Skip to main content

Posts

Showing posts from March, 2016

ভারতে গরু নিয়ে বিপাকে কৃষক

নিউজ এক্সপ্রেস ডেস্ক : ভারতের মহারাষ্ট্র রাজ্যে গবাদি পশুর একটি সাপ্তাহিক হাটে ক্রেতাদের নিজের জোড়া ষাঁড় দেখাচ্ছেন কৃষক। ছবি: রয়টার্সভারতের কয়েকটি রাজ্যে গরু জবাই ও বিক্রি নিষিদ্ধ করায় বিপাকে পড়েছেন কৃষকেরা। এ ঘটনায় মহারাষ্ট্রের মতো সম্পদশালী রাজ্যেও অগণিত কৃষক দারিদ্র্যের জাঁতাকলে নিষ্পেষিত হচ্ছেন। এ নিয়ে কৃষকদের মধ্যে ক্ষোভ বাড়ছে মোদির সরকারের বিরুদ্ধে। রয়টার্সের সাম্প্রতিক এক প্রতিবেদনে জানানো হয়, গোবধ হিন্দুস্তানে ধর্মীয়ভাবে গর্হিত কাজ বলে বিবেচিত হওয়ায় অধিকাংশ রাজ্যে গরু জবাই নিষিদ্ধ করা হয়েছে। দেশটি বিশ্বের অন্যতম বড় গরুর মাংস রপ্তানিকারক। বিজেপির সরকার মহারাষ্ট্রসহ কয়েকটি রাজ্যে গরু জবাইয়ের ওপর নিষেধাজ্ঞা জারি করে। এ নিষেধাজ্ঞা বলবৎ রাখতে গরু ব্যবসায়ীদের ওপর নজরদারি করে এবং হামলা চালায় কতিপয় হিন্দু। ভারতের সংখ্যাগরিষ্ঠ হিন্দু জনসংখ্যার বিশ্বাসের ওপর আঘাতের অভিযোগে নরেন্দ্র মোদির হিন্দু জাতীয়তাবাদী দল বিজেপি ক্ষমতায় আসার পর এসব গোবধ নিষিদ্ধ করার মতো কঠোর আইন জারি করে। ভারতের প্রায় ১৮ কোটি মুসলিমসহ অনেকে এটা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। গরুর মাংসের ও

স্ত্রীকে দেখতে বিমান ছিনতাই!

নিউজ এক্সপ্রেস ডেস্ক : মিসরের আলেকজান্দ্রিয়া থেকে কায়রোগামী অভ্যন্তরীণ রুটের বিমান অপহরণ 'নাটকের' সমাপ্তি হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৮টায় আলেকজান্দ্রিয়া থেকে ৬৩ জন আরোহী নিয়ে কায়রোর উদ্দেশে উড্ডয়ন করে ইজিপ্টএয়ারের এ৩২০ সিরিজের ওই বিমান। এমএস১৮১ ফ্লাইটের ওই বিমানের ৫৬ জন যাত্রীর মধ্যে ২৬ জনই ছিলেন মিশরের বাইরের। উড্ডয়নের কিছুক্ষণ পরই বিস্ফোরকভর্তি 'সুইসাইড ভেস্ট' রয়েছে এমন দাবি করে এক যাত্রী বিমানটি অপহরণ করে সাইপ্রাসের ল ারনাকা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণে বাধ্য করেন। এরপর বিমান থেকে বেরিয়ে হাত মাথার ওপর তুলে নিরাপত্তা কর্মকর্তাদের কাছে আত্মসমর্পন করেন ওই অপহরণকারী। পরে বিমানটির সব যাত্রীকে মুক্ত করা হয়। এরপর লারনাকা বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়। বিমান ছিনতাইয়ের পেছনে ওই যাত্রীর উদ্দেশ্য কী ছিল তা এখনো স্পষ্ট নয়। তবে তিনি সাইপ্রাসে থাকা তার সাবেক স্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছেন বলে আগে খবর পাওয়া গিয়েছিল। কথিত ওই অপহরণকারী সাইপ্রাসে আশ্রয় চেয়েছেন বলেও খবর পাওয়া যায়। অন্য এক খবরে অবশ্য ওই ছিনতাইকারীকে মিশরের কারাগারে থাকা সব নারী ব

