Skip to main content

Posts

Showing posts from July, 2016

গাদ্দাফি-পুত্রের ভবিষ্যদ্বাণী প্রমাণিত হলো

      নিউজ এক্সপ্রেস ডেস্ক : লিবিয়ার নিহত নেতা মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলামের ভবিষ্যদ্বাণীই শেষে সত্যি হলো। ২০১১ সালের ফেব্রুয়ারিতে লিবিয়ার পূর্বাঞ্চলে গাদ্দাফির বিরুদ্ধে বিদ্রোহ যখন দানা বেঁধে উঠছে, ওই সময় রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে সাইফ যেসব আশঙ্কার কথা বলে দেশবাসীকে সতর্ক করেছিলেন, সেসব বেশির ভাগই এখন দৃশ্যমান। সে বছর ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে দেওয়া ভাষণে সাইফ যা বলেন, তা ছিল বিশৃঙ্খলা সৃষ্টি করে অরাজক পরিস্থিতির দিকে দেশকে ঠেলে না দেওয়ার অনুরোধ। ওই সময় সাইফ দেশের বিভিন্ন প্রকল্পে ২০ হাজার কোটি মার্কিন ডলার বিনিয়োগের কথা উল্লেখ করে বলেন, এই বিদ্রোহ সব ধূলিসাৎ করবে। দেশকে ঠেলে দেবে গৃহযুদ্ধের দিকে। জাতি ও গোষ্ঠীগত বিরোধ দেশকে টুকরো করে ফেলবে। ফায়দা লুটবে বাইরের দুর্বৃত্ত ও পশ্চিমারা। প্রাণ ঝরবে হাজারো মানুষের। গাদ্দাফির এই ছেলে বলেন, এ পরিস্থিতি চলতে থাকলে দেশের মানুষের নিরাপত্তার অভাব দেখা দেবে। অর্থনৈতিক শক্তির মূল ভিত্তি তেল উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হবে। বিপর্যস্ত হবে অর্থনীতি। এই সুযোগে মাথাচাড়া দিয়ে উঠবে ধর্মান্ধ সংগঠন ও গ

প্রিজমা কিনে নেবে ফেসবুক?

      নিউজ এক্সপ্রেস ডেস্ক : প্রযুক্তির ক্ষেত্রে গত কয়েক বছরে একটি ধারা লক্ষ করা যাচ্ছে। ছোট ছোট উদ্যোগ জনপ্রিয় হলে আর ব্যবহারকারী বেড়ে গেলে তা বড় প্রতিষ্ঠানগুলোর অধীনে চলে যাচ্ছে। প্রিজমার ক্ষেত্রেও কি তা-ই ঘটতে যাচ্ছে? প্রযুক্তি বিশ্বে জোর গুঞ্জন, ছবিকে শিল্পকর্মে রূপান্তর করার উদ্যোক্তা প্রতিষ্ঠান প্রিজমা ল্যাবকে অধিগ্রহণ করতে পারে ফেসবুক। এর আগে ফেসবুক ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপের মতো প্রতিষ্ঠান অধিগ্রহণ করেছে। সম্প্রতি প্রযুক্তি-বিষয়ক ওয়েবসাইটগুলোতে প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রিজমার সহপ্রতিষ্ঠাতা অ্যালেক্সি মসিনকভ যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গের সঙ্গে গোপন বৈঠকে বসেছিলেন। তবে এ বৈঠক নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি মসিনকভ। তিনি বলেন, সিলিকন ভ্যালিতে তাঁর প্রতিষ্ঠানের প্রচারে গিয়েছিলেন। খুব কম সময়ের মধ্যেই ছবি সম্পাদনার অ্যাপ প্রিজমা ব্যাপক জনপ্রিয় হয়েছে। গত জুন মাসে উন্মুক্ত হওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রিজমা অ্যাপ ব্যবহার করে সাড়ে ছয় কোটির বেশি ছবি সম্পাদনা করা হয়েছে। ব্লুমবার্গকে দেওয়া

