নিউজ এক্সপ্রেস ডেস্ক : ২১ জন মিলে ধর্ষণ করতে করতে মেরে ফেলে স্কুলছাত্রীটিকে। হত্যার পরও ক্ষান্ত হয়নি ধর্ষণকারীরা। মৃতদেহের ওপরও চলেছে পাশবিকতা। এমন খবর জানাচ্ছে ভারতের ডেক্কান ক্রোনিক্যাল। খবরে বলা হয়, ১৬ ফেব্রুয়ারি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে মৃত ওই তরুণীর মৃতদেহটি পাওয়া যায়। এর আগে ১০ ফেব্রুয়ারি তার মৃত্যু ঘটে। মৃতদেহ ময়নাতদন্তের পর রিপোর্টে বেরিয়ে আসে ধর্ষণের ভয়ানক তথ্য। পুলিশ কর্তৃপক্ষ ক্রোনিক্যালকে জানিয়েছে, ‘ভুক্তভোগীর শরীরের ডিএনএ প্রোফাইলে ২১ জনের ডিএনএ পাওয়া গেছে। যার অর্থ, তাকে ২১ জন মিলে ধর্ষণ করেছে। কিছু কিছু ডিএনএ রিপোর্টে দেখা গেছে, মেয়েটিকে মৃত্যুর পরও ধর্ষণ করা হয়েছে।’ পুলিশকে এখন সতর্কতার সঙ্গে রিপোর্ট তৈরি করতে হচ্ছে। কারণ ঘটনায় রাজ্যে ক্ষোভ জমে বড় ধরনের ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। এ ঘটনায় দুজন রিকশাচালকসহ মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা জানায়, গাছের মধ্যে লাশটি ঝুলন্ত অবস্থায় দেখে তারা সেটি নামিয়ে আনে এবং পচন ধরার আগ পর্যন্ত সেটির সঙ্গে দুইদিন ধরে যৌনকর্ম করে। তারপর সেই দেহ রাস্তার ধারের ঝোপে ফেলে দেয় তারা।
Get the right idea & view