ইসলামই থাকছে রাষ্ট্রধর্ম

নিউজ এক্সপ্রেস : সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এই মামলা চালানোর এখতিয়ার রিটকারীদের নেই— এই মর্মে রিটটি খারিজ করে দিয়েছেন আদালত। বিচারপতি নাইমা হায়দার, বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আশরাফুল কামামের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ সোমবার দুপুরে এ আদেশ দেন। এই আদেশের ফলে রাষ্ট্রধর্ম হিসেবে ইসলাম সংবিধানে বহাল থাকল। গত ২৯ ফেব্রুয়ারি এ বিষয়ে সবশেষ শুনানি হয়। সেদিন ১৪ আইনজীবীকে অ্যামিকাস কিউরি মনোনীত করে ২০১১ সালের দেওয়া আদেশ প্রত্যাহার করেন হাইকোর্ট। চতুর্থ জাতীয় সংসদে ১৯৮৮ সালের ৫ জুন সংবিধানের অষ্টম সংশোধনী অনুমোদন হয়। যেই সংশোধনীর মাধ্যমে সংবিধানে অনুচ্ছেদ-২ এর পর ২ (ক) যুক্ত হয়। ২ (ক)-তে বলা হয়, ‘প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম হবে ইসলাম, তবে অন্যান্য ধর্মও প্রজাতন্ত্রে শান্তিতে পালন করা যাইবে।’ ধর্মনিরপেক্ষ দেশ হিসেবে ১৯৭১ সালে যাত্রা শুরু করা বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতিতে এই পরিবর্তনের বৈধতা চ্যালেঞ্জ করে তখনই ‘স্বৈরাচার ও সাম্প্রদায়িকতা প্রতিরোধ কমিটির’ পক্ষে সাবেক প্রধান বিচারপতি কামাল উদ্দিন হোসেন,

দুই মন্ত্রীকে অর্থদণ্ড

নিউজ এক্সপ্রেস : বাংলাদেশের ইতিহাসে এই প্রথম সরকারে থাকা দুইজন মন্ত্রীকে অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। গত রোববার সর্বোচ্চ আদালত খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে ৫০ হাজার টাকা করে জরিমানা করেন। তবে আদালত অবমাননায় দোষী সাব্যস্ত হয়ে দণ্ড পাওয়ার পরদিন সেমবার মন্ত্রিসভার বৈঠকে অংশ নিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। সোমবার বেলা ১১টার দিকে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসি নার সভাপতিত্বে মন্ত্রিসভার এই বৈঠক শুরু হয়। বৈঠকের শুরুতে বিভিন্ন টেলিভিশনের ক্যামেরাপার্সনদের সংগ্রহ করা ভিডিও ফুটেজে দুই মন্ত্রীকে বৈঠকে উপস্থিত থাকতে দেখা যায়। মার্চের শুরুতে যুদ্ধাপরাধী মীর কাসেমের আপিল মামলার রায় নিয়ে সংশয় প্রকাশ করে প্রধান বিচারপতিকে জড়িয়ে বক্তব্য দিয়েছিলেন কামরুল ও মোজাম্মেল। ওই বক্তব্যের কারণে আদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত করে তাদের সাজা দেয় আপিল বিভাগ। দুইজনকে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের রায় ঘোষণা করে প্রধান বিচারপতি এস কে সিনহা বলেন, আদা