পোশাকি আচরণের মর্মস্পর্শী ঘটনা

নিউজ এক্সপ্রেস ডেস্ক : ভালো পোশাক পরলে ভালো অভ্যর্থনা পাওয়া যায়৷ আর পোশাক বা চেহারা খারাপ হলে জোটে তিরস্কার৷ মহাকবি শেখ সাদীর বেলায়ও ঘটেছিল সেই ঘটনা৷ কিন্তু তিনি যেভাবে জবাব দিয়েছিলেন, ছোট্ট এই মেয়েটি সেই জবাব দিতে পারেনি৷ ইউনিসেফ সম্প্রতি একটি ভিডিও প্রতিবেদন বানিয়েছে৷ যার শিরোনাম ‘উড ইউ স্টপ ইফ ইউ স দিস গার্ল অন দ্য স্ট্রিট?' অর্থাৎ ‘এই মেয়েটিকে রাস্তায় দেখলে তুমি কি একটু দাঁড়াবে?’ (ভিডিও লিংক: https://www.youtube.com/watch?v=MQcN5DtMT-0 ) আনানো ছ'বছরের শিশু অভিনয় শিল্পী৷ জর্জিয়ার একটি রাস্তায় মেকআপ করে, সুন্দর জামা পরিয়ে দাঁড় করানো হয়েছিল তাকে৷ একলা দেখে অনেকেই এগিয়ে এসে তার কুশল-সংবাদ নিয়েছিল, চেয়েছিল সে হারিয়ে গেছে কিনা৷ মজা হলো, এরপর মেয়েটির মুখে কালি-ঝুলি লাগিয়ে, নোংরা পোশাক পরিয়ে আবারো দাঁড় করানো হয়েছিল রাস্তায়৷ অবাক কাণ্ড! এবার মানুষের প্রক্রিয়া ছিল একেবারেই ভিন্ন৷ আর এই ভিডিওটি দেখলেই তা বুঝবেন৷ রাস্তার পর এক রেস্তোরাঁয় একইভাবে আনানোকে দু'বার দু'রকমের পোশাক পরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল৷ সেখানেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে দেখা গেল৷ ভা

১৫ রুপির জন্য দলিত দম্পতিকে হত্যা

নিউজ এক্সপ্রেস ডেস্ক : ভারতে মাত্র ১৫ রূপি পাওনা নিয়ে বিবাদের কারণে দলিত সম্প্রদায়ের এক দম্পতিকে কুপিয়ে হত্যা করেছে উচ্চবর্ণের এক দোকানদার, বলছে পুলিশ। উত্তর প্রদেশ রাজ্যের মইনপুরী জেলায় গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। জানা গেছে, গতকাল সকালে ওই দম্পতি কাজে যাবার সময় স্থানীয় মুদি দোকানের মালিক অশোক মিশ্র তাদের থামায়, এবং বলে কয়েকদিন আগে তারা তার দোকান থেকে বাকিতে যে তিন প্যাকেট বিস্কুট কিনেছিল- তার দাম এখনই দিতে হবে। জবাবে ভরত এবং মমতা নামের ওই দলিত স্বামী-স্ত্রী দোকানদারকে বলে, সেদিনই তাদের বেতন পাওয়ার কথা এবং তা পেলেই পাওনা ১৫ রুপি দিয়ে দেওয়া হবে। এ কথা শুনে অশোক মিশ্র ক্রুদ্ধ হয়ে চিৎকার করতে থাকে, আর ওই দম্পতি মাঠের দিকে হাটতে থাকে। জানা গেছে, দোকানমালিক তখন দৌড়ে তার বাড়িতে ঢুকে একটা কুড়াল নিয়ে বেরিয়ে আসে। নাদিম নামে একজন গ্রামবাসী জানায়, "সে প্রথম ভরতকে কোপায়, এবং তাকে উদ্ধার করতে এগিয়ে এলে মমতাকেও আক্রমণ করে। ঘটনাস্থলেই দু'জনের মৃত্যু হয়।" ভরতের মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। দোকান মালিককে পুলিশ গ্রেফতার করেছে। এ

কাশ্মীরে গুলিতে আহতদের জন্য হৃদয়স্পর্শী প্রচারণা

নিউজ এক্সপ্রেস ডেস্ক : ভারত-শাসিত কাশ্মীরের প্রতি বিশ্ববাসীর দৃষ্টি ফেরাতে এক অভিনব প্রচারণা চালাচ্ছে পাকিস্তানের একটি ফেসবুক পেজ৷ ভারতের বিখ্যাত ব্যক্তিদের চোখেমুখে ছররা গুলির আঘাত-চিহ্ন এঁকে তাদের মর্মস্পর্শী চিঠি জুড়ে দেওয়া হয়েছে সেখানে৷ কাশ্মীরে রাজনৈতিক অস্থিরতা চলছে বহুদিন ধরেই৷ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে সামরিক ও আইন-শৃঙ্খলা বাহিনী প্রায়ই সেখানে ছররা গুলি ব্যবহার করে থাকে৷ তারা এটিকে প্রাণঘাতী নয় বলে দাবি করলেও, গত কয়েকদিনে কাশ্মীরে ঘটে যাওয়া বিক্ষোভ এবং সহিংসতায় অসংখ্য কাশ্মীরবাসী ছররা গুলির আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন৷ এদের মধ্যে শিশু-কিশোররাও রয়েছে, যারা কোনো বিক্ষোভ-স্থলে উপস্থিতই ছিল না৷ ডাক্তাররা বলছেন, এদের মধ্যে অনেকেই চোখে গুলির ক্ষতের কারণে চিরতরে দৃষ্টিশক্তি হারাবেন৷ ‘নেভার ফর্গেট পাকিস্তান’ শীর্ষক ফেসবুক পাতায় শেয়ার হওয়া ‘হোয়াট ইফ ইউ নিউ দ্য ভিক্টিম?’ নামের একটি অ্যালবামে ভারতীয় অভিনেতা-অভিনেত্রী শাহরুখ খান, অমিতাভ বচ্চন, ঐশ্বরিয়া রাই বচ্চন, আলিয়া ভাট, সাইফ আলি খান, কাজল ও ঋত্বিক রোশন ছাড়াও স্থান পেয়েছেন রাজনীতিবিদরা৷ প্রধানমন্ত্রী ন

