। প্রথমে ইচ্ছা ছিল মৌলভীবাজার নামার। কিন্তু জানলাম, মৌলভীবাজার সদর থেকে শ্রীমঙ্গল খুব কাছে। সর্বোচ্চ ৩০ মিনিটের রাস্তা। তাই মৌলভীবাজার সদরে না নেমে সরাসরি শ্রীমঙ্গল চলে গেলাম। গিয়েই প্রথমে হোটেলের সন্ধান করলাম। প্রধান সড়কের পাশেই হোটেলে রুম ঠিক করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম। রাতে হাঁটতে হাঁটতে চলে গেলাম রেল স্টেশনের কাছে। সেখানে স্থানীয়দের কাছে জিজ্ঞাসা করে জানতে পারলাম কাছেই বিজিবির ক্যাম্প ও মার্কেট আছে। রাতের খাবারের আগে বেশ সময় আছে আমাদের হাতে, তাই সোজা চলে গেলাম সেখানে। ওখানে গিয়ে সাত রঙের চায়ের সন্ধান পেলাম। দোকানির কাছে জানতে পারলাম তিনিই নাকি এই চায়ের উদ্ভাবক। তার আর কোনো দোকান নেই। তার কাছ থেকে শিখেই অনেকে নানা জায়গায় দোকান দিয়েছে। কিন্তু তিনি জোর দিয়েই বললেন, তার মত করে আর কেউ এই চা বানাতে পারে না। সাথে সাথে মনে পড়ল মাধবকুণ্ডে কি তবে তার শিষ্য কারো হাতেই খেয়েছি? প্রশ্নটা করতেই তিনি তাকে নিয়ে হওয়া পত্রিকার সংবাদের কপি দেখালেন। পাশাপাশি বললেন এই রেসিপি সাপ্লাইয়ের জন্য তাকে ম
Get the right idea & view