মুসলিম সাংবাদিকে ‘অশান্ত’ শান্তিতে নোবেলজয়ী সু চি

নিউজ এক্সপ্রেস ডেস্ক : মিয়ানমারের রাজনৈতিক নেতা অং সান সু চি গণতন্ত্রের জন্য শান্তিপূর্ণ আন্দোলনের জন্য পরিচিত। তবে সম্প্রতি তার নতুন এক চরিত্র প্রকাশ পেয়েছে, যা চেনা সু চি থেকে সম্পূর্ণ আলাদা। ব্রিটেনের প্রভাবশালী দৈনিক দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়, সু চি’কে নিয়ে লেখা নতুন এক বইয়ের তথ্য অনুযায়ী, বিবিসির এক অনুষ্ঠানে সু চি তার মুসলিম বিদ্বেষী মনোভাব প্রকাশ করেছিলেন। সাংবাদিক পিটার পোফামের লেখা ‘দ্য লেডি এন্ড দ্য জেনারেলস : অং স ান সু চি এন্ড বার্মাস স্ট্রাগল ফর ফ্রিডম’ বইতে সু চি সম্পর্কে এসব অজানা তথ্য উঠে এসেছে। বিবিসি টুডে প্রোগ্রামের মিশাল হুসাইন সম্পর্কে অফলাইনে আপত্তিকর মন্তব্য করেন সু চি। বইটিতে বলা হয়, বিবিসির সঙ্গে দেওয়া সাক্ষা‍ৎকারে সু চি তার মেজাজ হারিয়ে ফেলেন। মিশালকে সুচি বলেন, “আমাকে কেউ জানায়নি যে, একজন মুসলিমের কাছে আমি সাক্ষাৎকারটি দিতে যাচ্ছি।” বইটিতে বলা হয় বিবিসির মিশাল হুসাইনকে দেওয়া সাক্ষাৎকারে মিয়ানমারের ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) ৭০ বছর বয়স্ক নেত্রী সু চি তাদের দেশে মুসলমানবিরোধী মনোভাব এবং গণহত্যার বিষয়ে নিন্দা জানাতে রাজ

বাংলাদেশের হবু রাষ্ট্রপতি সুরেন্দ্রকুমার?

নিউজ এক্সপ্রেস ডেস্ক : ভারতীয় পত্রিকা আনন্দবাজার আজ একটি প্রতিবেদনে বাংলাদেশের পরবর্তী সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবে প্রধান বিচারপতি সুরেন্দ্রকুমার সিনহার নাম উল্লেখ করেছে। পত্রিকাটির প্রতিবেদন হুবহু তুলে ধরা হল- পূর্ব পাকিস্তানের প্রধান বিচারপতি আবু সঈদ চৌধুরী স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি। তা‍ঁকে ঘিরেই প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের সরকার আবর্তিত। মন্ত্রী ছিলেন সর্বসাকুল্যে ১১ জন। ১৯৭২ এর ১২ জানুয়ারি প্রতিষ্ঠিত সরকার বেশি দিন দায়িত্ব পালন করতে পারেনি। ১৯৭৫ এর ২৫ জানুয়ারি চতুর্থ সংশোধনীতে সংসদীয় রীতির পরিবর্তে রাষ্ট্রপতি চালিত সরকার চালু হয়। রাষ্ট্রপতি হন মুজিবুর রহমান। ছ’মাস বাদে ১৫ আগস্ট সেনা আক্রমণে সপরিবারে নিহত হন মুজিব। রাষ্ট্রপতি হন আওয়ামি লিগ নেতা খন্দকার মোস্তাক আহমেদ। মুজিব-মোস্তাক দু’জনেরই কলেজ জীবন কলকাতায়। মুজিব পড়তেন ইসলামিয়া কলেজে। যার এখনকার নাম মৌলানা আবুল কালাম আজাদ কলেজ। থাকতেন কলেজ হস্টেলে। মোস্তাকের বাস ছিল খিদিরপুরে। বাংলাদেশের মুক্তিযু্দ্ধে মুজিবের নেতৃত্বে লিগে যোগ দিলেও মোস্তাক ছিলেন মুজিবের শত্রু। মুজিব হত্যায় তাঁর হাত ছিল বলে