হরিণ হত্যার মামলায়ও খালাস সালমান

নিউজ এক্সপ্রেস ডেস্ক : বিলুপ্তপ্রায় মায়াহরিণ শিকারের অভিযোগে দায়ের করা মামলা থেকে অব্যাহতি পেলেন সালমান খান। ভারতের যোধপুরের একটি আদালত আজ সোমবার বলিউডের এই তারকাকে খালাস দেন। এর মধ্য দিয়ে ১৮ বছর ধরে চলা মামলার ঝামেলা থেকে মুক্তি পেলেন ভাইজান। ১৯৯৮ সালে ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির শুটিংয়ের সময় বিরল প্রজাতির একটি মায়াহরিণ শিকার করেন সালমান খান। সেই ঘটনার জের ধরে আট বছর পর ২০০৬ সালে সালমানের বিরুদ্ধে বন্য প্রাণী হত্যা ও বেআইনি অস্ত্র ব্যবহারের অভিযোগে দুটি মামলা করা হয়। দুটি মামলায় তার এক ও পাঁচ বছরের কারাদণ্ড দেন স্থানীয় আদালত। পরে সালমান ওই রায়ের বিরুদ্ধে আপিল করলে তা চলতে থাকে লম্বা সময় ধরে। আজ সালমান খালাস পেয়েছেন বন্য প্রাণী হত্যার অভিযোগে দায়ের করা মামলা থেকে। তবে অবৈধ অস্ত্র রাখার মামলার চূড়ান্ত রায় এখনো দেওয়া হয়নি। আজ বিচারক নির্মলাজিৎ কৌর তার রায়ে বলেন, বিরল প্রজাতির হরিণটিকে যে বন্দুক থেকে গুলি করা হয়েছিল, তা সালমানের নয়। ঘটনাস্থল থেকে জব্দ গুলি পরীক্ষা করে দেখা গেছে, সেটি সালমানের বন্দুকের গুলি ছিল না। সালমান খানের আইনজীবী হস্তিমল স্বরসত এ রায়ের পর বলেন, ‘এটা খুবই আনন্দ

‘পোকেমন গো’র নেশায় ঘরছাড়া শিশু

নিউজ এক্সপ্রেস ডেস্ক : সাইবার জগতের নতুন গেম পোকেমন গো। এটি উন্মাদনা বেশ কয়েকদিন ধরেই তুঙ্গে। এবার ভারতে পোকেমন ‘স্টিকারের’ জন্য কার্যত বিপদে পড়েছিল ন’বছরের এক শিশু। গত শনিবার রাতে পোকেমনের নেশায় হারিয়ে যায় শিশুটি। শেষ পর্যন্ত হাওড়া স্টেশনে রেলরক্ষীরা তাকে উদ্ধার করে। ভারতের আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, শনিবার সন্ধ্যায় মধ্য হাওড়ার বনবিহারী বসু রোডের একটি বহুতলের ফ্ল্যাট থেকে নিখোঁজ হয়ে গিয়েছিল অনিমেষ সিংহ নামে এক শিশু। বেশ কিছুক্ষণ খোঁজ াখুঁজির পরে রাত সাড়ে দশটা নাগাদ হাওড়া থানায় একটি অপহরণের মামলা দায়ের করেন তার মা সরিতা সিংহ। অনিমেষের বাবা শৈলেশ সিংহ সীমান্তরক্ষী বাহিনীর কর্মী। বর্তমানে হাজারিবাগে রয়েছেন। দুই ছেলেকে নিয়ে সরিতা দেবী ওই বহুতলের পাঁচতলার ফ্ল্যাটে থাকেন। ওই বহুতলের চারতলার একটি ফ্ল্যাটে থাকেন সবিতা দেবীর শ্বশুর-শাশুড়িও। শনিবার বিকেলে দাদা-দাদির ফ্ল্যাটে খেলতে গিয়েছিল শিশুটি। এরপর নিজেদের ফ্ল্যাটে আর ফেরেনি সে। একটা সময় জানা যায়, শিশুটি সকালে তার মামাতো ভাইকে জানিয়েছিল, পোকেমনকে ধরতে সে মুম্বাই যাবে। সেই কথার সূত্র ধরেই হাওড়া স্টেশ

২৪১৫ বছর পরে প্রমাণিত হলো সক্রেটিস নির্দোষ!