বাবার ধর্ষণের ঘটনা ভিডিও করল মেয়ে

নিউজ এক্সপ্রেস ডেস্ক : দিনের পর দিন তার বাবা তাকে ধর্ষণ করে গেছেন। তাকে যখনই একলা পেয়েছেন, তখনই। ১৮ বছর বয়সের মেয়ে বার বার বাধা দিয়েছে তার বাবাকে। কিন্তু তার বাবা কোনো বাধাই মানেননি। মেয়েটি হাত-পা ছুঁড়েছে, চিৎকার-চেঁচামেচি করেছে। কিন্তু মেয়েটি যে বাড়িটিতে থাকতো, তার ধারে-কাছে অন্য কোনো ঘর-বাড়ি নেই বলে তার চিৎকার-চেঁচামেচি কেউই শুনতে পাননি। ফলে কেউই ঘর ছেড়ে বেরিয়ে এসে মেয়েটিকে বাঁচাতে পারেননি। বাধ্য হয়ে মেয়েটি বাবার এই বদ স্বভাবের কথা মাকে জানিয়েছিল। একবার নয়, বহুবার। মা তা বিশ্বাসই করতে চাননি। মেয়েটি এ নিয়ে কিছু বলতে গেলেই, মা তাকে তুমুল বকাঝকা করে থামিয়ে দিয়েছেন। মায়ের বকুনি শুনে মেয়েও থেমে গিয়েছে। এ ভাবে চলতে চলতে মেয়েটির ধৈর্য্যের বাঁধ ভেঙে গিয়েছিল। তাই এ দিন সে একেবারে তৈরি হয়েই ছিল। বাবা যেই তাকে ধর্ষণ করতে শুরু করলেন, মেয়েটি তার মোবাইলে ভিডিও মোডটি চালু করে দিল। তাতে গোটা ঘটনাটাই রেকর্ডেড হয়ে গেল। মেয়েটি সেই ভিডিও রেকর্ডিং-টা নিয়ে গিয়ে তার মা-কে দেখাল। আর তার পর চলে গেল থানায়। ওই ভিডিওটি দেখিয়ে মেয়েটি একটি এফআইআর করল। ধর্ষণের অভিযোগে পুলিশ ওই

বাংলাদেশেও জিকা ভাইরাস

নিউজ এক্সপ্রেস : চট্টগ্রামের এক ব্যক্তির রক্তের পুরনো নমুনায় জিকা ভাইরাসের অস্তিত্ব পাওয়ার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে সরকার। মঙ্গলবার ডেঙ্গু প্রতিরোধ বিষয়ে এক বৈঠকের পর স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সামনে আনুষ্ঠানিকভাবে এ তথ্য প্রকাশ করেন। সরকারের স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তাদের দেওয়া তথ্যে গত ১৫ মার্চ ‘বাংলাদেশেও জিকা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। স্বাস্থ্য প্রতিমন্ত্রী সংবাদ সম্মেলনে বলেন, চট্টগ্রামে যে ব্যক্তির রক্তের নমুনায় জিকা ভাইরাস পাওয়া গেছে, তিনি ৬৭ বছর বয়সী একজন বৃদ্ধ। বর্তমানে তিনি সুস্থ আছেন। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নুরুল হক ও জাতীয় রোগ পর্যবেক্ষণকারী সংস্থা আইইডিসিআর এর অধ্যাপক মাহমুদুর রহমানের উপস্থিতিতে এ সংবাদ সম্মেলনে জিকা প্রতিরোধে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ এবং ঝুঁকির বিষয়গুলো তুলে ধরা হয়। জিকার লক্ষণ >> প্রতি পাঁচজন রোগীর মধ্যে একজনের মধ্যে হালকা জ্বর, চোখে লাল হওয়া বা কালশিটে দাগ পড়া, মাথা ব্যথা, হাড়ে

তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ জোহা 'নিখোঁজ'

নিউজ এক্সপ্রেস প্রতিবেদক : জোহার পরিবারের অভিযোগ, বুধবার মধ্যরাতে ঢাকা সেনানিবাস এলাকায় অটোরিকশা থামিয়ে তাকে ও তার বন্ধুকে আলাদা গাড়িতে তুলে নেয় দুর্বৃত্তরা। এ বিষয়ে আইনি সহায়তা চাইলে তিনটি থানার পুলিশ ঘটনাস্থল তাদের এলাকায় নয় বলে জানিয়ে দেয়। জোহার শ্যালক মাহমুদ হাসান চৌধুরী বলেন, “বুধবার রাত ১২টার দিকে জোহা তার বন্ধু ইয়ামির আহমেদকে ফোন করে সেনানিবাস এলাকায় যেতে বলেন। এরপর সেনানিবাসের পোস্ট অফিস এলাকায় তারা একটি অটোরিকশায় ওঠেন। সামান্য পথ না এগুতেই অটোরিকশাটি থেমে যায়। চালক জানায়, অটোরিকশায় যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। এরপর চালক নেমে ত্রুটি শনাক্তের চেষ্টা শুরু করলে হঠাৎ দুইটি জিপ গাড়ি এসে অটোরিকশার পাশে দাঁড়ায়। গাড়ি থেকে নেমে পাঁচ-ছয়জন লোক জোহা ও ইয়ামিরকে অটোরিকশা থেকে টেনে-হিঁচড়ে বের করে এবং আলাদা গাড়িতে তুলে নেয়। এর আগে ইয়ামিরের চোখ-মুখ কালো কাপড়ে বেঁধে দেয় তারা। গাড়ি চলতে শুরু করে। আনুমানিক ১০ থেকে ১৫ মিনিট পর গাড়ি থামিয়ে তাকে নামিয়ে দেওয়া হয়। কিছুদূর হাঁটার পর ইয়ামির বুঝতে পারেন সেটি মানিক মিয়া এভিনিউ। তখন তিনি জোহার পরিবারকে ফোন করে বিষয়টি জানান।” জোহার স্ত্রী ডা. কামরুন ন