নিউজ এক্সপ্রেস ডেস্ক : বছরের পর বছর জেল খাটার পরে অনেকেই বেকসুর খালাস পান। ফাঁসি দিয়ে মৃত্যুদণ্ডের পরও অপরাধ প্রকৃত দোষী কি না, তা নিয়ে তর্ক চলতেই থাকে। কিন্তু মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার প্রায় ২,৪১৫ বছর পরে কেউ যদি নির্দোষ প্রমাণিত হন? চমকে উঠছেন তো? তাহলে সাজাপ্রাপ্তের নামেও আরো বড় চমক রয়েছে। কারণ মৃত্যুদণ্ডের ২,৪১৫ বছর পরে গ্রিসের একটি আদালত জানাল, সক্রেটিস নির্দোষ ছিলেন। খ্রিস্টপূর্ব ৪৭০ সালে গ্রিসের আথেন্সে জন্মগ্রহণ করেছিলেন দার্শনিক সক্রেটিস। প্রাচীন গ্রিসে সক্রেটিসের বিরুদ্ধে তরুণদের ভুলপথে চালিত করা, ধর্মের অপব্যাখ্যা এবং দুর্নীতিকে প্রশয় দেয়ার মতো অভিযোগ আনা হয়েছিল। সক্রেটিস এমন এক দার্শনিক চিন্তাধারার জন্ম দিয়েছিলেন, যা দীর্ঘ ২০০০ বছর ধরে পশ্চিমী সংস্কৃতি, দর্শন ও সভ্যতাকে প্রভাবিত করেছে। কিন্তু প্রাচীন গ্রিসের শাসকরা সক্রেটিসের তত্ত্বগুলো মানতে চায়নি। আথেন্সের তৎকালীন আরাধ্য দেবতাদের নিয়ে প্রকাশ্যেই প্রশ্ন তুলেছিলেন সক্রেটিস। তার বিরুদ্ধে অত্যাচারী শাসকদের সমর্থনেরও অভিযোগ আনা হয়েছিল। যদিও বলা হয় যে, সক্রেটিস নির্দোষ হলেও মুখ বুজে বিচারকদের রায় মেনে নিয়েছিলেন। মৃত্যুর

‘সুন্দরবনে বিদ্যুৎকেন্দ্র দু’দেশের জন্যই ক্ষতিকর হবে’

নিউজ এক্সপ্রেস : বন্দর, রেল যোগাযোগ,বিদ্যুৎ, প্রতিরক্ষাসহ অনেক ক্ষেত্রেই বাংলাদেশকে সহযোগিতা করতে চাইছে ভারত৷ রামপাল বিদ্যুৎকেন্দ্র প্রকল্পেও ভারত বাংলাদেশের সহযোগী৷ তবে ভারতের বিশেষজ্ঞও বলছেন, বিদ্যুৎকেন্দ্রটি দু-দেশেরই ক্ষতি করবে৷ ইরানের ছাবাহার বন্দর নির্মাণ চুক্তি সই হবার পর বাংলাদেশেও একটি সমুদ্র বন্দর তৈরির পরিকল্পনা করছে ভারত৷ ঢাকার সঙ্গে এ বিষয়ে জোর কথাবার্তা চলছে৷ আশা করা যায়, শীঘ্রই সবুজ সংকেত পাওয়া যাবে৷ ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্য বাড়াতে একটি বন্দর ও অন্যান্য পরিকাঠামো প্রকল্প গড়ে তুলতে চায় ভারত৷ মিয়ানমারেও অনরূপ একটি বন্দর তৈরি নিয়েও ভাবনা চিন্তা চলছে৷ বাংলাদেশের মংলা এবং মিয়ানমারের সিতওয়ে বন্দরে ভারতীয় বিনিয়োগ নিয়েও কথাবার্তা চলছে অনেকদিন ধরেই, বলেছেন মোদী সরকারের জাহাজ চলাচল মন্ত্রী নিতিন গডকড়ি৷ ইরানের ছাবাহার বন্দরে ভারতের বাণিজ্যিক সম্ভাবনা বিপুল, কারণ, বন্দরের কাছেই গড়ে উঠছে বিশেষ অর্থনৈতিক অঞ্চল৷ সেখানে খুব সস্তায় গ্যাস পাওয়া যাবে বলে ভারতের নালকো কোম্পানি সেখানে ইউরিয়া সার কারখানা তৈরি করবে৷ বাংলাদেশেও সস্তায় গ্যাস পাওয়া যেতে পা