ধূমপানের ৬ ক্ষতি

নিউজ এক্সপ্রেস ডেস্ক : স্বাস্থ্যের জন্য ক্ষতিকর জানা সত্ত্বেও অনেকেই ধূমপান করেন। এটি আপনাকে নীরবে হত্যা করবে। যে ছয় কারণে ধূমপান করবেন না। ক্যান্সার ঘটায় ধূমপানের সবচেয়ে খারাপ দিক হচ্ছে এটি ক্যান্সারের মতো মরণঘাতী রোগের সৃষ্টি করে। ফুসফুস, অন্ত্র, ওভারিন ও মুখের ক্যান্সারের জন্য দায়ী ধূমপান। এর খারাপ দিক থেকে বাঁচার কোনো উপায় নেই। একটাই পথ হতে পারে দ্রুত ধূমপান ছেড়ে দিন। শ্বাসযন্ত্রের রোগ এক গবেষণায় দেখা গেছে, ধূমপায়ীদের শ্বাসযন্ত্রের রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়। যাদের হাঁপানি আছে তাদের জন্য খুবই ক্ষতিকর। এ কারণে ছোট-বড় সবাইকেই এর খারাপ দিক সম্পর্কে জানতে হবে। হার্টের সমস্যা সিগারেটের নিকোটিন, কার্বন ও মনোক্সাইড নীরবে আপনাকে মৃত্যুর দিকে ঢেলে নিয়ে যায়। যারা প্রতিদিন ধূমপান করেন তাদের অবশ্যই বিষয়টি জানা প্রয়োজন। খাবার স্বাদ ও ঘ্রাণ হারিয়ে যায় ধূমপায়ীরা সহজেই খাওয়ার স্বাদ ও ঘ্রাণ হারিয়ে ফেলেন। সবচেয়ে দুঃখজনক হচ্ছে ধূমপায়ীরা বুঝতে পারছেন না কেন তাদের এ অবস্থা হচ্ছে। তাই ঝোঁকের বশেও ধূমপান করবেন না। পুরুষত্বহীনতা হ্যাঁ, আপনি যা শুনছেন তাই সত্যি। এটা শরীরের ওপর খুবই খারাপ প্রভাব ফেল

রিজার্ভ চুরির আসল ঘটনা জানিয়ে রোষাণলে তথ্যপ্রযুক্তিবিদ

নিউজ এক্সপ্রেস প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির আসল ঘটনা প্রকাশ ও তদন্তের নামে বিদেশিদের হাতে তথ্য তুলে দেওয়ার ঝুঁকির কথা জানানোয় রোষাণলে পড়েছেন তথ্যপ্রযুক্তিবিদ তানভির হাসান জোহা। গত রবিবার রাতে র‍্যাবের সঙ্গে মিলে রিজার্ভ চুরির তদন্তে তৎপর থাকলেও সোমবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘তানভীর হাসান জোহা তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের কেউ নয়’। মন্ত্রণালয়ের তথ্যপ্রযুক্তি বিভাগের জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ‘সম্প্রতি অনেক গণমাধ্যমে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ হ্যাকিংয়ের মাধ্যমে চুরির ঘটনা নিয়ে প্রকাশিত প্রতিবেদনে তথ্যপ্রযুক্তি বিভাগের সাইবার বিশেষজ্ঞ হিসেবে বিভিন্ন মন্তব্য করছেন তানভীর হাসান জোহা নামে জনৈক ব্যক্তি। এতে বিস্মিত তথ্যপ্রযুক্তি বিভাগ। কারণ ওই ব্যক্তি তথ্যপ্রযুক্তি বিভাগের কেউ নন’। এতে আরো বলা হয়, ‘বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদেনে দেখা গেছে, ওই ব্যক্তি কখনও তথ্যপ্রযুক্তি বিভাগ/মন্ত্রণালয়ের সাইবার নিরাপত্তা বিভাগের ডিরেক্টর (অপারেশন), কখনও তথ্যপ্রযুক্তি ব

‘আরো উঁচুতে উঠতে চাই’

নিউজ এক্সপ্রেস প্রতিবেদক : ব্যাটিংয়ে বাংলাদেশের বড় বড় প্রায় সব রেকর্ড তামিম ইকবালের অধিকারে। একের পর এক রেকর্ড গড়া এই উদ্বোধনী ব্যাটসম্যান নিজেকে আরও অনেক উচ্চতায় নিয়ে যেতে চান। টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি তিন সংস্করণেই দেশের হয়ে সর্বোচ্চ রান তামিমের। তিন ধরনের ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ডও তারই। গত রোববার ওমানের বিপক্ষে শতক করে টি-টোয়েন্টিতে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের তিন অঙ্কের ইনিংস না থাকার আক্ষেপ দূর করেন তামিম। ওমানকে ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে ৫৪ রানে হারিয়ে বিশ্বকাপের সুপার টেনে পৌঁছায় বাংলাদেশ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তামিম জানান, দেশের হয়ে রেকর্ড গড়ে যেতে চান তিনি। তিনি বলেন, “আমি দেশের হয়ে যত দিনই খেলি, ৫-৬ বা ৮ বছর, নিজের রেকর্ড এমন উচ্চতায় নিয়ে যেতে হয় যেন কেউ সহজে ভাঙতে না পারে। স্বাভাবিকভাবেই রেকর্ড ভাঙবেই। সব রেকর্ডই একদিন না একদিন ভাঙে। আমি এমন রেকর্ড গড়ে যেতে চাই যেন একজনের এই রেকর্ড ভাঙতে অনেক কষ্ট করা লাগে।” ওমানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ১০৩ রানে অপরাজিত থাকেন তামিম। ক্রিকেটের সবচেয়ে সীমিত পরিসরের এ আসরে সেঞ্চুরির স্বদ পেয়ে তামিম জা

জাবিতে র‌্যাগিং : ধরা খেয়ে কান ধরে উঠবস

নিউজ এক্সপ্রেস প্রতিবেদক : র‌্যাগিং দেওয়ার অপরাধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) রসায়ন বিভাগের ৪৪তম ব্যাচের শিক্ষার্থীদের কান ধরে উঠবস করিয়েছেন সাবেক ভিসি ও বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য অধ্যাপক শরীফ এনামুল কবির। তিনি রসায়ন বিভাগেরই অধ্যাপক। গত শনিবার (১২মার্চ) রসায়ন বিভাগের সামনে এ ঘটনা ঘটে। প্রতক্ষদর্শীরা জানান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির শিক্ষার্থীদের বরণ করে নেয় রসায়ণ বিভাগ পরিবার। নবীণবরণ শেষে  ৪৪তম ব্যাচের শিক্ষার্থীরা নতুন শিক্ষার্থীদের নিয়ে জহির রায়হান মিলনায়তনের পেছনের গেটে নিয়ে র‌্যাগ দিতে থাকে। এ সময় বিশ্ববিদ্যালয় প্রক্টর সেখানে এসে তাদের বকাঝকা করে বিভাগে ফিরে যেতে বলেন। এ খবর শুনে দ্রুত ঘটনাস্থলে এসে অধ্যাপক শরীফ এনামুল কবির তাদের কান ধরে উঠবস করান। পরবর্তীতে এমন কাণ্ড না করার মুচলেকা নেন। এনামুল কবির বলেন, “নতুনদের সবে বরণ করে নেওয়া হল। আর এরই মধ্যে এ ধরনের ঘৃণ্য কাজের মুখমুখি হতে হলো। এ ধরনের ন্যাক্কারজনক কাজকে আমরা কখনো সমর্থন করি না। যার

সন্ত্রাসী হামলার চেয়ে কুকুরের কামড়ে বেশি মৃত্যু!