The man hired to have sex with children

News Express Desk : In some remote southern regions of Malawi, it's traditional for girls to be made to have sex with a paid sex worker known as a "hyena" once they reach puberty. The act is not seen by village elders as rape, but as a form of ritual "cleansing". However, as Ed Butler reports, it has the potential to be the opposite of cleansing - a way of spreading disease. I meet Eric Aniva in the dusty yard of his three-room shack in Nsanje district in southern Malawi. Goats and chickens graze in the dirt outside. Wearing a grimy green shirt, and walking with a pronounced limp (he's been lame in one leg since birth, he says), he greets me enthusiastically. He seems to like the idea of media attention. Aniva is by all accounts the pre-eminent "hyena" in this village. It's a traditional title given to a man hired by communities in several remote parts of southern Malawi to provide what's called sexual "cleansing". If a man die

A new power plant could devastate the world’s largest mangrove forest

The planet’s largest mangrove forest could be facing serious trouble in the form of two new coal-fired power plants, environmentalists say — and they’re urging the United Nations to draw greater attention to the issue. A handful of environmental groups, including Friends of the Earth, the Sierra Club and 350.org, have cumulatively collected 50,000 signatures on a petition just submitted to the United Nations Educational, Scientific and Cultural Organization (UNESCO) asking that the Sundarbans — a region of Bangladesh including a designated World Heritage Site — be placed on the official List of World Heritage in Danger. Meanwhile, activists continue to lobby against the construction of the power plants.  The petition was submitted ahead of this year’s meeting of the World Heritage Committee, which convened in Istanbul last week. Meanwhile, progress on the Rampal power plant — the proposed project garnering the greatest amount of concern in Bangladesh — continues to move forward. Las

Turkey blocks WikiLeaks over release of AK Party emails

  News Express Desk : Turkish officials have downplayed the release of hundreds of thousands of private emails belonging to members of the ruling party that were published on the WikiLeaks website. The whistle-blower website was blocked on Wednesday by Turkey's Internet watchdog, TIB, shortly after the mass release of the emails, which included the current phone numbers of AK Party members of parliament. The internet authority said an "administrative measure" had been taken against WikiLeaks, a generic term it often uses when blocking websites in Turkey. Al Jazeera independently confirmed the authenticity of emails and phone numbers of at least 10 members of parliament released by WikiLeaks. WikiLeaks said more emails and attached files will be published soon. "Part one of the series covers 762 mail boxes beginning with 'A' through to 'I' containing 294,548 email bodies together with many thousands of attached files," the website said. &quo

মিয়ানমারে ইসলামবিরোধী বক্তব্য বন্ধের নির্দেশনা

নিউজ এক্সপ্রেস ডেস্ক : হেট স্পিচ মানুষের মাঝে দ্রুত ছড়িয়ে যায়৷ মানুষে মানুষে বাড়ায় বিভেদ, বাড়ায় সহিংসতা৷ মিয়ানমারের ধর্ম মন্ত্রী হুঁশিয়ারি উচ্চারণ করে নির্দেশ দিলেন, দেশে যেন বৌদ্ধ ভিক্ষুরা আর ইসলামবিরোধী ‘ঘৃণা বক্তব্য' না দেয়৷ বৌদ্ধভিক্ষুদের একটি দল ‘মা বা থা' ইসলামবিরোধী আন্দোলন শুরু করেছে৷ গত বুধবার তারা তাদের বক্তব্যে মিয়ানমারের নেত্রী অং সান সুচিকে ‘স্বৈরশাসক' হিসেবে উল্লেখ করে৷ তাদের মতে, সুচি এবং তার দল বৌদ্ধ সম্প্রদায়কে নিচু করে দেখে৷ ‘মা বা থা'-র বৌদ্ধ ভিক্ষুরা বিভিন্ন সভায় মুসলিমবিরোধী দীর্ঘ বক্তব্য রাখে৷ তাদের এই বক্তব্যের কারণেই মিয়ানমারে সাম্প্রদায়িক দাঙ্গা ও ঘৃণার সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ রয়েছে৷ সামরিক সরকার ক্ষমতায় থাকাকালীন বৌদ্ধ ভিক্ষুদের এমন বেশ কয়েকটি দল গড়ে ওঠে, যারা মুসলিমবিরোধী৷ দলগুলো বড় বড় জনসভার আয়োজন করে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে মুসলিমদের কঠোর সমালোচনা করে৷ তবে সম্প্রতি ওই দলগুলোর সেই আয়োজনে কিছুটা ভাটা পড়েছে৷ মিয়ানমারের বর্তমান সরকার প্রথমবারের মতো এই দলগুলোর ব্যাপারে ব্যবস্থা নেয়ার কথা ভাবছে৷ ক্ষমতাসীন দল এনএলডি আনুষ্ঠানিকভাবে তাদের