নিউজ এক্সপ্রেস ডেস্ক : গত ২০ বছরে ভারতের মুম্বাইয়ে কুকুরের কামড়ে যত মানুষের মৃত্যু হয়েছে তার সংখ্যা শহরটিতে বড় দুটি সন্ত্রাসী হামলায় প্রাণহানির সংখ্যার চেয়ে বেশি। মুম্বাইয়ে কুকুরের কামড়জনিত মৃত্যু নিয়ে গত বুধবার সুপ্রিম কোর্টে এমন ভয়াবহ পরিসংখ্যান উপস্থাপন করেছে ব্রিহানমুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি)। এই প্রেক্ষাপটে উন্মত্ত কুকুরকে প্রজননে অক্ষম করা এবং ভ্যাক্সিন দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। কর্পোরেশনের তথ্য অনুযায়ী, ১৯৯৪ সাল থেকে এ পর্যন্ত মুম্বাইয়ে কুকুরের কামড়ের কারণে জলাতঙ্কে আক্রান্ত হয়ে সর্বমোট ৪২৯ জন মানুষের মৃত্যু হয়। একই সময়ের মধ্যে কুকুরের কামড়ে আহত হয়েছেন ১৩ লাখ ১২ হাজার মানুষ। মুম্বাইয়ের সবচেয়ে বড় দুটি সন্ত্রাসী হামলার ক্ষেত্রে দেখা যায়, ১৯৯৩ সালে সিরিজ বোমা হামলার ঘটনায় ২৫৭ জনের মৃত্যু হয় এবং ৭১৭ জন আহত হন। আর ২০০৮ সালে মুম্বাইয়ের তাজ হোটেলে হামলার ঘটনায় নিহত হন ১৬৪ জন; আহত হন আরও ৩০৮ জন। এ দুটি হামলার ঘটনায় একত্রিত করলে দেখা যায়, প্রাণহানির সংখ্যা ৪২১, যা কুকুরের কামড়ে মৃত্যুর সংখ্যার চেয়ে কম। উন্মত্ত কিংবা বিপদগামী কুকুর হত্যার বিরু

দক্ষিণ সুদানে ধর্ষণই বেতন!

      নিউজ এক্সপ্রেস ডেস্ক : প্রাচীন রোমে সেনাদের বেতন হিসেবে লবণ দেওয়া হতো। মাঝখানে কেটে গেছে বহু সময়। এখন অবশ্য সেনাদের বেতন নগদ অর্থেই মেটায় সরকারগুলো। কিন্তু দক্ষিণ সুদানে এবার সেনাদের বেতন দেওয়া হচ্ছে ধর্ষণের বিনিময়ে। এমন অস্বাভাবিক ও গা শিউরে ওঠা বিভৎসতায় স্তম্ভিত পুরো বিশ্ব। ‘চোখের সামনে স্বামীকে হত্যা করলো সেনারা। আর তারপরই ১৫ বছর বয়সী কিশোরীর ওপর হায়নার মতো ঝাপিয়ে পড়লো ১০ জন।’- এই দু’টো লাইন একটা নির্দিষ্ট ঘটনাকে উপস্থাপন করলেও এই চিত্রনাট্য এখন নিত্যদিনের ঘটনা দক্ষিণ সুদানে। খোদ জাতিসংঘ বলছে, দেশটির সরকার তার সেনা ও মিলিশিয়াদের জন্য বেতন হিসেবে ধর্ষণকে বৈধতা দিয়েছে। শুক্রবার (১১ মার্চ) প্রকাশিত নতুন এক প্রতিবেদনে এ মন্তব্য করেছে বিশ্বসংস্থাটি। এতে জানানো হয়, ২০১৫ সালে শুধুমাত্র দেশটির তেলসমৃদ্ধ ইউনিটি রাজ্যেই ধর্ষণের শিকার হয়েছেন এক হাজার তিনশ নারী। দেশটির এমন পরিস্থিতিকে বিশ্ব মানবতার ‘সবচেয়ে ভয়ঙ্কর চেহারা’ বলে মন্তব্য করেছেন দক্ষিণ সুদানে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দূত জেইদ রা’আদ আল আল হুসেইন। এক নারী প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে প্রতিবেদনে জানানো