Never promoted terror, says Naik

News Express Desk : Accused of giving hate speeches, inciting acts of terror and disrespecting other religions, Dr. Naik said he had a right to express his view, given to him by the Constitution. He said he believed his religion was the best because, “the Koran says it. No other religious text or scripture claims this fact.” About inciting acts of terror, he challenged the media “to find out any instance where I have promoted terrorism or praised an act of terrorism.” In one of the clips floated on social media, Dr. Naik is seen supporting Al-Qaeda founder Osama bin Laden. He claimed that this clip was doctored and being used out of context. He said he was “neither a saint, nor a terrorist for me.” Preacher Zakir Naik on Friday at a small banquet hall in Mazgaon, addressed media persons via Skype: “My statements were taken out of context; they were half sentences, and were doctored. I am a messenger of peace. It is condemnable for any human, whether Muslim or non-Muslim, to attac

‘বাংলাদেশের একটি অংশের মৃত্যুদণ্ড ঘোষণা'

নিউজ এক্সপ্রেস : ঠিক এ কথাটাই লিখেছেন এক আইনজীবী৷ সুন্দরবনের কাছে রামপালে বাংলাদেশ এবং ভারতের যৌথ উদ্যোগে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র তৈরির চুক্তি স্বাক্ষরের পর এ কথা লিখেছেন তিনি৷ সামাজিক যোগাযোগ মাধ্যমে আরো অনেকে জানিয়েছেন প্রতিক্রিয়া৷ পরিবেশবাদীদের আপত্তির মুখেই গত মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশের রাজধানী ঢাকায় একটি পাঁচতারকা হোটেলে ভারতের হেভি ইলেকট্রিক্যালস লিমিটেডের (বিএইচইএল) সঙ্গে ইঞ্জিনিয়ারিং প্রকিউরমেন্ট কনস্ট্রাকশন-ইপিসি (টার্নক ি) চুক্তি করেছে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড (বিআইএফপিসিএল)৷ চুক্তি সই অনুষ্ঠানে জানানো হয়, এক্সিম ব্যাংক প্রকল্পে দেড় বিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করবে যা ব্যয় করে ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম কেন্দ্র নির্মাণ সম্ভব হবে৷ বাংলাদেশে ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে এক টুইটে রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণের চুক্তিকে দুই দেশের মধ্যকার সম্পর্কে এক ‘মাইলফলক' বলা হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় উঠেছে৷ পরিবেশবাদী এবং অ্যাক্টিভিস্টদের অণেকেই মনে করছেন, এই কেন্দ্র বিশ্বের অন্যতম বড় ম্যানগ্রোগ ফরেস্ট

পুলিশ পরিচয়ে ধর্ষণ, ছাত্রলীগকর্মীদের বিরুদ্ধে মামলা

নিউজ এক্সপ্রেস : লক্ষ্মীপুর সদর উপজেলায় পুলিশের পরিচয় দিয়ে এক তরুণীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে ছাত্রলীগের পাঁচ কর্মীসহ ১০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। চরশাহী ইউনিয়নের তিতারকান্দি এলাকার বাড়ি থেকে মঙ্গলবার রাতে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে বুধবার রাতে ওই তরুণী পাঁচ জনের নাম উল্লেখসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করেন বলেন চন্দ্রগঞ্জ থানার ওসি একেএম আজিজুর রহমান জানান। আসামিদের মধ্যে ফাহাদ উদ্দিন, আদনান হোসেন, পারভেজ হোসেন, হৃদয় ও পিয়াস উদ্দিন ছাত্রলীগের কর্মী বলে জানিয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোশারফ হোসেন। এদের মধ্যে আদনান উপজেলার রামপুর গ্রামের বাহার উদ্দিনের ছেলে। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রেজাউল করিম রিয়াজ জানিয়েছেন। মামলার বরাত দিয়ে ওসি আজিজুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভাইকে নিয়ে মঙ্গলবার দুপুরে সদর উপজেলার দিঘলী থেকে তিতারকান্দি এলাকায় খালার বাড়িতে বেড়াতে আসে মেয়েটি। রাতে ওই বাড়িতে পুলিশ পরিচয় দিয়ে ৮/১০ জন যুবক প্রবেশ করে ভাইসহ মেয়েটিকে তুলে নিয়ে যায়। “এক পর্যায়ে ভাইকে মারধর করে রাস্তায় ফেলে মেয়েটিকে রামপুর এলাকায় ছাত

আইএস নিয়ে উল্টো খবর!

নিউজ এক্সপ্রেস ডেস্ক : ইসলামিক স্টেট (আইএস) কারা পরিচালনা করে? এর নেপথ্যে কারা? এ নিয়ে বিপরীতমুখী কিছু খবর প্রকাশ হচ্ছে বিদেশি সংবাদ মাধ্যমে। আর সেসব খবরে আমাদের প্রচলিত ধারণা কেমন জানি উলটপালট হয়ে যাচ্ছে। সেইসব খবরে যারা আইএসের বিরুদ্ধে সরব তাদের দিকেই এখন অভিযোগের তীর। আইএস চালায় মোসাদ!   ব্রিটেনের লেবার পার্টির সদস্য বব ক্যাম্পবেল অভিযোগ করেছেন, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী আইএসকে নিয়ন্ত্রণ ও পরিচালনা করছে। তিনি ব্রাসেলস হামলার জন্যও ইসরায়েলকে দায়ী করেন। তিনি এপ্রিলে তার ফেসবুক থেকে একটি ছবি শেয়ার করেছেন যাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর শরীরের অর্ধেক অংশ জুড়ে আইএস- কথিত ‘খলিফা’ আবুবকর বাগদাদি যুক্ত রয়েছে। ছবির মধ্যে লেখা রয়েছে, ‘আইএসই হচ্ছে একমাত্র সন্ত্রাসী গোষ্ঠী যে সিরিয়া থেকে দুই হাজার মাইল সফর করে প্যারিসে হামলা করতে পারলেও মাত্র ৫২ মাইল দূরে অবস্থিত ইসরায়েলের ওপর হামলা করে না! কারণ, কুকুর কখনও তার নিজ লেজে কামড় দেয় না। কারণ ইসরায়েলের গোয়েন্দা সংস্থা ‘মোসাদ’ আইএসকে নিয়ন্ত্রণ ও পরিচালনা করছে। বব ক্যাম্পবেল অন্য এক ফেসবুক পোস্টে লিখেছিলে

Hundreds abducted, tortured in Egypt: Amnesty

News Express Desk : Hundreds of Egyptians have been abducted and tortured by the country's security services as part of a clampdown on dissent since early 2015, according to Amnesty International. A report released on Wednesday by the UK-based rights watchdog revealed a trend of disappearances at the hands of the state, targeting students, political activists and protesters, including children as young as 14. "Enforced disappearance has become a key instrument of state policy in Egypt. Anyone who dares to speak out is at risk," said Philip Luther, Amnesty's Middle East and North Africa director. In a statement on its official Facebook page on Wednesday, the Egyptian foreign ministry dismissed Amnesty's report, describing the group as "biased" and "driven by political agendas". "Any objective reader can tell instantly that the organisation's reports depend on sources that reflect the opinion of one side and people that are in

জাকির নায়েকের বিরুদ্ধে প্রমাণ পায়নি ভারত

নিউজ এক্সপ্রেস ডেস্ক : ভারতের মহারাষ্ট্র রাজ্য সরকারের গোয়েন্দা সংস্থা (এসআইডি) ইসলাম ধর্ম প্রচারক ডা. জাকির নায়েকের বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ পায়নি। তাই তার বিরুদ্ধে কোনো মামলা করা হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুর খবরে বলা হয়েছে, বিদেশে অবস্থানরত জাকির নায়েক দেশে ফিরলেও তাকে গ্রেফতার করা হবে না। প্রাথমিক তদন্তে এসআইডি জাকির নায়েকের শত শত ভিডিও ও লেকচার পরীক্ষা করে দেখেছে। দেশে ও দেশের বাইরে অনুষ্ঠানের বক্তব্ যও পরীক্ষা করে দেখা হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, ভারতীয় এক যুবকের জাকির নায়েকের লেকচার শুনে আইএসে যোগদান করার অনুপ্রেরণা ভিত্তিহীন প্রমাণিত হয়েছে। এর আগে গত সোমবার এক পুলিশ কর্মকর্তা দ্য হিন্দুকে জানান, “ইংরেজিতে ধর্ম প্রচার করা জাকির নায়েকের বিরুদ্ধে মামলা করা হবে না। কোনো কোনো বক্তৃতায় বড়জোর ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার অভিযোগ আনা যেতে পারে, কিন্তু ওই সব বক্তৃতার ভিত্তিতে তার বিরুদ্ধে এখনই মামলা করার কোনো সুযোগ নেই। তবে আমরা তার চলাফেরা নজরদারিতে রেখেছি।” গোয়েন্দা পুলিশ পত্রিকাটিকে জানিয়েছে, ভারতে ফেরার পর তারা জাকির নায়েকক

পিস টিভি বন্ধের সিদ্ধান্ত সরকারের

নিউজ এক্সপ্রেস : দুবাইভিত্তিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল পিস টিভির সম্প্রচার বাংলাদেশে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলা সম্পর্কিত মন্ত্রিসভা কমিটির এক বৈঠকে এই সিদ্ধান্ত হয় বলে শিল্পমন্ত্রী আমির হোসনে আমু বৈঠক শেষে সাংবাদিকদের জানান। ব্রিফিংয়ে তিনি আরো জানান, রাজধানীর গুলশান গড়ে উঠা হাসপাতাল ও রেস্টুরেন্টে মনিটরিংয়ে করা এবং ওই এলাকায় অবৈধভাবে গড়ে উঠা হাসপাতাল ও রেস্টুরেন্টগুলোর বিরুদ্ধ ব্যবস্থা নেওয় া হবে। তিনি জানান, আকস্মিক হামলা ঠেকাতে পুলিশের সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষিত করা, টহল বাড়ানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে। এছাড়া জাতীয় স্বার্থরক্ষার জন্য গণমাধ্যমকে আর সতর্কভাবে সংবাদ পরিবেশের কথা বলেন তিনি। সারা দেশে জুমার নামাজের খুতবা ও বয়ান মনিটর করার সিদ্ধান্ত নিয়েছে আইনশৃঙ্খলাসংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। সারা দেশে জুমার নামাজের খুতবা ও বয়ান মনিটর করার সিদ্ধান্ত নিয়েছে আইনশৃঙ্খলাসংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। - See more at: http://www.kalerkantho.com/online/national/2016/07/10/379254#sthash.WvZIENpN.dpuf সারা দেশে জুমার নামাজে

‘ইরাক যুদ্ধ অবৈধ ছিল’

নিউজ এক্সপ্রেস ডেস্ক : যুক্তরাজ্যের সাবেক উপপ্রধানমন্ত্রী জন প্রেসকট বলেছেন, ইরাক যুদ্ধ ছিল অবৈধ। আজ রোববার বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, সানডে মিরর পত্রিকায় প্রেসকট এমন কথা লিখেছেন। ২০০৩ সালে মার্কিন নেতৃত্বাধীন জোটের সঙ্গে মিলে ইরাকে হামলা চালায় যুক্তরাজ্য। সে সময় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন টনি ব্লেয়ার, উপপ্রধানমন্ত্রী প্রেসকট। সাবেক এই উপপ্রধানমন্ত্রী বলেছেন, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র ২০০৩ সালে ইরাকে যে হামলা চালায়, তা ছিল অবৈধ। ওই বিপর্ যয়মূলক সিদ্ধান্ত তাকে আজীবন তাড়িয়ে বেড়াবে। প্রেসকট বলেন, তিনি জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের সঙ্গে এখন এ বিষয়ে একমত যে ইরাক যুদ্ধ ছিল অবৈধ। ইরাক যুদ্ধে নিহত ব্যক্তিদের স্বজন এবং আহত ব্যক্তিদের কাছে লেবার পার্টির নেতা জেরমি করবিন দলের পক্ষ থেকে ক্ষমা চাওয়ায় তার প্রশংসা করেছেন প্রেসকট। প্রেসকট নিজেও বিশেষ করে ইরাক যুদ্ধে নিহত ব্রিটিশ সৈন্যদের পরিবারের কাছে সর্বতোভাবে ক্ষমা চেয়েছেন। সাদ্দাম হোসেনকে উৎখাতে ইরাকে হামলার যৌক্তিকতা ও ফলাফল নিয়ে সম্প্রতি বহুল প্রতীক্ষিত তদন্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ‘চিলক

বাংলাদেশ সরকার অভিযোগ বিশ্বাস করেনি: জাকির নায়েক

নিউজ এক্সপ্রেস ডেস্ক : ভারতীয় ইসলামী বক্তা জাকির নায়েক দাবি করেছেন, তার বক্তব্যে অনুপ্রাণিত হয়ে তরুণরা জঙ্গিবাদে ঝুঁকছে- এমন অভিযোগ বাংলাদেশ সরকারের লোকজন ‘বিশ্বাস করে না’ বলে তাকে জানিয়েছেন। ভারতে জাকির নায়েকের পিস টিভির সম্প্রচারে নিষেধাজ্ঞা এবং বাংলাদেশেও একই দাবি জোরালো হয়ে ওঠার প্রেক্ষাপটে তিনি এ দাবি করেছেন বলে টাইমস অব ইনডিয়ার খবর। জাকির নায়েক বলেছেন, “আমি বাংলাদেশ সরকারের লোকদের সঙ্গে কথা বলেছি। তারা আমাকে বলেছেন, বাংলাদেশের জঙ্গিদের আমি নিরীহ মানুষকে হত্যা করতে অনুপ্রাণিত করেছি- এমন অভিযোগ তারাও বিশ্বাস করেন না। তাদের মধ্যে একজন আমার ভক্ত ছিল, সেটা আলাদা বিষয়।” এক ডিডিও বার্তায় তিনি বলেন, “সারা বিশ্বে আমার কোটি কোটি ভক্ত আছে। বাংলাদেশের অর্ধেক মানুষই আমার ভক্ত। কিন্তু আমি তাকে মানুষ খুন করতে উৎসাহ দিয়েছি- এটা বলা শয়তানি।” বর্তমানে সৌদি আরবে অবস্থানরত এই ইসলামিক বক্তার ভাষ্য, বিশ্বে একমাত্র যুক্তরাজ্যেই তাকে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। মালয়েশিয়ায় তাকে নিষিদ্ধ করার খবর অস্বীকার করে জাকির নায়েক বলেন, তিন বছরেরও কম সময় আগে তিনি দেশটির সর্বোচ্